শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর

Pallabi Ghosh | ২৯ মার্চ ২০২৫ ১৮ : ৪৭Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় গমের জমিতে আগুন লাগার ঘটনা যেন থামতেই চাইছে না। গত এক সপ্তাহে মুর্শিদাবাদের হরিহরপাড়া, রানিনগর, ডোমকল সহ বিভিন্ন এলাকায় গমের জমিতে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেছে কয়েকশো বিঘা জমির গম।
জেলা প্রশাসনের তরফ থেকে প্রচার চালানো হচ্ছে গমের জমির আশেপাশে কেউ যাতে খড় বা অন্য কোনও জিনিসে আগুন না লাগায়। জেলা পুলিশ প্রশাসনের সচেতনতা সত্বেও ফের একবার গমের জমির কাছে আবর্জনায় আগুন দিতে গিয়ে সেই আগুন ছড়িয়ে পড়ে ভস্মীভূত হয়ে গেল প্রায় ৩০ বিঘা জমিতে উৎপন্ন গম। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত সাদিকপুর এলাকার কাছে। এই ঘটনার পর বিক্ষোভে ফেটে পড়েন ক্ষতিগ্রস্ত চাষিরা।
আগুন লাগার এই ঘটনায় অভিযোগের তির উঠেছে স্থানীয় একটি বিদ্যুতের সাবস্টেশনের কর্মীদের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বিদ্যুতের সাবস্টেশনের কিছু কর্মী শনিবার দুপুর নাগাদ একটি গমের জমির কাছে অফিসের মধ্যে জমে থাকা আবর্জনা বের করে এবং আশেপাশের জঙ্গল পরিষ্কার করে তাতে আগুন লাগায়। সেখান থেকেই গমের জমিতে আগুন ছড়িয়ে পড়ে।
রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান বলেন, 'বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। আমরা সবসময় চাষিদের পাশে রয়েছি। তারা যাতে শস্য বিমার মাধ্যমে ক্ষতিপূরণ পান তা দেখা হবে। বিদ্যুৎদপ্তরের গাফিলতির কারণে আগামীদিনে যাতে এই ধরণের ঘটনা না হয় তার জন্য আমরা কর্মীদের সজাগ হতে বলব।'
আনসার শেখ নামে স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করেন, 'সাবস্টেশনের কর্মীরা নিজেদের অফিসের আবর্জনায় আগুন লাগানোর কিছুক্ষণের মধ্যেই হওয়ার দাপটে সেই আগুন পাশের গমের ক্ষেতে ছড়িয়ে পড়ে। দ্রুত সেই আগুন সকলের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।'
এলাকার চাষীরা জানান, তাঁরা কিছু করার আগেই কমপক্ষে ২৫-৩০ বিঘা জমির গম আগুনে পুড়ে সম্পূর্ণ ঝলসে গিয়েছে। চাষিদের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি। আগুন লাগার ঘটনার খবর পেয়ে রঘুনাথগঞ্জ থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ক্ষতিগ্রস্ত চাষিরা বলেন, চড়া সুদে টাকা ধার করে তাঁরা গম চাষ করেছিলেন। কিছুদিনের মধ্যেই জমি থেকে গম কেটে নেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সব গম মাঠেই পুড়ে ছাই হয়ে গেল। সর্বস্ব হারিয়ে এখন মাথায় হাত পড়েছে চাষিদের। তাঁদের দাবি, আগুনে ক্ষতি হওয়ার ঘটনায় সরকারের তরফ থেকে যেন ক্ষতিপূরণ দেওয়া হয়।
নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর সফরের আগেই বড় সাফল্য, জাফরাবাদ জোড়া খুনে ফের পুলিশের জালে ১ অভিযুক্ত

একটু পরেই সাত জেলায় কালবৈশাখী, ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে থাকবে বৃষ্টির তাণ্ডব

মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা, আসছেন ৭০০ কোটি টাকার উপহারের ডালি নিয়ে

মাধ্যমিকের ফলপ্রকাশের পরদিনই উত্তীর্ণ পড়ুয়ার রহস্যমৃত্যুতে ছড়াল চাঞ্চল্য

ধেয়ে আসছে কালবৈশাখী! কোন কোন জেলায় শনিবার ভারী দুর্যোগ জানুন

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা