শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১১ মার্চ ২০২৫ ১৭ : ০৯Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বয়স তাঁর কাছে শুধুই সংখ্যা মাত্র। ৮২ বসন্ত পার করেও তরুণ প্রজন্মের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে চলেছেন অমিতাভ বচ্চন। বেশ কিছুদিন ধরে তাঁর অবসর নেওয়ার গুঞ্জন শুরু হয়েছে। এই গুঞ্জন উস্কে দিয়েছে অমিতাভের সাম্প্রতিক পোস্ট। যা দেখে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউডের 'শাহেনশাহ'র অনুরাগীরা। এবার সম্ভবত জনপ্রিয় রিয়্যালিটি শো কোন বনেগা ক্রোড়পতি র সঞ্চালনা থেকে নিজেকে সরিয়ে নেবেন 'বিগ বি'! অর্থাৎ, ‘কেবিসি’-র হট সিটে আর দেখা যাবে না শাহেনশাহ কে। ২০০০ সালে ৫৭ বছর বয়সে এই রিয়্যালিটি শো-এর মাধ্যমেই ছোটপর্দায় প্রবেশ অমিতাভের। বাকিটা ইতিহাস! এইমুহূর্তে এই শো-এর ১৬ নম্বর সিজন চলছে। শো-এর কেবল তৃতীয় সিজনে দেখা যায়নি ‘বিগ বি’কে। সেই সময়ে 'সিনিয়র বচ্চন'-এর পরিবর্তে ওই সিজন সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান।
সূত্রের খবর, অন্য কোনও কারণ নয়, স্রেফ নিজের উপর কাজের চাপ কমানোর জন্যেই নাকি এহেন সিদ্ধান্ত নিচ্ছেন অমিতাভ। সেই সূত্র আরও জানিয়েছে, ‘কেবিসি ১৫’-র শেষেই নিজের এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন অমিতাভ। কিন্তু কেবিসি র প্রযোজকেরা নাকি ছাড়তেই চাননি তাঁকে। তাঁদের কাকুতি-অনুরোধে সাড়া দিয়ে ফিরে এসেছিলেন 'সিনিয়র বচ্চন। তবে এবার আর নয়। পাকাপাকিভাবেই নাকি ‘কেবিসি’-কে বিদায় জানাতে চলেছেন তিনি।
এই খবর নেটপাড়ায় দাবানলের মতো ছড়িয়েছে। এবং তারপরেই শুরু হয়েছে জল্পনা-অমিতাভের পর কে করবেন ‘কেবিসি’-র সঞ্চালনা? নেটিজেনদের পছন্দের তালিকায় উঠে এসেছে তিনটি নাম- শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন এবং মহেন্দ্র সিং ধোনি!
প্রসঙ্গত, অমিতাভ তাঁর ব্লগে লিখেছিলেন, এখন তাঁর চিত্রনাট্যের সংলাপ মনে রাখতে সমস্যা হয়। তাই গভীর রাতে পরিচালকদের ফোন করেন এবং দৃশ্যগুলো আরও ভালভাবে সম্পাদনা করার জন্য দ্বিতীয় সুযোগও চান তিনি। অভিনেতার কথায়, “কাজের জন্য প্রচুর মিটিং করতে হয়। কোনটা মানব আর কোনটা প্রত্যাখ্যান করব তা চ্যালেঞ্জিং। আমি যে কাজ পাচ্ছি, তার প্রতি কি সুবিচার করতে পারব? এরপর কী হবে? সবটাই অজানা।”
শুধু তাই নয় অমিতাভের আরও সংযোজন, “অভিনয়ের জন্য শুধু সংলাপ মনে রাখাই যথেষ্ট নয়। আরও বেশ কিছু বিষয় মনে রাখতে হয়। বাড়িতে ফিরে বুঝতে পারি যে কতগুলো ভুল হয়েছে এবং কীভাবে সেগুলো ঠিক করতে হবে। পরিচালকের কাছে মধ্যরাতে ফোন করে আরও একবার সংশোধনের সুযোগও চেয়েছি বহুবার।”
নানান খবর

নানান খবর

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

বলিউডে পাড়ি দিলেন রিয়া গঙ্গোপাধ্যায়, হিন্দি ছবির নায়িকা না খলনায়িকা! কোন চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে?

কলেজের গণ্ডি পেরোননি সোনম, ছেলে বায়ুর ভবিষ্যতের হাল কেমন হবে! এখন থেকেই দুশ্চিন্তায় অভিনেত্রী

আজ ভারতীয় সিনেমার ১১২ তম জন্মদিন! বাঙালি বলেই কি ‘জনক’ হীরালাল সেনকে ভুলে গিয়েছে বলিউড?

'বুলি'ই কি আসলে 'কথা'? 'এভি'র মুখোমুখি হতেই ধরা পড়ল কোন সত্যি!

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?