রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | রাস্তা দিয়ে ছুটে চলেছে মুর্শিদাবাদের 'নবাব'-এর খাট, তাজ্জব শহরবাসী

AD | ০২ এপ্রিল ২০২৫ ১৪ : ০৫Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: রাজ্য সড়ক ধরে উদ্দাম গতিতে ছুটে চলেছে একটি খাট। তার উপর বসে এক যুবক মাঝে মধ্যে কিছু কসরত দেখাচ্ছেন। এমনই একটি ভাইরাল ছবি ঘিরে শোরগোল পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে। জানা গিয়েছে, চলমান ওই খাটটি বানিয়েছেন মুর্শিদাবাদের ডোমকল শম্ভুনগর এলাকার বাসিন্দা জনৈক নবাব শেখ। 

বছর সাতাশের নবাব ইদের দিন চলমান এই খাট নিয়ে ডোমকল, রানিনগর-সহ আশেপাশের এলাকায় বেশ কিছুক্ষণ ঘোরার পর ওই চলমান গাড়ি-খাট রাস্তায় যানজট তৈরি করছে। এই কারণে পুলিশের তরফ থেকে তাঁকে তাঁর 'বাহন' নিয়ে আপাতত রাস্তায় বার হতে নিষেধ করা হয়েছে। 

ডোমকলের একটি বেসরকারি স্কুলের গাড়ি চালক নবাব কেবলমাত্র সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য বছরখানেক আগে চলমান খাট তৈরির পরিকল্পনা করেন। নবাব বলেন, 'ছোটবেলা থেকে আমি পড়াশোনা করিনি। প্রথম শ্রেণী পর্যন্ত পড়ার পর আর স্কুলে যাওয়ার সুযোগ হয়নি। কিন্তু বিখ্যাত হওয়ার শখ আমার বরাবরই ছিল। সেই কারণে কয়েকজন বন্ধুদের সঙ্গে চলন্ত গাড়ি-খাট তৈরি করার পরিকল্পনা করি। প্রায় দেড় বছরের পরিশ্রমে এই যান আমি তৈরি করতে পেরেছিলাম।' চার চাকা বিশিষ্ট এই গাড়ি-খাটে শোওয়ার ব্যবস্থা রয়েছে। সামনে রয়েছে 'লুকিং গ্লাস'। খাটের নিচের অংশে রয়েছে গাড়ির যাবতীয় কলকব্জা।' 
 
তবে বিখ্যাত হতে গিয়ে এখন চরম বিড়ম্বনার মধ্যে পড়েছেন নবাব। ইদের দিন নিজের তৈরি করা গাড়ি-খাট চালিয়ে সেই ছবি নিজের সমাজমাধ্যমে আপলোড করার পর সেই সমাজমাধ্যম থেকে তার বিরুদ্ধে কপিরাইটের কেস দেওয়া হয়েছে। 

নবাব বলেন, 'আমার কাকার দোকান থেকে কাঠের ফার্নিচার এবং কয়েকজন বন্ধুর সহযোগিতা নিয়ে লেদ মেশিনে বিভিন্ন যন্ত্রাংশ কিছু পরিবর্তন করে প্রায় ২.১৫ লক্ষ টাকা খরচ করে এই গাড়ি-খাট তৈরি করেছি। কিন্তু ইদের দিন বের হওয়ার পর একদিকে যেমন প্রশাসনের তরফ থেকে এই গাড়ি-খাট নিয়ে আমাকে বড় রাস্তায় বার হতে বারণ করা হয়েছে তেমনি ওই ভিডিও নিজের সমাজমাধ্যমের পাতায় আপলোড করার পর সেখানেও আমার বিরুদ্ধে কপিরাইট কেস দেওয়া হয়েছে।'
 
নবাব অভিযোগ, 'বাংলাদেশে কিছু যুবক আমার ভিডিও ব্যবহার করে নিজেদের সমাজমাধ্যমের পাতায় আপলোড করেছে এবং তারাই আমার চ্যানেলের বিরুদ্ধে কপিরাইট ভঙ্গের অভিযোগ করেছে। বাংলাদেশিদের দাবি এই ভিডিও সেই দেশে তোলা। অথচ ভিডিওতে আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে।'
 
নবাব বলেন, 'আমার ভিডিও ব্যবহার করে বাংলাদেশের কিছু লোক আর্থিকভাবে লাভবান হলেও আমি সমাজমাধ্যম থেকে এক টাকাও পাচ্ছিনা। গোটা বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেও সেখান থেকেও আমি কোনও সহযোগিতা পাচ্ছি না। পুলিশে তরফ থেকে আমাকে বলা হয়েছে আমি 'বেআইনিভাবে' একটি গাড়ি-খাট তৈরি করেছি। তাই এই ভিডিও ব্যবহার করে উপার্জনের জন্য কোনও ব্যবস্থা তারা করতে পারবে না।'
 
দু'চোখে জল নিয়ে হতাশ হয়ে বন্ধুদের সঙ্গে বসে নবাব বলেন, 'গোটা ভারতবর্ষের লোককে নতুন কিছু দেখানোর ইচ্ছা থেকে গাড়ি-খাট তৈরির কথা আমার মাথায় আসে। কেউ আমাকে এই বিষয়ে কোনও সাহায্য করেনি। অথচ আমার তৈরি জিনিসের কোনও কৃতিত্ব আমি পাচ্ছি না।'


ViralMurshidabadBedBed Car

নানান খবর

নানান খবর

সোমবার মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, জেলায় প্রস্তুতি তু্ঙ্গে

এক টুকরো স্বর্গ বাঁকুড়ার বুকে! ঝিলিমিলি-তালবেড়িয়া ড্যাম ঘুরে আসুন গরমের ছুটিতে

রাগ ভাঙাতে গিয়ে বিবাদ চরমে, এক কোপে স্বামীর গোপনাঙ্গ কেটে নিলেন স্ত্রী, ভয়ঙ্কর কাণ্ডে তোলপাড় গ্রাম

ডিউটিতে বেরিয়ে নিখোঁজ, পাটের গুদামে উদ্ধার সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ

আম পাড়তে যাওয়াই কাল, ছাদ থেকে নীচে পড়ে মর্মান্তিক পরিণতি গৃহবধূর

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার 

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

সোশ্যাল মিডিয়া