
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সুপার কাপ নিয়ে টালবাহানা চলছেই। শেষপর্যন্ত কোথায় হবে এই টুর্নামেন্ট জানে না ফেডারেশনও। ভেন্যুয়ের অভাবে এবছর সুপার কাপ না করার সিদ্ধান্ত একপ্রকার নিয়েই ফেলেছিল এআইএফএফ। কিন্তু ক্লাবগুলো অসন্তোষ প্রকাশ করায় সেই ভাবনা থেকে সরে এসেছে। সুপার কাপ আয়োজন করার জন্য তিনটে রাজ্য আগ্রহ দেখিয়েছে। তারমধ্যে রয়েছে কলকাতা, গোয়া এবং ওড়িশা। গোয়ার কথা অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল। কিন্তু ফেডারেশনের আর্থিক সাহায্য ছাড়া তাঁরা টুর্নামেন্ট আয়োজন করতে পারবে না বলে জানিয়েছে গোয়া ফুটবল সংস্থা। তাঁরা ফেডারেশনের থেকে প্রায় দু'কোটি সাবসিডি চেয়েছে। এরপর ভেন্যু হিসেবে ওঠে উত্তরাখণ্ডের নাম। সদ্য জাতীয় গেমস হওয়ায় পরিকাঠামো তৈরি আছে। ৬৫০ কোটি ব্যায় করে পরিকাঠামো বানানো হয়েছে। কিন্তু ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক স্পোর্টস স্টেডিয়ামে ব্রডকাস্টিংয়ে কিছু সমস্যা রয়েছে। স্টেডিয়ামের একটা সাইড খোলা। সেই কারণে উত্তরাখণ্ডও বাতিলের তালিকায়।
এই অবস্থায় হঠাতই ভেসে আসছে কলকাতার নাম। সুপার কাপ আয়োজন করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে আইএফএ। তাও আবার ফেডারেশনের কোনও আর্থিক সহায়তা ছাড়াই। গোয়ার মতো কোনও সাবসিডি চায়নি বাংলা। তাই হঠাতই সুপার কাপ আয়োজনে প্রবলভাবে ভেসে আসছে কলকাতার নাম। বিকল্প হিসেবে রয়েছে ওড়িশাও। গতবছর ভুবনেশ্বরে সুপার কাপ আয়োজিত হয়েছিল। ফেডারেশনের সচিব অনিল কুমার বলেন, 'সুপার কাপ আয়োজন করার ক্ষেত্রে আমাদের হাতে বিকল্প হিসেবে রয়েছে বাংলা, ওড়িশা এবং গোয়ার নাম। আমরা নির্দিষ্ট কমিটিতে কাগজপত্র পাঠিয়েছি। সেটা ফেরত পাওয়ার অপেক্ষায়। শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।' শোনা যাচ্ছে, আগামী সপ্তাহের মধ্যে ভেন্যু চূড়ান্ত হয়ে যাবে। পরিস্থিতি অনুযায়ী, শেষপর্যন্ত কলকাতায় সুপার কাপ হলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে এপ্রিল মাসে কলকাতায় হবে আইপিএল। ইডেনে একাধিক ম্যাচ রয়েছে। তবে এই কারণে অবশ্য সমস্যা হওয়ার কথা নয়।
সাদা বলের ক্রিকেটে সেরা রোহিতরাই, জানিয়ে দিল আইসিসি
'আবার শ্বাস নিতে পারছি', ইডেনে বিস্ফোরণের পরে স্বস্তি ফিরল রাসেলের মনে
বিসিসিআইয়ের প্রস্তুতি শুরু, কবে ইংল্যান্ড রওনা হচ্ছে ভারতীয় এ দল?
সপ্তাহে তিন বার চলে ডায়ালিসিস, ছেলের দুর্দান্ত ইনিংসেই যাবতীয় যন্ত্রণা ভুলে থাকতে চান প্রভসিমরনের বাবা
বেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দেবে কলকাতা? শাহরুখের বার্তায় থাকল বড় ইঙ্গিত
ধোনির উইকেট নেওয়ার ইচ্ছাই ছিল না, ভাগ্যক্রমে পেয়ে গিয়েছেন, ম্যাচ জিতিয়ে অকপট যশ দয়াল
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আরও কড়া ভারত, এবার ব্লক করা হল বাবর-রিজওয়ানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও
'ঝড় তুলে দে, আমি তোর পাশে রয়েছি', কোহলির টোটকায় বিরাট পরিবর্তন যশ দয়ালের
তিন বিদেশিকে ছাড়তে চলেছে মোহনবাগান, কারা রয়েছেন সেই তালিকায়?
নিজেকেও ছাপিয়ে যাচ্ছেন কোহলি, আইপিএলে বিরাট নজির আরসিবি তারকার
ব্যর্থ আয়ুষ-জাদেজার মরিয়া লড়াই, দক্ষিণী ডার্বি জিতল আরসিবি, প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত বিরাটদের
আইপিএল চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা, প্রকাশ্যে এল আসল কারণ
ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে 'বিরাট' রেকর্ড কোহলির, কমলা টুপির মালিকও তিনি
ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়া মিগুয়েল উধাও বাংলাদেশ থেকে! কোথায় গেলেন তিনি? জানুন মিগুয়েলের অন্তর্ধান রহস্য
'আমার পরিবারে কেউ ফাটল ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হ্যায়', হুঙ্কার টুটু বসুর