সোমবার ১৩ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

পড়াশোনা | হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, ৩ বারের বদলে জয়েন্ট এন্ট্রান্সে পরীক্ষার সুযোগ ২ বারই

RD | ১০ জানুয়ারী ২০২৫ ১৪ : ৩৩Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: দু'বারের বদলে এবার থেকে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা দেওয়া যাবে তিনবার। জয়েন্ট অ্যাডমিশন বোর্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিল একদল পড়ুয়ারা। কিন্তু, সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, তারা এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ, ২০২৪ সালের ৫-১৮ নভেম্বরের মধ্যে কোর্স ছেড়ে দেওয়া আবেদনকারীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।  

গত নভেম্বরে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডমিশন বোর্ড জানিয়েছিল যে, এবার থেকে তিন বারের বদলে সমস্ত পড়ুয়া মাত্র দু'বারই এই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এছাড়াও এই বিজ্ঞপ্তিতে বলা হয় যে, সমস্ত ছাত্র-ছাত্রী ২০২৩ সালে দ্বাদশ উত্তীর্ণ হয়েছে তারা ২০২৫ সালের জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষায় বসতে পারবে না। এর আগে পর্যন্ত এই সময়ে উত্তীর্ণ পড়ুয়ারা বসতে পারতেন পরীক্ষায়।

এই সুযোগ পাওয়ার পরে আইআইটি কানপুরের অনুমতিক্রমে হাজার হাজার পড়ুয়া আবেদন করেছিলেন জয়েন্ট এন্ট্রান্স মেইনসের জন্য। আবারও নতুন করে আইআইটির জন্য পড়াশোনা শুরু করেছিলেন। কারণ তিন বার পরীক্ষা দেওয়ার সুযোগ যেহেতু থাকছে না, তাই ২০২৩-এ উত্তীর্ণ প্রার্থীরা ২০২৩ এবং ২০২৪ এই দুই বছরে ইতিমধ্যেই পরীক্ষা দিয়ে থাকবেন, ফলে তাদের কাছে আর কোনও অতিরিক্ত সুযোগ থাকল না।

প্রেস বিজ্ঞপ্তি জারি করে আইআইটি কানপুরও জানিয়েছে যে, এবার থেকে সমস্ত পড়ুয়ারা মাত্র ২ বারই জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষায় বসতে পারবেন। আগে সেই সুযোগ পাওয়া যেত ৩ বার। ফলে পড়ুয়াদের একটা বড় অংশ এতে হতাশ হয়েছেন। 

 

 

 


#JointEntranceExamination#AttemptsOfJointEntranceExaminationAdvancedFromThreeToTwo#SupremeCourt#



বিশেষ খবর

নানান খবর

নানান খবর





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



01 25