রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ৪৩Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: গত বছর ওটিটিতে এক আইনজীবীর চরিত্রে দর্শকের নজর কেড়েছিলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সত্যের সন্ধানে নেমে পেরিয়েছিলেন দর্শকের মনের দরজা। ‘হইচই’-এর জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’ দর্শকমনে জয় করেছিল।
নতুন বছর পড়তেই জানা গিয়েছিল, ফের নতুন রহস্যের জট ছাড়াতে আসছে ‘অচিন্ত্য আইচ’। অর্থাৎ আসছে সিরিজের দ্বিতীয় সিজন। এই সিজনের নতুন সংযোজন হিসাবে থাকবেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তবে শুটিংয়ের সবকিছু ঠিকঠাক থাকলেও শেষপর্যন্ত শুরু হল না। গত মঙ্গলবার সকাল থেকেই টলিপাড়ার একাংশে শুটিং নিয়ে জটিলতা প্রকাশ্যে এসেছে। বুধবার ফেসবুক লাইভ এসে ফেডারেশনের সঙ্গে সমস্যার কারণে এখনও নতুন ওয়েব সিরিজ সংক্রান্ত জটিলতা কাটেনি বলে জানিয়েছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। যার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল এই সিরিজের শুটিং। বুধবার থেকে শুটিং শুরু করার কথা ছিল ‘অচিন্ত্য আইচ ২’-এর। কিন্তু আপাতত গোটাটাই বিশ বাওঁ জলে।
বুধবার প্রথমবার ফেসবুক লাইভে এসে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় জানালেন, গত বছর জুলাই-অগস্ট মাসে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছবিকে কেন্দ্র করে ফেডারেশনের সঙ্গে প্রথম সমস্যার সূত্রপাত। রাহুলের পক্ষ তিনি নিয়েছিলেন। তার জন্যি কি তাঁকে এভাবে ‘শাস্তি’ দেওয়া হচ্ছে? পরিচালকের কথায়, “ ...৪ জানুয়ারি ফেডারেশনের পক্ষ থেকে ইমেল মারফত তাঁদের ডেকে পাঠানো হয়। উত্তরে তিন-চারটে মেল পাঠানো হয়। কিন্তু প্রত্যুত্তর মেলেনি। তার পর ৩০ জানুয়ারি একটি মেলে জানানো হয় ৩ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় দেখা করতে। সেই মতো আমার প্রযোজনা সংস্থার কয়েক জন সদস্য গিয়েছিলেন। সেখান থেকে জানানো হয়, যাঁরা এই বিষয়ে কথা বলবেন তাঁরা বেরিয়ে গিয়েছেন। অপেক্ষা করেও ফল হয় না। এরপর অফিসের তরফ থেকে বলা হয় গতকাল মানে মঙ্গলবার ফোন করতে বলা হয়। তা-ও আমরা করি। কিন্তু কেউ ফোন ধরছেন না। আজকেও গিয়েছিলাম ফেডারেশনের অফিসে। কিন্তু একই ব্যাপারের পুনরাবৃত্তি হয়। কোনও জবাব না পাওয়াতে বাধ্য হয়ে বন্ধ করতে হল এই সিরিজের শুটিং।”
জয়দীপের দাবি, তাঁর এবং তাঁর ছবির বিরুদ্ধে যে ঠিক কী অভিযোগ রয়েছে, সেটাই ভাল করে বলতে পারছে না ফেডারেশন। বারবার জিজ্ঞেস করলেও তা নিয়ে এখনও কোনও সদুত্তর পাওয়া যায়নি। অসহায়ভাবে বলে উঠলেন, “শিল্পীদের ডেট নিয়ে সমস্যা শুরু হয়ে গিয়েছে।” পরিচালক আরও জানালেন, লোকেশন বুকিং এবং অন্য বিষয়ে ইতিমধ্যেই প্রযোজক প্রায় ৯ লক্ষ টাকা খরচ করেছেন। কী করে এই টাকা উঠবে সেটাও তাঁরা বুঝতে পারছেন না। কথাশেষে তাঁর সংযোজন, “যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তাতে কথা বলার অবস্থায় নেই। সমস্ত বিষয়টাই আমার কাছে ধোঁয়াশার। পরিচালক বন্ধু এবং কলাকুশলীদের অনুরোধ করছি, আমার পাশে দাঁড়ান। দয়া করে আমার পাশে এসে দাঁড়ান। আজ সন্ধ্যা ৬টায় ডিরেক্টর্স গিল্ডের অফিসে যাব। আপনারাও আসুন।”
‘অচিন্ত্য আইচ’ ওয়েব সিরিজের গল্পে অচিন্ত্য এক স্বনামধন্য আইনজীবীর কাছে প্র্যাাকটিস শুরু করেন। তবে সেখানেও এমন একটা ঘটনা ঘটে যে সে বেরিয়ে আসতে বাধ্য হন। এরপরে ওর জীবনে এমন একখানি কেস আসবে যে কেসটা ওর কেরিয়ারে অন্য মাত্রা এনে দেবে এবং পালটে দেবে জীবনটা। তাই নিয়েই এগিয়েছিল সিরিজ ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’৷ জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই সিরিজে ঋত্বিক চক্রবর্তীর পাশাপাশি দেখা গিয়েছিল শাশ্বত চট্টোপাধ্যায়, সুরঙ্গণা বন্দ্যোপাধ্যায়, দুলাল লাহিড়ী, খেয়া চট্টোপাধ্যায়, দেবরাজ ভট্টাচার্য, ভবানী মুখোপাধ্যায়-সহ প্রমুখকে।
নানান খবর

নানান খবর

এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার

'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য?

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?