শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | এসআইটিতে শেষ হল আন্তঃ বিদ্যালয় কুইজ প্রতিযোগিতা, সেরার শিরোপা পেল কে?

Pallabi Ghosh | ১২ এপ্রিল ২০২৫ ২০ : ২৭Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে(এসআইটি) শেষ হল আন্তঃ বিদ্যালয় কুইজ প্রতিযোগিতা। আড়াই মাস ধরে এই কুইজ প্রতিযোগিতা চলেছে। আজ প্রতিযোগিতার ফাইনালে সেরা তিনজনের নাম ঘোষণা করা হয়েছে। এই কুইজ প্রতিযোগিতার আয়োজক ছিল টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং এসআইটি।  

 

উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এই প্রতিযোগিতার জন্য বাছাই পর্ব চলেছে। সব মিলিয়ে ৪৮টি স্কুলের ৫১০ জন পড়ুয়া নাম নথিভুক্ত করে প্রতিযোগিতায়। উত্তরবঙ্গের সরকারি ও বেসরকারি সমস্ত স্কুলের পড়ুয়ারা অংশ নিতে পেরেছে। তবে শুধুমাত্র একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়ারাই এই কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। যার নাম দেওয়া হয়েছে 'নলেজ নকআউট'। 

 

শনিবার কুইজ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয় শিলিগুড়ির শুকনা শালবাড়ির এসআইটি'র আচার্য জগদীশচন্দ্র বসু হল ঘরে। সেখানে সমস্ত জেলা থেকে অংশগ্রহণকারী পড়ুয়া এবং স্কুল কর্তৃপক্ষ এসেছিলেন। তার মধ্যে ছিল জেলার টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলও। 

 

জানা গেছে, প্রথম পর্যায়ে লিখিত কুইজ প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় কুইজ মাস্টার হিসেবে এসেছিলেন ভারতের অন্যতম বড় প্রতিষ্ঠান কুইজ ক্যাটালিস্টের চেয়ারপার্সন সূর্য নারায়ণন। এদিন উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ভাস্কর রায়, টেকনো ইন্ডিয়া গ্রুপ শিলিগুড়ির ডিজিএম নির্মাল্য আচার্য। এছাড়াও এসআইটি'র প্রিন্সিপাল অরুন্ধতী চক্রবর্তী, ফালাকাটার টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের প্রিন্সিপাল নিলয় দাস এবং এসআইটি-র শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। 

 

এদিন ফাইনালের পর আলিপুরদুয়ারের টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের ছাত্র আহেল অনুরাগ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। কোচবিহারের জেনকিন্স স্কুলের ছাত্র দেবাদিত্য সরকার প্রথম রানার-আপ হয়, বিন্নাগুড়ির আর্মি পাবলিক স্কুলের ঋদ্ধিমা মাজাওয়াদিয়া দ্বিতীয় রানার-আপ হয়। সেরা তিনজন অংশগ্রহণকারীকে যথাক্রমে ৪০ হাজার, ২৫ হাজার এবং ১৫ হাজার টাকা নগদ পুরস্কার, ট্রফি, সার্টিফিকেট প্রদান করা হয়। প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য দর্শকদেরও আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হয়।


Siliguri Institute Of TechnologyQuiz Competition

নানান খবর

নানান খবর

পালাতে গিয়েও হল না শেষরক্ষা, ভারত-পাক উত্তেজনার আবহে নদীয়ায় বড় সাফল্য পুলিশের

অডিও রেকর্ডারই আশার আলো, মাধ্যমিকে ৫০০ পার করল দুই দৃষ্টিহীন ছাত্র

বসিরহাটের রেল বস্তিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত বহু বাড়ি

মুখ্যমন্ত্রীর সফরের আগেই বড় সাফল্য, জাফরাবাদ জোড়া খুনে ফের পুলিশের জালে ১ অভিযুক্ত 

একটু পরেই সাত জেলায় কালবৈশাখী, ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে থাকবে বৃষ্টির তাণ্ডব

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

সোশ্যাল মিডিয়া