শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৪ মার্চ ২০২৫ ১৯ : ৩৬Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: জন্মদিনে অনুরাগীদের জন্য আসছে অনুপম রায়ের নতুন গানের মিউজিক ভিডিও। নতুন এই মিউজিক ভিডিও আসতে চলেছে ইটস মাজা বাংলার প্ল্যাটফর্মে। মিউজিক ভিডিওতে দেখা যাবে এই প্রজন্মের অন্যতম অভিনেত্রী অঙ্গনা রায়কে । ২৯ মার্চ অনুপম রায়ের জন্মদিন, তিনি একাধারে কণ্ঠ সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার। আর সঙ্গীতের ক্ষেত্রে তার এই ব্যাপ্তিতেই লক্ষ লক্ষ মানুষের মনে তিনি সব সময় উজ্জ্বল । এ রকম এক সঙ্গীতশিল্পীর জন্মদিনে অনুরাগীদের স্বভাবতই প্রত্যাশা থাকবেই অনুপমের নতুন গান প্রকাশ পাওয়ার। আর এবার সেটাই সত্যি হতে চলেছে ইটস মাজা মিউজিক বাংলার জনপ্রিয় প্ল্যাটফর্মের হাত ধরে। আগামী ২৮ মার্চ তাদের সমাজমাধ্যমে আসতে চলেছে অনুপম রায়ের নতুন গানের মিউজিক ভিডিও 'মিথ্যে স্বপ্ন'। ইতিমধ্যেই রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি অভিনীত মিউজিক ভিডিও ‘জানি দেখা হবে আবার’ ও ঋষভ বসু এবং সাক্ষী সাহা অভিনীত “জাতিস্মর” দিয়ে দর্শক মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছে ইটস মাজা মিউজিক বাংলা। তবে এবার অনুপম রায়ের নতুন গান দিয়ে আরও এক দুর্দান্ত মিউজিক ভিডিও উপহার দিতে চলেছেন তারা। মিউজিক ভিডিওতে দেখা যেতে চলেছে এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অঙ্গনা রায়কে। অনুপমের জন্মদিনে নতুন গান আসছে সেটা যেমন ঠিক, অন্যদিকে অঙ্গনার জন্মদিনও আসন্ন। জন্মদিনের আগেই নতুন কাজ নিয়ে এক্সাইটেড অভিনেত্রী । মিউজিক ভিডিওটির পরিচালনা করেছেন রোহন কুমার পাল, ভিডিওর সৃজন পরিচালনা করেছেন আরও এক জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য।
জন্মদিনে নতুন গান, কী বলছেন অনুপম রায়? শিল্পী বললেন, “এই গানের সুর করেছেন রাজীব-মনা ও বুদ্ধা এম। গানটি লিখেছেন অসীমা দত্ত। আমার কাছে যখন এই গানের প্রস্তাব প্রথম আসে, আমি গাইতে রাজি হই গানের সুর ও কথায় এক নতুনত্ব দেখে। একটা দারুণ ফ্রেশনেস আছে। আমি নতুন সুরকারদের সঙ্গে কাজ করতে সব সময় খুব আগ্রহী থাকি। বাংলা ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের ক্ষেত্রে নতুন সুরস্রষ্টাদের সংযোজন সব সময় প্রশংসনীয়, সেই জায়গা থেকেই গানটি করা। আর যে প্ল্যাটফর্মে এই গান মুক্তি পেতে চলেছে, সেই ইটস মাজা মিউজিক জাতীয় স্তরে একটি অত্যন্ত জনপ্রিয় ইন্ডিপেন্ডেন্ট মিউজিক প্ল্যাটফর্ম। বাংলায় তাদের সংযোজন ইন্ডিপেন্ডেন্ট বাংলা গানের সুযোগ অনেকগুণ বাড়িয়ে দিল। সব মিলিয়ে এখন মিউজিক ভিডিওটি মুক্তির অপেক্ষায় সকলেই। আশা করি. দর্শকের ভাল লাগবে।”
অন্যদিকে, অঙ্গনা বলেন, “অনুপম রায়ের গান, নতুন মিউজিক ভিডিও- সব মিলিয়ে আমি খুব উত্তেজিত! এই নিয়ে দ্বিতীয় বার অনুপমদার গানের মিউজিক ভিডিওতে কাজ করার সুযোগ পেলাম।পুরুষ কণ্ঠে গান, সাধারণত এই রকম মিউজিক ভিডিওতে অভিনেত্রীরা পারফর্ম করার সুযোগ কম পান, এই বিষয়টা আমার খুবই ইউনিক লেগেছে। রোহন সত্যিই একজন দক্ষ পরিচালক, মিউজিক ভিডিওর মধ্যে যে সল্প পরিসরে একটা সুন্দর গল্প ও তুলে ধরেছে সেটা আমার জন্য খুবই ভালো লাগার; প্রিয়াঙ্কা সৃজন পরিচালনার দায়িত্বে ছিলেন, ও আমার খুবই ভাল বন্ধু, ও যে ভালো অভিনেত্রী সকলেই সেটা জানেন, তবে এই মিউজিক ভিডিও দেখলে দর্শক এক নতুন প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে দেখতে পাবেন, যিনি সুযোগ্য পরিচালক। আমরা খুব মননশীল ভাবে গানের মধ্যেকার অনুভূতিটা ধরার চেষ্টা করেছি, দর্শক সব সময়ই অভিনেত্রী হিসেবে আমায় অনেক ভালবাসা দিয়েছেন, আশা করি এবারেও তার ব্যতিক্রম হবে না।”
মিউজিক ভিডিওর সৃজন পরিচালক প্রিয়াঙ্কা ভট্টাচার্য ভিডিওর বিষয়ে জানালেন, “স্বপ্ন কি সত্যিই মিথ্যে? আর সেই স্বপ্ন যদি হয় ভালবাসার মানুষকে ঘিরে?হাজার মানুষের ভিড়েও তার উপস্থিতি যেন মনে এক আলাদা আনন্দ দেয়। এটাই হয়ত ভালবাসা। একাকীত্বের মধ্যেও তার উপস্থিতি যেন মন ভালো করে দেয়। মনের ভিতরের কথা যেন সবই শুনতে পায় সে। মাথায় বিলি কেটে যেন শরীরের সব ক্লান্তি সরিয়ে দেয়। শত বইয়ের মাঝখানে ঠিক বইটাই খুঁজেবার করে দেয়। স্বপ্ন মিথ্যে হলেও কী ভালবাসা কখনও মিথ্যে হতে পারে? নিশ্চিত ভাবেই পারে না। ভালবাসার, অনুভূতির এই আঙ্গিকই আমরা ইটস মাজা মিউজিক বাংলার আসন্ন মিউজিক ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি।”
অন্যদিকে, ইটস মাজা মিউজিক বাংলার কর্ণধার সৌরিন দত্ত ও বাণিজ্যিক প্রধান অনন্ত শ্রীবাস্তব জানালেন, “২০১৫ সাল থেকে জাতীয় স্তরে বিভিন্ন প্রাদেশিক ভাষার সঙ্গীত নিয়ে নিজেদের যাত্রা শুরু করেছিল ইটস মাজা, মারাঠি, কান্নড ও গুজরাটি সঙ্গীত ক্ষেত্রে বিপুল সাফল্যের পর বাংলা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক-এর ক্ষেত্রে আমাদের অভিযান শুরু করেছি আমরা । প্রথম দুটি মিউজিক ভিডিওতে দর্শক শ্রোতার অনেক ভালবাসা পেয়েছি। এবার তৃতীয় মিউজিক ভিডিও নিয়ে আমরা প্রস্তুত, অনুপম রায়ের গান, সঙ্গে অঙ্গনার মতো গুণী অভিনেত্রী রয়েছেন মিউজিক ভিডিওতে । আমরা সব মিলিয়ে খুবই আশাবাদী । আগামী ২৮ শে মার্চ ইটসমাজা মিউজিক বাংলার ইউটিউব প্ল্যাটফর্ম থেকে মুক্তি পেতে চলেছে আমাদের এই নতুন মিউজিক ভিডিও ‘মিথ্যে স্বপ্ন'। আমরা নিশ্চিত দর্শকদের ভালো লাগবে।”
নানান খবর
নানান খবর

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা?

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?

প্রেমিক সুমিতের সঙ্গে বাগদান সারলেন ঋতাভরী, কবে বসছেন বিয়ের পিঁড়িতে?

Exclusive: 'মঞ্চ অনুষ্ঠানই ব্রেড অ্যান্ড বাটার....,' প্লে-ব্যাকের পরও কেন এমন বললেন মানসী ঘোষ?

স্কটল্যান্ডে কীসের ছক কষছেন বরুণ? ফাঁস হল ‘হ্যায় জওয়ানি তো ইশ্ক হোনা হ্যায়’র গোপন প্ল্যান!

একই ছবিতে হাসাবেনও, কাঁদাবেনও আমির— বক্স অফিসে ঝড় তুলতে কবে আসছে ‘সিতারে জমিন পর’?

‘নো এন্ট্রি ২’তে নতুন ‘এন্ট্রি’ তামান্নার! কবে থেকে শুরু শুটিং, মুক্তি-ই বা কবে পাবে?