শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর

Sampurna Chakraborty | ০৯ মার্চ ২০২৫ ০১ : ৩১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে লিগ শিল্ড জয় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। শনিবাসরীয় সন্ধেয় মোহনবাগান দলের হাতে তুলে দেওয়া হল শিল্ড। বাঁধনহারা উচ্ছ্বাসে ভাসে ফুটবলাররা। আইএসএল লিগ শিল্ড জিতে পরিবারের সঙ্গে উচ্ছ্বাসে মাতেন মোহনবাগানের ফুটবলাররা। অধিনায়ক শুভাশিস বসুর পুরো পরিবার হাজির ছিল। বাবা, মা, স্ত্রীকে নিয়ে ফটো সেশনে মাতেন। মাঠে দাঁড়িয়েই মেডেল এবং অধিনায়কের আর্মব্যান্ড স্ত্রী কস্তুরী ছেত্রীকে পরিয়ে দেন মোহনবাগানের অধিনায়ক। স্ত্রীর সঙ্গে উদযাপন করলেন হোসে মোলিনা। শিল্ড ধরে ছবি তুলতে দেখা যায় সস্ত্রীক কামিন্সকে। শনিবাসরীয় রাতের যুবভারতী দেখল একটি অভিনব দৃশ্য। অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ এবং এফএসডিএলের দল স্টেডিয়ামে হাজির ছিল। মোহনবাগান কোচ এবং ফুটবলাররা শিল্ড নিয়ে পুরো মাঠ পরিদর্শন করে। সেই ভিকট্রি ল্যাপে যোগ দেয় মোহনবাগানের জুনিয়র দলের প্রায় একশো জন ফুটবলার। বার্সিলোনার ধাঁচে চলে এই ল্যাপ।
স্টেডিয়াম সংলগ্ন পাঁচতারা হোটেলেও চলে সেলিব্রেশনের রেশ। খুদে সমর্থকদের সইয়ের আবদার মেটাতে হয় শুভাশিসকে। লবিতে চলে সেলফির পালা। আপাতত ফুটবলারদের বিশ্রাম দিয়েছেন মোলিনা। ১৮ মার্চ আবার প্রস্তুতি শুরু হবে। তার আগে পরিবারের সঙ্গে সময় কাটাতে চায় ফুটবলাররা। দিমিত্রি বলেন, 'পরিবারের সঙ্গে ছোট বিরতি উপভোগ করতে চাই। তারপর আবার খেলায় মনোযোগ দেব।' চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবতে চান না জেমি ম্যাকলারেন। এই মুহূর্তে সময়টা উপভোগ করতে চান। ম্যাকলারেন বলেন, 'বিশেষ অনুভূতি। ওড়িশার বিরুদ্ধে আমরা ট্রফি নিশ্চিত করি। কিন্তু মুহূর্তটা উপভোগ করা খুবই গুরুত্বপূর্ণ। ট্রফি, মেডেল হাতে পাওয়া দারুণ অনুভূতি। আমাদের আরও একটা ট্রফি জেতার সুযোগ আছে। আমরা সেটার জন্য মুখিয়ে আছি। মুহূর্তটা উপভোগ করতে চাই। ছোটবেলা থেকেই বড় ক্লাবে খেলা লক্ষ্য ছিল। আগেও খেলেছি, এবারও খেলে চ্যাম্পিয়ন হলাম। সমর্থকরা খুশি হয়ে বাড়ি ফিরবে। ওদের আনন্দ দিতে পেরে ভাল লাগছে।'
চলতি আইএসএলে ১৫টি ক্লিনশিট রাখে মোহনবাগান। অভিনব রেকর্ড। তার মূলে টম অ্যালড্রেড এবং অ্যালবার্তো রডরিগেজ। প্রথম বছরই দু'জনের মধ্যে বোঝাপড়া নজর কাড়ে। কেরিয়ারের প্রথম বড় টুর্নামেন্ট জিতে উচ্ছ্বসিত টম। বলেন, 'আমার প্রথম লিগ খেতাব। ফ্যানদের ধন্যবাদ। আমরা এবার চ্যাম্পিয়নশিপ জেতার চেষ্টা করব। আমি অনেক দেশে খেলেছি, তবে অ্যালবার্তোর সঙ্গে পার্টনারশিপ বা বোঝাপড়া সবচেয়ে ভাল। আমরা গোল পেলেও ডিফেন্ডার হিসেবে আমাদের প্রাথমিক কাজ ক্লিনশিট রাখা।' আপাতত কয়েকদিন বিশ্রাম নিয়ে আবার নতুন উদ্যমে চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে ঝাঁপাবে সবুজ মেরুন ব্রিগেড।
নানান খবর

নানান খবর

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার শুভাশিস, সেরা গোলকিপার বিশাল

মেয়েদের ক্রিকেটে নতুন নিয়ম, রূপান্তরকামীদের নিষিদ্ধ করল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড

এমএস ধোনির সঙ্গে কে এই সুন্দরী? তুললেন ছবি, পেলেন জার্সিও

স্যামসন কাণ্ডে তিন বছরের নির্বাসন নিয়ে মুখ খুললেন শ্রীশন্ত, কী বললেন?

অলিম্পিকে সোনাজয়ীর পর এবার ভারতে নিষিদ্ধ করা হল বাবর, রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার

এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন

টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে

'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?

'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ

ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও

কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ

ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের

ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ

এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?