সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | Exclusive :অঙ্কিতার সঙ্গে সত্যিই মুখ দেখাদেখি বন্ধ সৌম্যদীপের! থাকছেন না ধারাবাহিকেও? খুল্লাম খুল্লা জবাব অভিনেতার

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২৬ জানুয়ারী ২০২৫ ১৭ : ০০Snigdha Dey


নিজস্ব সংবাদদাতা: জগদ্ধাত্রী এখন হুইল চেয়ারে। এদিকে বাইরে দাপিয়ে বেড়াচ্ছে কে? হুবহু জগদ্ধাত্রীর মতোই দেখতে! সে আর কেউ নয়, তার মেয়ে দুর্গা। অন্যদিকে, স্বয়ম্ভূরও নাজেহাল দশা। মেয়েকে চিনতে পারবে কি সে? জানতে আজকাল টেলিভিশন পৌঁছে গিয়েছিল বলাকা স্টুডিওতে, জি বাংলার ধারাবাহিক 'জগদ্বাত্রী'র শুটিং ফ্লোরে।

 

 

ভয়ের নাম 'জগদ্বাত্রী' 

 

ফ্লোরে এখন জগদ্ধাত্রীর মেকআপ চলছে। এখনও এসে পৌঁছননি স্বয়ম্ভূ। এক ধারাবাহিকে তিন ধরনের চরিত্রে দেখা যাচ্ছে পর্দার জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিককে। কীভাবে সবদিক সামলাচ্ছেন? মেকআপ করতে করতেই অঙ্কিতার জবাব, "আসলে 'জগদ্ধাত্রী', 'জ্যাস সান্যাল' ও 'দুর্গা' এই তিন চরিত্রই বড্ড কাছের। গল্পের খাতিরে এইভাবে রদবদল বেশ ভাল লাগছে।" 'জ্যাস সান্যাল'-এর মতো অঙ্কিতাকেও নাকি প্রেম নিবেদন করতে ভয় পায় সবাই? হাসতে হাসতে নায়িকার জবাব, "আর প্রেম নিবেদন! এই তো সেদিন শুটিংয়ের সময় একটা লোক হাঁ করে তাকিয়ে ছিল আমি ঘুরে তাকাতেই থতমত খেয়ে বলল, 'সরি ম্যাডাম, এক্ষুনি চলে যাচ্ছি।' বলেই নিমেষে দৌড়ে পালালো। অথচ আমি কিচ্ছু বলিনি, শুধু তাকিয়েছি। মানে, এমন ইম্প্রেশন তৈরি হয়েছে, যে লোকজন এমনই পালিয়ে যাচ্ছে। প্রেম নিবেদন তো অনেক দূরের কথা।"

 

 

ধারাবাহিক ছাড়ছেন সৌম্যদীপ?

 

 

ফ্লোর রেডি, ডাক পড়ল অঙ্কিতার। হুইলচেয়ারকেই সিংহাসন বানিয়ে পরবর্তী দৃশ্যের শুটিংয়ে চললেন নায়িকা। এদিকে এসে হাজির স্বয়ম্ভূ ওরফে সৌম্যদীপ। সমাজমাধ্যমে প্রতিদিন অঙ্কিতার সঙ্গে আপনার সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে, কীভাবে মানিয়ে নেন? একটু চুপ থেকে সৌম্যদীপের জবাব, " আজ সব বলে দেব। প্রথমত, আমার সঙ্গে অঙ্কিতার কোনও রাগারাগি নেই। আমরা খুব ভাল বন্ধু। দ্বিতীয়ত, আমি ধারাবাহিক ছাড়ছি না। আমার জায়গায় কোনও নতুন হিরো আসছেন না। আর তৃতীয়ত, আমি সিঙ্গল। এই প্রশ্নগুলো আর সঙ্গে নিজেদের মন গড়া উত্তর সমাজমাধ্যমে রোজ দেখতে দেখতে ক্লান্ত আমি।" এই জবাব তো, এক ঢিলে তিন পাখি! আবারও কিন্তু নানা মন্তব্য আসবে, তৈরি? "একদম। রোজ নিজেকে তৈরি করি এইসবের জন্য। কিন্তু সবসময় সব কথা বলা হয় না। আজ বললাম।"-বললেন সৌম্যদীপ। 'স্বয়ম্ভূ'র চরিত্রটা করতে গিয়ে দর্শকের থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছেন, তার মধ্যে কোনটা সবচেয়ে কাছের? নায়কের জবাব, "কিছুদিন আগে এক বয়স্ক দম্পতির সঙ্গে দেখা হয়, ওঁরা আমায় চিনতে পারেন। আমি নিজে গিয়ে কথা বলি। তখন ওঁরা কেঁদে ফেলেন। জানান, ওঁদের ছেলে বিদেশে থাকে কিন্তু একদম যোগাযোগ রাখে না। দেখাশোনা পর্যন্ত করে না। একবার যেন আমি ওঁদের ছেলেকে ফোন করে বলি কলকাতায় আসতে। আমিও সঙ্গে সঙ্গে ফোন করি। অনেকবার ফোন করলাম, ওঁদের নম্বর থেকেও চেষ্টা করলাম একবারও ধরেনি। খুব খারাপ লেগেছিল সেদিন। যেখানে 'স্বয়ম্ভূ' নিজের মাকে হারিয়ে এইভাবে কষ্ট পাচ্ছে, সেখানে বাস্তবে একজন ছেলে কীভাবে বাবা-মাকে মর্যাদা দিচ্ছে না।" 

 

 

কথা বলতে বলতেই চোখের কোনায় জল চিকচিক করে উঠল সৌম্যদীপের। ফ্লোর ম্যানেজারের ডাকে নিজেকে সামলে নিয়ে 'ব্যাক টু ক্যামেরা'।


নানান খবর

নানান খবর

Exclusive: ‘কালীদা’কে নিয়ে স্পিন-অফ ঘোষণা সুজয়ের! প্রথমবার শুনে কী বললেন পরান বন্দ্যোপাধ্যায়?

Breaking: পরান বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ‘কালীদা’র স্পিন-অফ পরিচালনা করবই, এখনই বলে দিচ্ছি!

ধারাবাহিকে নয়, রিয়্যালিটি শো নিয়ে ফিরছেন রণিতা! কবে থেকে অভিনেত্রীকে দেখা যাবে নতুন ভূমিকায়?

ভ্যাম্পায়ার প্রেমে ডুবে আয়ুষ্মান-রাশ্মিকা, ‘থামা’র জমাটি রহস্যর মধ্যে এবার আসছেন নওয়াজ?

'অনুরাগের ছোঁয়া'তে কি আবার ফিরছে 'মিশকা'? মা হওয়ার আগে কাজে ফেরা নিয়ে কী বললেন অহনা দত্ত? 

Exclusive: ‘অহল্যা দেখে খুশি হতেন, আলাদিন দেখে রেগে যেতেন!’ সত্যজিৎ রায়-কে নিয়ে একান্ত আড্ডায় সুজয় ঘোষ

‘ওদের শিল্পীদের মাথায় তুলে রাখি, আর ওরা?’ পাকিস্তানের ‘ভালবাসা’ নিয়ে তোপ জাভেদ আখতারের

হৃতিকের সঙ্গে রসায়নই হয়েছিল কাল! 'ধুম ২'-এর পর আইনি নোটিশ পেয়েছিলেন ঐশ্বর্য! কী হয়েছিল শুটিং ফ্লোরে?

‘ওঁর পাশে দাঁড়ানো যেত না...’, বাবা বিনোদ খান্নার সঙ্গে অভিনয় না করা নিয়ে বিস্ফোরক অক্ষয়!

‘পহেলগাওঁয়ে প্যান্ট খুলিয়ে ভাষা জিজ্ঞেস করা হয়নি!’ বেঙ্গালুরু অনুষ্ঠান বিতর্ক নিয়ে কেন ফের বিস্ফোরক সোনু?

এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার 

'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে 

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য? 

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

সোশ্যাল মিডিয়া