
সোমবার ০৫ মে ২০২৫
মহমেডান - ০
নর্থ ইস্ট ইউনাইটেড - ০
আজকাল ওয়েবডেস্ক: বছরের শুরুতে একটু হাঁফ ছেড়ে বাঁচবেন আন্দ্রে চের্নিশভ। হারের গেরো থেকে বেরিয়ে অন্তত এক পয়েন্ট নিয়ে ফিরছে মহমেডান। পরপর জোড়া ম্যাচ ড্র। শুক্রবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র হল। যদিও তাতে মহমেডানের টেবিলের অবস্থানে কোনও পরিবর্তন নেই। ১৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের লাস্টবয় সাদা কালো ব্রিগেড। অন্যদিকে সমসংখ্যক ম্যাচে ২২ পয়েন্ট সংগ্রহ করে তিনে উঠে এল নর্থ ইস্ট। ম্যাচের স্কোরলাইন দেখে খেলার গতিপ্রকৃতি বোঝা যাবে না। একাধিক গোলের সুযোগ পায় দুই দলই। বিশেষ করে নর্থ ইস্ট। ভুরিভুরি গোলের সুযোগ মিস করেন বেনোলির দল। হ্যাটট্রিক করতে পারতেন আলাদিন আজেরাই। তবে প্রশংসা করতেই হবে মহমেডানের রক্ষণের। এদিন অত্যন্ত সংগঠিত দেখায় সাদা কালোর ডিফেন্সকে। অতীতে একাধিকবার আক্রমনাত্মক ফুটবল খেলতে গিয়ে হেরে ফিরতে হয়েছে। তার থেকে শিক্ষা নিয়ে শুক্র রাতে এক পয়েন্ট নিয়ে ফিরতে পেরে সন্তুষ্ট হবেন আন্দ্রে চের্নিশভ। নৈতিক জয় মহমেডানের। চূড়ান্ত হতাশ নর্থ ইস্টের কোচ। ম্যাচ শেষে নিজের দলের প্লেয়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বেনোলি।
নতুন বছরের শুরুটা ভাল করার চ্যালেঞ্জ ছিল মহমেডানের সামনে। ৪-৪-৩ ফরমেশনে দল সাজান রুশ কোচ। কিন্তু নর্থ ইস্টের বিরুদ্ধে প্রথমার্ধে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে কলকাতার প্রধান। কোনওরকমে বিরতিতে স্কোরলাইন গোলশূন্য রাখতে সক্ষম হয় আন্দ্রে চের্নিশভের দল। শুক্রবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বেনোলির দল। আলাদিন আজেরাইকে সামনে রেখে দল সাজান নর্থ ইস্ট কোচ। বিপক্ষের রক্ষণকে নাস্তানাবুদ করে ছাড়েন মরক্কোন ফুটবলার। কিন্তু ফাইনাল থার্ডে ব্যর্থতা। একাধিক সুযোগ তৈরি হলেও গোল পায়নি নর্থ ইস্ট। মহমেডানের একমাত্র সুযোগ ম্যাচের ৪৪ মিনিটে। রক্ষণের সঙ্গে গোলকিপারের বোঝাপড়ার অভাবে গোল ছেড়ে বেরিয়ে আসেন গুরমীত সিং। কিন্তু ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি রেমসাঙ্গা। আজারেইয়ের পারফরম্যান্সে অখুশি দেখায় নর্থ ইস্ট কোচকে। প্রথমার্ধ শেষ হতেই মাঠেই মরক্কোনকে বোঝাতে শুরু করেন তিনি।
বিরতির পরও প্রথমার্ধের পুনরাবৃত্তি। গোলের পর গোল মিস। শত চেষ্টা করেও সাদা কালোর রক্ষণের দেওয়াল ভাঙতে পারেনি নর্থ ইস্ট। ঘরের মাঠে জেতা ম্যাচে পয়েন্ট খোয়ায়। ম্যাচের ৪৬ মিনিটে পার্থিবের শট বাইরে যায়। তার কিছুক্ষণ পরে গুইলারমোর শট পোস্টে লাগে। দুই উইং দিয়ে লাগাতার আক্রমণে ওঠে ডুরান্ড জয়ীরা। কিন্তু গোলমুখ খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি জিতীনের শট বাইরে যায়। মহমেডানের সেরা সুযোগ ম্যাচের ৬১ মিনিটে। আলেক্সিস গোমেজের শট বাঁচায় গুরমীত। কাউন্টার অ্যাটাক থেকে বেশ কয়েকটা গোলের সুযোগ পায় আলেক্সিস, বিকাশ। কিন্তু কাজে লাগাতে পারেনি। শেষদিকে চেপে ধরে নর্থ ইস্ট। দুই দল মিলিয়ে দ্বিতীয়ার্ধে গোল লক্ষ্য করে প্রায় ২০টি শট নেওয়া হয়। তারমধ্যে সিংহভাগ শট আজারেই, নেস্টরদের। কিন্তু একটাও ফলপ্রসূ হয়নি।
সাদা বলের ক্রিকেটে সেরা রোহিতরাই, জানিয়ে দিল আইসিসি
'আবার শ্বাস নিতে পারছি', ইডেনে বিস্ফোরণের পরে স্বস্তি ফিরল রাসেলের মনে
বিসিসিআইয়ের প্রস্তুতি শুরু, কবে ইংল্যান্ড রওনা হচ্ছে ভারতীয় এ দল?
সপ্তাহে তিন বার চলে ডায়ালিসিস, ছেলের দুর্দান্ত ইনিংসেই যাবতীয় যন্ত্রণা ভুলে থাকতে চান প্রভসিমরনের বাবা
বেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দেবে কলকাতা? শাহরুখের বার্তায় থাকল বড় ইঙ্গিত
ধোনির উইকেট নেওয়ার ইচ্ছাই ছিল না, ভাগ্যক্রমে পেয়ে গিয়েছেন, ম্যাচ জিতিয়ে অকপট যশ দয়াল
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আরও কড়া ভারত, এবার ব্লক করা হল বাবর-রিজওয়ানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও
'ঝড় তুলে দে, আমি তোর পাশে রয়েছি', কোহলির টোটকায় বিরাট পরিবর্তন যশ দয়ালের
তিন বিদেশিকে ছাড়তে চলেছে মোহনবাগান, কারা রয়েছেন সেই তালিকায়?
নিজেকেও ছাপিয়ে যাচ্ছেন কোহলি, আইপিএলে বিরাট নজির আরসিবি তারকার
ব্যর্থ আয়ুষ-জাদেজার মরিয়া লড়াই, দক্ষিণী ডার্বি জিতল আরসিবি, প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত বিরাটদের
আইপিএল চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা, প্রকাশ্যে এল আসল কারণ
ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে 'বিরাট' রেকর্ড কোহলির, কমলা টুপির মালিকও তিনি
ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়া মিগুয়েল উধাও বাংলাদেশ থেকে! কোথায় গেলেন তিনি? জানুন মিগুয়েলের অন্তর্ধান রহস্য
'আমার পরিবারে কেউ ফাটল ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হ্যায়', হুঙ্কার টুটু বসুর