বুধবার ১৯ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ০০Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: শুক্রবার সকালে টলিপাড়ার শুটিংয়ের পরিস্থিতি দেখতে স্টুডিওপাড়ায় উপস্থিত হন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। তারপরেই পরিচালকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “ইচ্ছাকৃতভাবে করল ওঁরা এটা। পুরোপুরি পরিকল্পিত ষড়যন্ত্র! প্রতিটি চ্যানেল আমাদের জানিয়েছেন তাঁরা কোনও ধারাবাহিকের শুটিং বন্ধ করতে চান না। প্রযোজকদেরও একই কথা। তাহলে কেন শুটিং বন্ধ হল, এই কৈফিয়ত দিতে হবে ডিরেক্টর্স গিল্ড-কে। এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম সিদ্ধান্ত নেবে ফেডারেশন। আর সহ-পরিচালকেরা দিব্যি কাজ চালাতে পারবেন। কোনও অসুবিধা নেই তাতে।” পরিচালক সংগঠনের অভিযোগ তাদের ই-মেল কিংবা বৈঠকের আহ্বানে কোনও সদুত্তর দেয়নি ফেডারেশন। ফেডারেশন সভাপতির জবাব, “সংবাদমাধ্যমকে সবকিছু জানিয়ে তারপর ই-মেল করেছিলেন ওঁরা। ওঁরাই প্রশ্ন তুলছেন, জবাব-ও ওঁরাই দিচ্ছেন। এভাবে আলোচনা হয় নাকি?”
এরপর কড়া গলায় পরিচালক সংগঠনের উদ্দেশ্যে স্বরূপ বিশ্বাসের হুঁশিয়ারি, "ফেডারেশনকে তার এক্তিয়ার শেখাতে আসবেন না। আগে নিজেদের এক্তিয়ারটা বুঝুন! আর মাননীয়া মুখ্যমন্ত্রীকে কীভাবে সম্মান দেখতে হয়, সে জ্ঞান দয়া করে ফেডারেশনকে তা শেখাতে আসবেন না। উল্টে আপনারাই মুখ্যমন্ত্রীকে অসম্মান করছেন এই শুটিং বন্ধ করে দিয়ে। তাই আগে নিজেরা নিয়মটা মানুন।" সামান্য থেমে তিনি আরও বলেন, “আমরা তো আলোচনা-ই চাই। কে বলল, আমরা আলোচনাতে আগ্রহী নয়? কিন্তু কাজ বন্ধ করে কীভাবে আলোচনা সম্ভব? বন্ধ করে দিলে আলোচনা হয় নাকি? তবে হ্যাঁ, এখনও বলছি যেকোনও আলোচনায় ডাকলে ফেডারেশন উপস্থিত থাকবে।”
বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় পরিচালক সংগঠনের বৈঠকে হাজির হয়েছিলেন শ্রীজিৎ রায়, ডিরেক্টর্স গিল্ডের সভাপতি সুব্রত সেন, সম্পাদক সুদেষ্ণা রায়, সংগঠনের কার্যকরী কমিটির সদস্য রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচাৰ্য-সহ উপস্থিত গিল্ড-এর একাধিক পরিচালক সদস্য। দীর্ঘক্ষণ বৈঠক চলে পরিচালকদের। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডিরেক্টরস গিল্ড এর তরফে জানানো হয় আজকের এই বৈঠকে ফেডারেশনের কর্তা ব্যক্তিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছিল তবে সেই তরফ থেকে কোনও সাড়া পাননি তাঁরা। না কোনও ফোন অথবা ই-মেল। ফলে বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে শুটিং ফ্লোরে যাবেন না পরিচালকেরা। তবে পরিচালকের সংগঠন চান না যে শুটিং বন্ধ হোক, তাই পরিচালক ছাড়া যদি ধারাবাহিক, সিরিজ, ছবির কাজ চলতে পারে তো চলুক। কিন্তু তাঁরা ফ্লোরে যাবেন না। তাঁরা সেটে ফিরবেন তখনই, যদি তাঁদের কয়েকটি শর্ত মেনে নিয়ে লিখিতভাবে জমা দেয় ফেডারেশন।
নানান খবর

নানান খবর

Exclusive: অনির্বাণকে নিজের চরিত্রে পছন্দ সুমনের, সৃজিতের পরিচালনায় ‘গানওলা’ হয়ে উঠতে কি চাইছেন অভিনেতা?

সায়ন্ত মোদক বিতর্কে এবার বিস্ফোরক প্রত্যুষা, তাঁদের সম্পর্কের গোপন সত্যি জানালেন অভিনেত্রী!

শাহরুখ থেকে সলমন, প্রিয়াঙ্কা থেকে শ্রদ্ধা- ইডেনে আইপিএল উদ্বোধন সন্ধ্যা আরও জমজমাট করতে থাকছেন কে কে?

সাহিত্যের পাতা থেকে আবার সেলুলয়েডে! প্রথমবার সৌম্য-শোলাঙ্কি জুটি বাঁধলেন কোন গল্পে ?

অমিতাভের প্রথম প্রেম ছিল কলকাতার-ই এক মেয়ে! খোঁজ মিলল এত বছর পর, চেনেন তাঁকে?

হরনাথ চক্রবর্তীর দাম্পত্যে ছন্দপতন! দীর্ঘদিনের সঙ্গীকে হারালেন পরিচালক

ইঙ্গিতপূর্ণ পোস্ট করেও মুছলেন দেবলীনা, কেন? কী জানালেন আজকাল ডট ইন-কে?

রিয়্যালিটি শোয়ের মঞ্চে মালাইকাকে কুৎসিত ইঙ্গিত প্রতিযোগীর! ১৬ বছরের ছেলের কাণ্ড দেখে মেজাজ হারিয়ে কী করলেন অভিনেত্রী?

পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে বিতর্কে হেমা মালিনী! কোন অভিযোগে বিপাকে পড়লেন 'ড্রিম গার্ল'?

নতুন অধ্যায়ের শুরুতে ব্যক্তিগত জীবনের কোন কথা প্রকাশ্যে আনলেন যিশু কন্যা?

সলমনের ছবির গান জিততে পারত অস্কার! সুভাষ ঘাইয়ের 'দোষে' কীভাবে ফস্কেছিল সেই সুযোগ?

প্রেমিক দেবমাল্যর সঙ্গে গাঁটছড়া বাঁধছেন মধুমিতা, প্রাক্তন স্ত্রীর বিয়ে নিয়ে কী বললেন সৌরভ?

দেশের সর্বোচ্চ করদাতার তকমা পেলেন অমিতাভ বচ্চন! শাহরুখ-সলমনকে পিছনে ফেলে কর দিলেন কত কোটি টাকা?

ভুল বোঝাবুঝি মিটিয়ে সম্পর্ককে আরেকটা সুযোগ দিতে চান টলিপাড়ার নায়ক-নায়িকা, জোড়া লাগবে কী জুটির প্রেম?

মনীষা কৈরালা-ঐশ্বর্য রাই দ্বন্দ্ব: নয়ের দশকের বলিউড কাঁপানো ত্রিকোণ প্রেমের রহস্য জানেন?