রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর

Rajat Bose | ২২ জানুয়ারী ২০২৫ ১৫ : ২১Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: সরকারি প্রকল্পের সুবিধা পেতে কাটমানি না দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কড়া অবস্থান নিতেই মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকায় এক পঞ্চায়েত প্রধান এবং এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার নাম করে বেশ কয়েকজন উপভোক্তার কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠল।
ইতিমধ্যেই ওই দু’জনের বিরুদ্ধে রেজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গত সোমবার মুর্শিদাবাদের লালবাগ শহরে প্রশাসনিক সভা করতে এসে মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যদি কেউ এক টাকাও চায় তাহলে দেবেন না। এটা সরকারের টাকা। এই টাকা নেওয়ার অধিকার কোনও ব্যক্তির নেই। যদি কেউ টাকা চায় তাহলে থানায় লিখিত অভিযোগ দায়ের করুন। থানা যদি অভিযোগ না নেয় তাহলে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’র নম্বরে ফোন করে জানান।’ মুখ্যমন্ত্রী অভয় দেওয়ার পরই মঙ্গলবার বেলডাঙ্গা–২ ব্লকের রামপাড়া ১ এবং আন্দুলবেড়িয়া–১ পঞ্চায়েতের কয়েকজন বাসিন্দা আবাস যোজনায় কাটমানি চাওয়া নিয়ে রেজিনগর থানায় অভিযোগ দায়ের করলেন।
লিখিত অভিযোগে তাঁরা জানিয়েছেন আবাস যোজনার প্রথম কিস্তির ৬০ হাজার টাকা অ্যাকাউন্টে ঢোকার আগেই স্থানীয় পঞ্চায়েত সদস্য সত্যনারায়ণ ঘোষ বেশ কিছু লোকের কাছ থেকে ৫০০০ টাকা করে নিয়েছেন। অ্যাকাউন্টে টাকা ঢোকার পর আরও ১০–১৫ হাজার টাকা নিয়েছেন।
আন্দুলবাড়িয়া–১ পঞ্চায়েতের এক ব্যক্তি তার লিখিত অভিযোগে জানিয়েছেন, রাজ্যের আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা তিনি পেয়েছেন। কিন্তু এর মধ্যে ৫ হাজার টাকা স্থানীয় পঞ্চায়েত প্রধান রবীন ঘোষ ইতিমধ্যেই নিয়ে নিয়েছেন। ওই ব্যক্তির আরও অভিযোগ, রবীন ঘোষ তাঁকে হুঁশিয়ারি দিয়েছেন ১৫ হাজার টাকা না দিলে দ্বিতীয় কিস্তির বাকি ৬০ হাজার টাকা তিনি পাবেন না।
গোটা বিষয়টি নিয়ে রেজিনগরের তৃণমূল বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের বহরমপুর–মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী বলেন, ‘কাটমানি নিয়ে মুখ্যমন্ত্রী যে অবস্থান নিয়েছেন তার জন্য আমরা তাঁকে ধন্যবাদ জানাই। আমিও খবর পেয়েছি আমার এলাকায় এরকম দু–একটি ঘটনা ঘটেছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন যা ব্যবস্থা নেবে তাকে সমর্থন জানাবো।’
নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক

মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা

১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি

ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী

ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি