রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | গ্রেপ্তার প্রাক্তন ব্যক্তিগত সচিব, দূরত্ব তৈরি করলেন অধীর

AD | ১২ মার্চ ২০২৫ ১৫ : ১৭Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: ভুয়ো পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লক্ষাধিক টাকা তোলার অভিযোগে রাজ্য পুলিশের হাতে হলদিয়ার চৈতন্যপুর থেকে গ্রেপ্তার হয়েছেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর প্রাক্তন ব্যক্তিগত সচিব প্রদীপ্ত রাজ পুরোহিত। 

এই ঘটনা প্রকাশ্যে আসার পর প্রাক্তন সচিবের সঙ্গে  দূরত্ব তৈরি করলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। বুধবার বহরমপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন,'আমি একবারও বলছি না ওই ব্যক্তিকে পুলিশ ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। এই ক্ষেত্রে পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে।'
 
প্রসঙ্গত বহরমপুর লোকসভা কেন্দ্রের পাঁচবারের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর দীর্ঘদিনের ব্যক্তিগত সচিব ছিলেন প্রদীপ্ত। হলদিয়ার সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুরের বাসিন্দা প্রদীপ্ত দীর্ঘদিন ধরেই দিল্লিতে থাকতেন। সেই সূত্রেই তাঁর সঙ্গে অধীর চৌধুরীর পরিচয় বলে জানা গিয়েছে। সূত্রের খবর ওই যুবক বর্তমানে লোকসভায় 'রিসার্চ অফিসার' পদে কর্মরত ছিলেন। কেন্দ্র সরকারের কোনও এক যুগ্ম সচিবের নাম ভাঁরিয়ে জালিয়াতি করেছেন বলে অভিযোগ উঠেছে ।

সম্প্রতি রাজ্য পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে ওই যুবক নীল বাতি লাগানো গাড়ি ব্যবহার করছেন এবং বিভিন্ন জনের কাছে নিজের ভুয়ো পরিচয় ব্যবহার করে লক্ষাধিক টাকা তুলেছেন।

সূত্রের খবর গত বছরের লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী পরাজয়ের পর প্রদীপ্ত ধীরে ধীরে বিজেপি নেতাদের ঘনিষ্ঠ হতে শুরু করেছিলেন। প্রদীপ্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা হওয়ার পরেই রাজ্য পুলিশ গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। 

গোটা ঘটনা প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন,' কংগ্রেসের সাংসদ থাকার সময় ৩-৪ জনকে আমি আমার ব্যক্তিগত সচিব হিসেবে পেয়েছি । এই পদ এবং নিযুক্ত ব্যক্তিদের বেতন দেশের সংসদের তরফ থেকে দেওয়া হয়। '

তিনি বলেন, 'আমি যখন সংসদে কাজের অভিজ্ঞতা আছে এরকম একজন ব্যক্তিকে খোঁজ করছিলাম সেই সময়ে ওই যুবকের বাবা এসে তাঁদের আর্থিক অনটনের কথা আমাকে জানায় এবং দিল্লিতে থাকা ওই যুবককে আমার ব্যক্তিগত সচিব হিসেবে রাখার জন্য অনুরোধ করেন। ওই যুবক আমার সঙ্গে কাজ করার সময় যথেষ্ট দক্ষতার সঙ্গে ভালো কাজ করেছেন।'

অধীরবাবু আরও বলেন, 'লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে ওই যুবক আর আমার ব্যক্তিগত সচিবের পদে নেই। সে এখন সংসদের একজন কর্মী।'

কংগ্রেস নেতা অধীর চৌধুরী দাবি করেন, 'পশ্চিমবঙ্গ ওই যুবকের বাড়ি কোথায় তা আমি জানি না। আমি তাঁর বাড়িতেও কখনও যাইনি। কবে তিনি বাড়ি ফিরেছিলেন সেটাও আমার জানা নেই। আমার সাংসদ পদ চলে যাওয়ার পর তাঁর সঙ্গে আমার যোগাযোগ খুবই কমে এসেছিল। তবে জরুরি কোনও কাজে বা প্রয়োজনে আমি তাঁকে মাঝেমধ্যে ফোন করেছি।'

অধীর বলেন, 'গতকাল রাতে ওই যুবকের পরিবারের লোকেরা আমাকে ফোন করে গোটা ঘটনাটি জানিয়েছে। আমি তারপরে নিজের মত খোঁজ খবর করেছি। আমি একবারও বলছি না পুলিশ ওই যুবককে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। আমি গোটা বিষয়টি নিয়ে কাউকে ব্যক্তিগত স্তরে কোনও অনুরোধ করিনি। পুলিশ নিজের মত করে আইনানুগ ব্যবস্থা নেবে।'


Adhir ChowdhuryCongressArrest

নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক 

মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা

১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি

ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী

ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার 

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

সোশ্যাল মিডিয়া