সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ০৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: অবৈধ ভারতীয় অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ করল ট্রাম্প প্রশাসন। সোমবার ২০৫ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে নিয়ে একটি মার্কিন সামরিক বিমান ইতিমধ্যেই পাঞ্জাবের অমৃতসরের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে সূত্রের খবর। সি-১৭ বিমানটি সান আন্তোনিও থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে। ফেরৎ পাঠানোর আগে সকলের পরিচয় যাচাই করা হয়েছিল বলেও মার্কিন প্রশাসনের তরফে জানা গিয়েছে। ভারতের উদ্দেশ্যে আসা বিমানটি জ্বালানি ভরার জন্য জার্মানির রামস্টেইনে থামার সম্ভাবনা রয়েছে।
তবে, মার্কিন দূতাবাসের তরফে অবৈধ ভারতীয়দের সে দেশ থেকে ফেরৎ পাঠানোর বিষয়টি নিশ্চিৎ করা হয়নি। তবে, মার্কিন প্রশাসনের এক মুখপাত্র জানিয়েছেন যে, আমেরিকা তার সীমান্ত সুরক্ষিত রাখতে মরিয়া। অভিবাসন আইন কঠোর করা হয়েছে এবং অবৈধ অভিবাসীদের দেশ থেকে ফেরৎ পাঠাচ্ছে। তিনি বলেছেন, "এই পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে যে অবৈধ অভিবাসী রাখার কোনও ঝুঁকি নেওয়া হবে না।"
ডোনাল্ড ট্রাম্প মসনদে বসতেই আমেরিকায় অনুপ্রবেশকারী হঠাও অভিযান শুরু হয়েছে। শয়ে শয়ে অভিবাসী সামরিক বিমানে আমেরিকার বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানায় ট্রাম্প প্রশাসন। এখনও পর্যন্ত ছ'টি বিমানে করে আমেরিকা থেকে বের করা হয়েছে অভিবাসীদের। লাতিন আমেরিকার দেশগুলিতেই মূলত অভিবাসীদের ফেরানো হয়েছে। প্রথমে অভিবাসী বোঝাই বিমান গ্রহণ করতে চায়নি কলম্বিয়া। পরে ট্রাম্পের হুঁশিয়ারির মুখে পড়ে পিছু হটতে হয়েছে কলম্বিয়াকে।
প্রেসিডেন্ট ট্রাম্পের শপথের পর থেকেই মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) প্রায় ১৮ হাজার অবৈধ ভারতীয় নাগরিকের একটি প্রাথমিক তালিকা তৈরি করে। যার মধ্যে ১৫ লক্ষ ব্যক্তিকে অপসারণের জন্য চিহ্নিত করা হয়।
পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুসারে, প্রায় ৭,২৫,০০০ ভারত থেকে আসা অবৈধ অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। আমেরিকায় অবৈধ অভিবাসীদের সংখ্যার নিরিখে ভারতের স্থান তৃতীয়, মেক্সিকো এবং এল সালভাদরের পরেই। ট্রাম্পের শপথের পর থেকেই অবৈধ ভারতীয় অভিবাসীরা প্রতিদিন মার্কিন যুক্তরাষ্ট্রে ভয় এবং অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন।
গত মাসে নয়াদিল্লি জানিয়েছিল যে, আমেরিকায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের ভারত গ্রহণ করতে প্রস্তুত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন যে, "আমাদের কোনও নাগরিক যদি আমেরিকায় অবৈধভাবে থাকে এবং যদি আমরা নিশ্চিত হই যে তাঁরা আমাদের দেশেরই, তবে আমরা সর্বদা তাদের বৈধভাবে ভারতে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত।"
রাষ্ট্রপতি ট্রাম্প জানুয়ারিতে বলেছিলেন যে, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে আগত ভারতীয় অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে যা সঠিক তা করবেন।" সম্প্রতি দুই নেতার মধ্যে ফোনালাপের পর এই মন্তব্য করা হয়।
টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে মার্কিন কর্তৃপক্ষ কর্তৃক আটক ৫ হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠানোর জন্য পেন্টাগন বিমান পরিষেবাও শুরু করেছে। এখন পর্যন্ত, সামরিক বিমানগুলি গুয়াতেমালা, পেরু এবং হন্ডুরাসে অভিবাসীদের ফেরৎ নিয়ে গিয়েছে।
#illegalIndianmigrants#usa#
বিশেষ খবর
নানান খবর
নানান খবর

পৃথিবীতে তৈরি হবে নতুন সাগর, বিরাট প্রভাব পড়বে ভারত-আমেরিকায়...

প্রেম পড়েছেন বিল গেটস! প্রেমিকা কে? নিজেই জানালেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা...

মানুষের মগজে বসল চিপ, জীবন হল স্বাভাবিক, অবাক হবেন নাকি ভয় পাবেন...

পাকিস্তানি তরুণীর প্রেমে হাবুডুবু, ভালবাসার টানে ধর্মান্তরিত, ভিন দেশে গিয়ে বিপাকে ভারতীয় তরুণ ...

১০ মাস ধরে কেন তারা মহাকাশে থাকবেন! বিরাট বার্তা দিলেন সুনীতা উইলিয়ামস...

'সস্তায় জমি পাইয়ে দেব', নকল বড়লোক স্বামীকে দেখিয়ে কোটি কোটি টাকা আদায়, মহিলার কীর্তি চমকে দেবে...

আমেরিকায় ভয়ে কাঁটা ভারতীয় পড়ুয়ারা, ছাড়ছেন পার্ট-টাইম চাকরি! ...

হু-কে নিজের হাতে নিতে চাইছেন ট্রাম্প, কোন নতুন ফন্দি করছেন তিনি...

নোংরা ঘেঁটেই আয় লক্ষ লক্ষ টাকা! এই যুবতীর কাহিনি শুনলে চমকে উঠবেন আপনিও!...

ব্রিটেনে হাজির সাপের নয়া প্রজাতি, মারাত্বক বিষের মহড়া দেখছেন বিশেষজ্ঞরা...

বাড়িতেই তৈরি হয়েছিল নাগলোক, সাপের সংখ্যা জানলে শিউরে উঠবেন আপনিও...

নতুন বাড়ি তৈরি করতে হিমসিম অবস্থা, কার দিকে তাকিয়ে রয়েছেন লস অ্যাঞ্জেলসের বাসিন্দারা...

লা নীনার প্রভাব খাটল কই? বছরের শুরুতেই শীত উধাও, উলটে ‘উষ্ণতম জানুয়ারি’ ২০২৫-এ?...

পৃথিবী ডুবলেও বেঁচে থাকবে মানুষ, এবার জলের নিচে বাড়ি!...

বাটা তুমি কার! কোন বুদ্ধিবলে গোটা বিশ্বের মন জয় করেছে এরা...