সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

kolkata book fair a glimpse

বইমেলা | সরস্বতী পুজোয় থিকথিকে ভিড় বইমেলায়, আজকালের স্টল ঘুরে গেলেন শিক্ষামন্ত্রী

Rajat Bose | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ০৪Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক: বান্ধবীর হলুদ শাড়ির সঙ্গে ম্যাচিং করে পাঞ্জাবি, কারোর হাতে আবার গোলাপ। কেউ আবার প্রেমিকের হাত ধরে ঘুরলেন বইমেলা। বিদ্যার দেবীর আরাধনার দিনে বইমেলার থেকে ভাল ঘোরার জায়গা আর কীই বা হতে পারে? একেই ছুটির আমেজ, সোমবার দুপুর থেকে বইমেলা প্রাঙ্গণে থিকথিকে ভিড়। এর মধ্যেই ঘোষণা হয়ে গেল কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালের। পাশাপাশি, এদিনও প্রকাশিত হল একাধিক বই। সরস্বতী পুজোর আমেজে কী কী হল বইমেলায়? এই প্রতিবেদনে রইল তারই খুঁটিনাটি।

 

আজকাল স্টলে ব্রাত্য বসু:‌ 

সোমবার বিকেল পাঁচটা নাগাদ আজকালের স্টলে এসেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সঙ্গে ছিলেন টেকনো ইন্ডিয়ার ডিরেক্টর সত্যম রায়চৌধুরী, গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়। স্টল ঘুরে দেখার পাশাপাশি মৌ রায়চৌধুরীর ‘‌আনন্দ গান’‌ বইটিও দেখলেন শিক্ষামন্ত্রী। কোন ছবিটা সব থেকে ভাল লেগেছে? শিক্ষামন্ত্রীর উত্তর, মুখ্যমন্ত্রীর চ্যাম্পিয়ন ছবিটা। যীশু সেনগুপ্তরা সেলিব্রিটি ক্রিকেট লিগ জেতার পর তাঁদের সঙ্গে দেখা করে অভিনন্দন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই ছবি দেখেই মুগ্ধ ব্রাত্য বসু। স্টলে এসেছিলেন ডঃ সুকুমার মুখার্জিও। এবার আজকাল প্রকাশনা থেকে তাঁর লেখা ‘‌সেই সব দিন’‌ বইটি প্রকাশিত হয়েছে। তিনি আবার জানান, ডোম্মারাজু গুকেশের ছবিটা তাঁর সবথেকে পছন্দ।

 

 

 

 
সরস্বতী পুজোয় বইমেলায় প্রেমের আমেজ:‌

একে তো কলকাতা বইমেলাতে এমনিই ভিড় হয়, তার ওপর বোনাস হিসেবে সরস্বতী পুজো। দুপুর থেকেই এদিন ভিড় বইমেলা প্রাঙ্গণে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ল ভিড়। কঠোর নিরাপত্তায় বইপ্রেমীদের মেলা ঘুরে দেখার সুযোগ করে দিলেন নিরাপত্তারক্ষীরা। শাড়ি, পাঞ্জাবি, গোলাপ হাতে এদিন প্রেমের আমেজ লক্ষ্য করা গেল কলকাতা বইমেলায়। 

 

১১তম কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালের উদ্বোধন:‌ 

বইমেলার মাঝেই ঢাকে কাঠি পড়ে গেল কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালের। এদিন বইমেলা প্রাঙ্গণের প্রেস কর্ণারে উদ্বোধন হয় এই উৎসবের। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল। বৃহস্পতিবার থেকে তিনদিন মোট ১৫টি সেশন হবে এই অনুষ্ঠানের। উপস্থিত থাকবেন সাহিত্য জগতের বিশিষ্টরা। সাংবাদিক সম্মেলনে এদিন উপস্থিত ছিলেন গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে, লিটারেচার ফেস্টিভ্যালের ডিরেক্টর সুজাতা সেন সহ বিশিষ্টরা।

 

দাঁড়াবার জায়গা প্রকাশনীর বই প্রকাশ:‌ 

এদিন দাঁড়াবার জায়গা প্রকাশনী থেকে প্রকাশিত হল একাধিক বই। উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাহিত্যিক প্রচেত গুপ্ত, অভিনেত্রী অপরাজিতা আঢ্য সহ আরও অনেকে। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের স্টলে এদিন দেখা গেল দীপেন্দু বিশ্বাসকেও।

 


#Aajkaalonline#bookfair#kolkata



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বইমেলায় তুলনায় বিক্রি কম খাবারের? শেষ দিনে কারণ খুঁজল আজকাল ডট ইন...

২৭ লক্ষ মানুষের পদার্পণ মেলায়, বই বিক্রি ২৫ কোটির, ব্রাত্য বসু-অরূপ বিশ্বাসের উপস্থিতিতে ঘোষণা গিল্ডের...

ক্যামেরার কারিকুরি ছেড়ে এবার দু’মলাটের মাধ্যমে বইমেলায়, লেখক হিসাবে আত্মপ্রকাশ ‘মানিকবাবুর মেঘ’-এর পরিচালকের ...

'বই যাঁরা পড়ার তাঁরা ঠিক পড়বেন', মেলার শেষে বইয়ে সই করতে করতে শ্রীজাত বললেন......

'এত বড় বইমেলায় কোনও অপরাধমূলক ঘটনা ঘটেনি', সফল মেলা শেষে তুলে দেওয়া হল পুরস্কার...

শনিবার পর্যন্ত কত সংখ্যক মানুষ এসেছেন বইমেলায়? বই বিক্রিই বা কত হল? জানাল গিল্ড...

বই কিনলেই সিগারেটের প্যাকেট ফ্রি! আকর্ষণীয় অফারে থিকথিকে ভিড় কলকাতা বইমেলার এই স্টলে...

১৯৭২-এ পরিচয়, বইমেলায় নিয়ম করে রি-ইউনিয়ন করেন দুর্গাপুর কলেজের বন্ধুরা...

হাতে রইল দুই, বইমেলার শেষ শুক্রবার, অফিস ফেরত ভিড়ে করুণাময়ী সরগরম...

না থেকেও আছে বাংলাদেশ! ধানমন্ডির ধ্বংসলীলার দিনেও হুমায়ুন, ইলিয়াসের বই টেনে নিচ্ছেন পাঠক...

বাণিজ্যে বসতি বাঙালি, উদ্যোগপতিদের সেরা হয়ে ওঠার সাক্ষী থাকল কলকাতা বইমেলা...

হ্যামলিনের বইওয়ালা! করুণাময়ীর মেলার মাঠে গান-কবিতা হাতে স্বপ্ন ফেরী ইতিহাসের শিক্ষকের...

উদ্বোধন হল লিটারেচার ফেস্টিভ্যালের, সমরেশ মজুমদার স্মৃতি সম্মান পেলেন অঞ্জন দত্ত...

‘লিটল’-বিচ্ছেদে এখনও মনখারাপ, টেবিল থেকে স্টলে গিয়েও উজ্জ্বল অতীত ...

‘‌বয়স বাড়ছে, বাড়ছে নস্টালজিয়া’‌, পুরনো স্মৃতি আঁকড়ে আজকাল–এ রঞ্জন বন্দ্যোপাধ্যায়...

‘‌করুণাময়ী এলাম অ্যাপ দেখে, মেলাও হাঁটছি অ্যাপ দেখে’‌, ম্যাপের দিন পেরিয়ে কী বলছেন বইপ্রেমীরা? ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



02 25