শুক্রবার ০২ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৭ মার্চ ২০২৫ ২০ : ২৪Rajat Bose
মিল্টন সেন, হুগলি: ফুরফুরাবাসীর চাহিদা পূরণ হল। আর সেটা পূরণ হল চাওয়ার আগেই। ফুরফুরায় ইফতারে যোগ দিয়েই প্রয়াত পির আবু বক্কর সিদ্দিকীর প্রয়াণ দিবসে তাঁরই নামে হাসপাতাল, প্রস্তাবিত পলিটেকনিক কলেজ এবং বাস স্ট্যান্ডের নামকরণ করার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার রমজান মাসের ইফতারে যোগ দিতে ফুরফুরা পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিকেল পাঁচটা বাজার কয়েক মিনিট আগেই, ফুরফুরা পৌঁছয় মুখ্যমন্ত্রীর কনভয়। মুখ্যমন্ত্রী হওয়ার পর এবার তৃতীয় বারের জন্য ফুরফুরা এলেন মমতা ব্যানার্জি। ফুরফুরার ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে পির আবু বক্কর সিদ্দিকীর মাজারে উপস্থিত হন। রাস্তার উপর কনভয় থামিয়ে পায়ে হেঁটেই মাজারে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। মাজারে যাওয়ার পথে রাস্তার ধারে তাঁর নজর পরে এক পান ও খাবার বিক্রেতার দিকে। সোজা চলে গিয়ে তার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন রঙের মোরব্বা হালুয়া গজা বিক্রি করছিলেন প্রবীণ ওই বিক্রেতা। কি বিক্রি করছেন জানতে চান? হাসতে হাসতে মুখ্যমন্ত্রী কে উত্তর দেন ইসমাইল মুফতি। মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেন, ভাল আছেন সব। কি বিক্রি করছেন ? ঢাকা দিয়ে বিক্রি করুন। এরপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবু বক্কর সিদ্দিকীর মাজারের দিকে যান। এদিন ইফতার শুরু হওয়ার আগে ফুরফুরায় নবনির্মিত আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং মুসাফিরখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সংক্ষিপ্ত বক্তব্যে মুখ্যমন্ত্রী ফুরফুরায় প্রয়াত পির আবু বক্কর সিদ্দিকীর নামে পলিটেকনিক কলেজ এবং বাস স্ট্যান্ডের নামকরণ করেন। বলেন, আমি ফুরফুরায় এই প্রথম এলাম না। এর আগেও অনেকবার এসেছি। আকবর আলি খোন্দকার যখন বেঁচে ছিলেন, তখন উনি মাঝে মাঝেই আসতে বলতেন। আমি আসতাম। মুখ্যমন্ত্রী বলেছেন, আমি যখন দুর্গাপুজো করি তখন তো কেউ এই প্রশ্ন করেন না। আমি যখন কালীপুজো করি তখন তো এই প্রশ্ন করেন না। জেনে রাখুন আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালে যাই। আমি রোজা নিজে করি। ইফতারে যাই, ঈদে যাই। আবার পাঞ্জাবীদের গুরুদুয়ারাতেও যাই, গুজরাটিদের ডাণ্ডি নাচে অংশগ্রহণ করি। মহাবীর জয়ন্তীতে যাই, দোল পূর্ণিমাতে যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি। সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি। আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করি। সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি এটাই আমাদের বার্তা সবাইকে ভাল রাখার জন্য।
পলিটেকনিক কলেজ যখন তৈরি হবে আমি চাই এখান থেকে সব স্কিল ট্রেনিং নিক ছেলেমেয়েরা। তাতে কি হবে তারা ভবিষ্যতে চাকরি–বাকরি পাবে। সেই জন্যই পলিটেকনিক কলেজটা যখন হবে তখন আবু বক্কর সাহেবের নামেই হবে। আর হাসপাতালটা যখন হবে তখন ওনার নামই হবে। যে একশ বেডের হাসপাতালটা তৈরি হয়েছে। ওটার কাজ অনেকটাই হয়ে গেছে। কাজ শেষের দিকে। কিন্তু যেহেতু আপনারা জানেন ওবিসি রিজার্ভেশন বিলটা কোর্টে আটকে আছে। এবং আমার তৈরি করার লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদের আমরা অ্যাপয়েন্ট করতে পারছি না। একটা হাসপাতাল তো এমনিতে হয়ে যায় না, সেখানে ডাক্তারি দিতে নার্স দিতে হয়। যখন এগুলো হয়ে যাবে এবং পলিটেকনিক কলেজটা হয়ে গেলে ওটাও আবু বক্কর সাহেবের নামেই হবে। সন্ধে ৬ টা নাগাদ ইফতার থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশে রওনা হয় মুখ্যমন্ত্রীর কনভয়। উপস্থিত ছিলেন পিরজাদা ত্বহা সিদ্দিকী, মেহরব সিদ্দিকী, কাসেম সিদ্দিকী, নাজমুর শাহাদাত সিদ্দিকী প্রমুখ পিরজাদারা। ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, জেলা শাসক মুক্তা আর্য, ডিআইজি বর্ধমান রেঞ্জ শ্যাম সিং, পুলিশ সুপার হুগলি গ্রামীণ কামনাসিস সেন প্রমুখ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। ফেরার পথে ফুরফুরায় উজল পুকুর ধারে কনভয় থামিয়ে মারুফ সিদ্দিকি ও সায়াদাত সিদ্দিকির বাড়িতে ঢুকে পড়েন। তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী। বাইরে বেরিয়ে গাড়িতে ওঠার সময় মুখ্যমন্ত্রী সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা ও রমজান মাসের শুভেচ্ছা জানান।
ছবি: পার্থ রাহা।
নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী