শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | আর তর সইছে না! খুব তাড়াতাড়ি 'বন্ধু' মোদির ভারতে আসতে চান ট্রাম্প, যাবেন চিনে-ও

RD | ১৯ জানুয়ারী ২০২৫ ১২ : ৪৬Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট পদে বসার পর খুব তাড়াতাড়ি ভারত সফরে আসতে পারেন ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়ে তিনি তাঁর ঘনিষ্ঠ পরামর্শদাতাদের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা সেরেছেন। ভারতের পাশাপাশি ট্রাম্প নাকি চিন সফরেও যেতে আগ্রহী। আমেরিকার এক আর্থিক দৈনিকে প্রকাশিত প্রতিবেন অনুসারে এই খবর মিলেছে।

ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর গত ডিসেম্বরে বড়দিনের সময় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ওয়াশিংটনে গিয়েছিলেন। সেই সময়ই প্রেসিডেন্ট্রের ভারত সপৎ নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছিল। উল্লেখ্য, ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ভারত সরকারের হয়ে উপস্থিত থাকবেন জয়শংকর। প্রতিবেদন অনুযায়ী, আগামী এপ্রিলেই ভারত সফরে আসতে পারেন ডোনাল্ট ট্রাম্প। এই সফরে তাঁর সঙ্গে থাকার কথা স্ত্রী মেলানিয়া এবং পুত্র ব্যারনের। আর কোনও কারণে এপ্রিলে ভারত সফরে না এলে চলতি বছরের শেষের দিকে শীতকালে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। 

এ দিকে প্রতিবেদনে উল্লেখ রয়েছে যে, এই বসন্তেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হোয়াইট হাইজে আমন্ত্রণ জানাতে পারে ট্রাম্প প্রশাসন।

ট্রাম্প ও মোদীর সম্পর্ক বরাবরই সুমধুর। উভয় নেতাই পরস্পরকে 'বন্ধু' বলে সম্বোধন করে থাকেন। এর আগে ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে টেক্সাসে গিয়ে 'হাউডি মোদি' অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে মোদিও স্লোগান তুলেছিলেন, 'আব কি বার ট্রাম্প সরকার'। ২০২৪ সালের লোকসভা ভোটের সময় ট্রাম্পের মুখেও মোদির স্তুতি শোনা গিয়েছিল। বলেছিলেন, 'মোদী বিরাট নেতা। মহান মানুষ। সত্যিই বড় মাপের লোক। উনি দারুণ কাজ করেছেন। কিন্তু, ওনার দেশ খুব চড়া হারে শুল্ক আদায় করে। ওনাকে আপাতভাবে দেখলে মনে হবে খুবই ভালো মানুষ। উনি আমার খুব ভালো বন্ধু। দারুণ লোক। বাইরে দেখে মনে হবে, উনি যেন আপনার অভিভাবক। তবে তিনি কিলার। ওটাও তাঁর অসামান্য এক ক্ষমতা।' 

প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী মোদি না থাকলেও তাঁর প্রতিনিধি হয়ে হাজির থাকছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। যদিও ভোটে জেতার পরে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি। সেই ব্যক্তিগত সম্পর্কের রসায়ণ দুই দেশে সুসম্পর্ক আরও মজবুতে অনুঘটকের কাজ করবে বলেই মত বিশেষজ্ঞদের।

এদিকে প্রেসিডেন্টের কুর্সিতে বসার পর চিন শপরেও আগ্রহী ট্রাম্প। নির্বাচনী প্রচারের সময় চিনের ওপর শুল্কের বোঝা চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। নিজের প্রথম কার্যকালে চিনকে বিভিন্ন ইস্যুতে আক্রমণকরেছিলেন তিনি। কোভিডকে 'চি ভাইরাস' নামে দেগে দিয়েছিলেন। তবে প্রেসিডেন্ট পদে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প চিনের সঙ্গে সুসম্পর্ক গডে তুলতে আগ্রহী বলেই মনে করা হচ্ছে। 

চিনের তরফ থেকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন সেই দেশের উপরাষ্ট্রপতি হান ঝেং। একদিন আগেই অবশ্য চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে ট্রাম্পের কথা হয়েছিল। সেই ফোনালাপেই জিপিংকে ব্যক্তিগত ভাবে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। তবে জিনপিং বিদেশি কোনও রাষ্ট্রনায়কের শপথ অনুষ্ঠানে যোগ দেন না বলে ট্রাম্পে জানিয়েছিলেন। যদিও তাঁদের কথাবার্তা 'যথেষ্ট ইতিবাচক' ছিল বলেই দাবি করেছিলেন হবু মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকা ও চিন একসঙ্গে অনেক সমস্যার সমাধান করবে বলেই আশাপ্রকাশ করে ছিলেন ট্রাম্প। 




নানান খবর

নানান খবর

দিল্লি হাই কোর্টে রামদেবের বিরুদ্ধে নির্দেশ, ‘শরবত জিহাদ’ মন্তব্যে আদালতের ক্ষোভ

প্রথমে বিরোধীতা,সম্মানহানি, পরে জনগণের চাপে মান্যতা!‌ বার বার অবস্থান বদলই বিজেপির প্যাটার্ন, বলছে কংগ্রেস

ভারতে প্রতি বছর ১ লক্ষেরও বেশি লোক আক্রান্ত হচ্ছেন কোলন ক্যান্সারে, এই রোগের প্রাথমিক লক্ষণ কী? 

ভারতের একমাত্র এই ট্রেনেই মেলে তিন-বেলা বিনামূল্যে পেটভরা খাবার! জানেন কোন ট্রেন?

লাভ-জিহাদে অভিযুক্তদের নির্বীজকরণ করা হোক, বিতর্ক উস্কে দাবি মধ্যপ্রদেশের বিজেপি সাংসদের

রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন

ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!

কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী

‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার

যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা

দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি! 

দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন

‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি

স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা

গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও

সোশ্যাল মিডিয়া