শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

IPL 2025: IPL inauguration is superhit at Eden Gardens

আইপিএল ২০২৫ | শাহরুখ-শ্রেয়ার হাত ধরে জমকালো বোধন আইপিএলের, নাচলেন কোহলিও, ইডেন-শো সুপারহিট

KM | ২২ মার্চ ২০২৫ ১৮ : ৫১Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: কলকাতার আকাশ ছিল গোমড়া থোরিয়াম। বৃষ্টির লাল চোখ ছিল। আশঙ্কা ছিল খেলা হবে তো শেষ পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠান হবে তো? দেখা যাবে তো শাহরুখ-শো? সব আশঙ্কার অবসান। ইডেনে শাহরুখ-শো হিট। উদ্বোধনী অনুষ্ঠানও হিট। 

সেখানে শাহরুখ নাচলেন, কিং খানের সিনেমার ছবির গানে পা মেলালেন বিরাট কোহলি পর্যন্ত। হ্যাঁ, মাঠে নামার আগে কোহলিকে পর্যন্ত নাচিয়ে ছাড়লেন শাহরুখ। 'ঝুমে যো পাঠান'-এর তালে তাল মেলালেন কোহলি। কিং খানের আবেদন অস্বীকার করবেন কে! নাচলেন কেকেআরের তারকা রিঙ্কু সিংও। শাহরুখ জিজ্ঞাসা করলেন, ''কেমন আছো কলকাতা?'' ভরা ইডেন গর্জন তুলে জানিয়ে দিল, ভাল আছে শহর কলকাতা। 

২০০৮-এর বেঙ্গালুরুর চিন্নাস্বামী।  ২০২৫-এর ইডেন গার্ডেন্স। মাঝে কেটে গিয়েছে দীর্ঘ ১৮ বছর। বহু ঘটনার স্রোত বয়ে গিয়েছে দেশের উপর দিয়ে। ভারতীয় ক্রিকেটের থ্রি মাস্কেটিয়ার্স শচীন তেণ্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়রা ক্রিকেটারের শিরস্ত্রাণ খুলে রেখেছেন। 

তিনি বিরাট কোহলি। সূচনার দিনও ছিলেন। এবারও রয়েছেন। সাবালক হয়ে উঠেছে আইপিএল। বিরাট কোহলি হয়ে উঠেছেন বনস্পতি। তিনি ফুল দিচ্ছেন, ফল দিচ্ছেন, ছায়া দিচ্ছেন। আগামিদিনেও তাঁকে দেখেই দেশের হয়ে ক্রিকেট খেলতে আসবেন অসংখ্য তরুণ-যুবা। 

সেদিন অর্থাৎ ১৮ বছর আগের বেঙ্গালুরুতে প্রথম ম্যাচে ঝড় তুলেছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। এদিন শুরুতেই ঝড় তুলে দিলেন শাহরুখ খান। একমেবাদ্বিতীয়ম কিং খান। মঞ্চে কিং। বাইশ গজে আরেক কিং। সেটা অবশ্য আরও একটু পরে দেখা যাবে। 

শাহরুখের কণ্ঠস্বরেই বোধন হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। বলিউড বাদশা যে এদিনের উদ্বোধনী মঞ্চে সঞ্চালনা করবেন, তা জানাই ছিল। শাহরুখ এলেন, দেখলেন আর জয় করে নিলেন। তিনি বললেন, ''পার্টি পাঠান কে ঘর রাখোগে তো পাঠান তো মেহমান নওয়াজি কে লিয়ে তো আনা পড়েগা।''

আইপিএলকেই বিশ্বের সেরা ক্রিকেটীয় ইভেন্ট বললেন কিং খান। মনে করিয়ে দিলেন, এই ১৮ বছরে আইপিএলের দুনিয়া দেখেছে, ভযঙ্কর ইয়র্কার, ব্যাটসম্যানের ব্যাট থেকে গ্যালারিতে উড়ে গিয়েছে ছক্কা, আইপিএল সেই ময়দান যেখানে তারকার আবির্ভাব ঘটে। 

শাহরুখ যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করলেন শ্রেয়া ঘোষাল। শুরুটাই করলেন কলকাতা-বাংলাকে হৃদয়ে জড়িয়ে। তাঁর সুরেলা কণ্ঠস্বর ধ্বনি তুলল, ''আমি যে তোমার...।'' 

তার পরে সময় যত গড়িয়েছে শ্রেয়া মায়াজাল বিছিয়ে দিলেন ইডেনে। সুরের মূর্ছনায় ভাসল কলকাতা। এক নিশ্বাসে গাইলেন, রঙ্গ দে বাসন্তী, ওম শান্তি ওম, বালম স্বামী, ভাগ মিলখা ভাগ। গাইলেন সব ফ্র্যাঞ্চাইজির হয়ে। শেষ করলেন 'বন্দে মাতরম' গেয়ে। 

কলকাতা আবার তিলোত্তমা হল। দীর্ঘ কয়েক বছর এই শহর দেখেনি উদ্বোধনী অনুষ্ঠান। সেই পিপাসা বোধ হয় এতদিনে মিটল। তারাদের উপস্থিতি ছিল। কে  ছিলেন না সেখানে।  বোর্ড প্রেসিডেন্ট রজার বিনি, নব্য সচিব দেবজিৎ সইকিয়া-সহ বিসিসিআই-এর একাধিক প্রশাসক। ছিলেন আরও অনেকে। 

ধোনির বায়োপিকে 'প্রিয়াঙ্কা ঝা'-র ভূমিকায় অভিনয় করে চমকে দিয়েছিলেন দিশা। সেই দিশা পাটানি এদিন শুরুই করলেন 'পাগল হয়ে হয়ে যাব' গানের সঙ্গে পা মিলিয়ে। মঞ্চ মাতালেন করণ আউজালও। জাতীয় সঙ্গীত দিয়ে শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠান। 

গত কয়েকদিন ধরে হাওয়া অফিসের চৈতাবনী ছিল, বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা। সেই আশঙ্কা এখনও রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান, উদ্বোধনী ম্যাচের বল গড়াবে তো শেষমেশ, এমন আশঙ্কার বাণীই ঘোরাফেরা করছিল কলকাতার আকাশ বাতাসে।  

কেউ কেউ ১৯৯৬ সালের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের প্রসঙ্গও টেনে এনেছিলেন। সেবারের অনুষ্ঠান  ভেস্তে গিয়েছিল বৃষ্টি-দমকা হাওয়ায়। লেজার শো হওয়ার কথা ছিল ইডেনে। সেটাও এলোমেলো হাওয়ায় নষ্ট হয়ে যায়। সেবার আর এবারের মধ্যে যে অনেক পার্থক্য। 

আশঙ্কা, দুর্ভাবনা-উদ্বেগকে ব্যাকফুটে ফেলে দিয়ে কলকাতা আবার উজ্জ্বল-ভাস্বর স্বমহিমায়। বহু বছর পরে এরকম এক ঝলমলে উদ্বোধনী অনুষ্ঠান হল কলকাতায়। ইডেন সুপারহিট। 

শাহরুখ মঞ্চে ডেকে নিলেন কোহলিকে। বললেন, ''প্রথম দিন থেকে ১৮ বছর ধরে এক ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলে যাচ্ছে বিরাট ভাই।'' 

ইডেন উত্তাল। ধ্বনি উঠল, ''কোহলি-কোহলি।'' আগামী দু'মাস দেশের শ্বাসপ্রশ্বাসে কেবল কোহলি-ধোনি-রোহিত। 


Eden GardensShah Rukh KhanShreya GhoshalIPL 2025

নানান খবর

নানান খবর

বিতর্কিত রান আউট, মেজাজ হারিয়ে আম্পায়ারের ওপর চড়াও গিল

'হঠকারিতা নয়,' ১৪ বছরের বিস্ময় বালককে পরামর্শ কপিলের

ইতিহাসে সাই, শচীনকে টপকে টি-২০ ক্রিকেটে নতুন রেকর্ডের মালিক

রাজস্থানের বিদায়ের পর সূর্যবংশীকে আক্রমণ, নিলামের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন

কেন আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর ঘোষণা করেন কোহলি? এতদিনে কারণ খোলসা করলেন তারকা ক্রিকেটার

জার্সি বদল, কেন মুম্বইয়ের বিরুদ্ধে অল পিঙ্ক জার্সিতে রাজস্থান?

দলে নিজের নাম না দেখতে পেয়ে কী করেছিলেন সূর্য? শোনালেন অনেক অজানা গল্প

ল্যাঙ্গারের বুদ্ধি নেই? পন্থের ব্যাটিং পজিশন নিয়ে লখনউয়ের কোচকে তুলোধোনা শ্রীকান্তের

ধোনিকে নিয়ে বড় মন্তব্য, পরের আইপিএলে ক্যাপ্টেন কুলকে দেখতে চান না প্রাক্তন প্রোটিয়া তারকা

ভিগনেশের পরিবর্ত খুঁজে নিল মুম্বই, হাতেখড়ি হতে চলেছে এই ক্রিকেটারের

আইপিএল থেকে বিদায় ধোনিদের, প্রথম দল হিসেবে ছিটকে গেল চেন্নাই

আইপিএলে আবার রেকর্ড চাহালের, ভাইরাল 'বান্ধবী' মাহভাশের সোশ্যাল মিডিয়া পোস্ট

আইপিএলের বিষ্ময় বালককে নিয়ে অতিরিক্ত মাতামাতি চান না দ্রাবিড়

'তুমি আইকন, আমি তোমাকে ভালবাসি,' মিষ্টি ভাষায় ধোনিকে সরে যাওয়ার পরামর্শ অস্ট্রেলিয়া গ্রেটের

এটাই কি শেষ আইপিএল? টসের পর কী বললেন ধোনি?

সোশ্যাল মিডিয়া