সোমবার ০৫ মে ২০২৫
সম্পূর্ণ খবর

Sampurna Chakraborty | ০২ জানুয়ারী ২০২৫ ১৮ : ১১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: দ্রোণাচার্য সম্মানে ভূষিত হলেন আর্মান্দো কোলাসো। বৃহস্পতিবার কোচিংয়ে জীবনকৃতি পুরস্কার পেলেন পাঁচবারের আই লিগ জয়ী কোচ। ক্রীড়াক্ষেত্রে দেশের সবচেয়ে বড় স্বীকৃতি পেয়ে অত্যন্ত খুশি গোয়ান কোচ। ভারতীয় ফুটবলে বড় নাম আর্মান্দো কোলাসো। প্রাক আইএসএল যুগে দেশের অন্যতম সেরা কোচ ছিলেন তিনি। ডেম্পোকে পাঁচবার আই লিগ চ্যাম্পিয়ন করেন। ২০০০ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডেম্পোর কোচ ছিলেন। সেখানেই তাঁর কোচিং কেরিয়ারের সিংহভাগ সাফল্য। এরপর দু'বছর ইস্টবেঙ্গলে কোচিং করান। ২০১৫-১৬ সাল পর্যন্ত ভারতের সেরা দলগুলোতে কোচিং করান। এরপর বার্দেজ, স্পোর্টিং গোয়ার সঙ্গে যুক্ত থাকলেও মূলস্রোতে আর দেখা যায়নি গোয়ার বর্ষীয়ান কোচকে। এতগুলো বছর কেটে যাওয়ার পর জীবনের সেরা স্বীকৃতি পেয়ে আনন্দিত দেশের অন্যতম সেরা ফুটবল কোচ।
আজকাল.ইন তাঁর সঙ্গে যখন যোগাযোগ করে, এক আত্মীয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সেরে বাড়ি ফিরছিলেন কোলাসো। রাস্তায় নেটওয়ার্ক সমস্যা হচ্ছিল। অর্ধেক কথা শোনা যাচ্ছিল না। তারমধ্যেই উচ্ছ্বাস প্রকাশ করলেন ৭১ বছরের কোচ। জানালেন, জীবনের অধিকাংশ সময় কোচিংয়ে দিয়েছেন। আশা করেছিলেন, কোনও একদিন এই সম্মান পাবেন। আর্মান্দো কোলাসো বলেন, 'আমি এই সম্মান পেয়ে খুবই খুশি। ক্লাউড নাইনে পৌঁছে গিয়েছি। কথায় বোঝাতে পারব না। আশা করেছিলাম, কোনও একদিন এই স্বীকৃতি পাব। তবে এবারই স্বপ্ন সত্যি হবে ভাবিনি। আমি কিছুটা অবাকই। তবে দারুণ অনুভূতি।' পাঁচবার আই লিগ জিতেছেন। ফেডারেশনের বর্ষসেরা কোচের পুরস্কারও পেয়েছেন। তবে এই স্বীকৃতিকে সবার ওপরে রাখছেন কোলাসো। ডেম্পোর এককালীন সতীর্থদের ধন্যবাদ জানালেন। আর্মান্দো বলেন, 'আমার জীবনের সেরা পুরস্কার। এর আগে অনেক পুরস্কার পেয়েছি, কিন্তু এটার সঙ্গে তুলনা করতে পারব না। এটা সবার ওপরে থাকবে। তাও আবার কোচিংয়ের মূলস্রোত থেকে সরে যাওয়ার এতদিন পরে এই স্বীকৃতি পেলাম। গড ইজ গ্রেট। আমি আলবার্তো কোলাসো, মরিসিও আফান্সো এবং ডেম্পোর বাকি সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। তাঁদের সাহায্য ছাড়া আমার পক্ষে এই জায়গার পৌঁছনো সম্ভব হতো না।'
বিদেশিদের ভিড়ে হারিয়ে যেতে বসেছে ভারতীয় কোচরা। প্রো লাইসেন্স করলেও দেশের সেরা লিগে সুযোগ মেলে না। আইএসএলে একমাত্র ভারতীয় হেড কোচ খালিদ জামিল। বাকি সব বিদেশি। আর্মান্দো মনে করেন, তাঁর এই সাফল্য ভারতীয় কোচদের উদ্বুদ্ধ করবে। তাই আশা না হারিয়ে, পরিশ্রম করে যাওয়ার পরামর্শ দিলেন। কোলাসো বলেন, 'আমাকে অভিনন্দন জানাতে ক্লিফোর্ড মিরান্ডা ফোন করেছিল। ওকে বলছিলাম, পরিশ্রম চালিয়ে গেলে একদিন সাফল্য আসবেই। তাই কখনও আশা হারানো উচিত নয়। আমার মনে হয়, এই স্বীকৃতি ভারতীয় কোচদের অনুপ্রেরণা জোগাবে। নিজেদের আরও উজার করে দেওয়ার তাগিদ পাবে।' প্রায় তিন দশকের বেশি ভারতীয় ফুটবলে কোচিং করাচ্ছেন কোলাসো। সাধারণত শেষ চার বছরের কৃতিত্বের ওপর নির্ভর করে দ্রোণাচার্য পুরস্কার। কিন্তু আর্মান্দোর সেরা সাফল্য ২০১২ সাল পর্যন্ত। সেই বছরই রেকর্ড পঞ্চমবার আই লিগ জেতেন গোয়ান কোচ। কিন্তু এবার পুরস্কার ক্যাটাগরিতে দ্রোণাচার্য লাইফটাইম স্বীকৃতি পুরস্কার অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। সেখানে শেষ ২০ বছরের সাফল্য ধার্য করা হয়। তাতেই সেরার স্বীকৃতি পেলেন কোলাসো। গত বছর এই পুরস্কার পান এয়ার ইন্ডিয়ার প্রাক্তন কোচ বিমল ঘোষ।
নানান খবর

নানান খবর

ধোনির উইকেট নেওয়ার ইচ্ছাই ছিল না, ভাগ্যক্রমে পেয়ে গিয়েছেন, ম্যাচ জিতিয়ে অকপট যশ দয়াল

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আরও কড়া ভারত, এবার ব্লক করা হল বাবর-রিজওয়ানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

'ঝড় তুলে দে, আমি তোর পাশে রয়েছি', কোহলির টোটকায় বিরাট পরিবর্তন যশ দয়ালের

তিন বিদেশিকে ছাড়তে চলেছে মোহনবাগান, কারা রয়েছেন সেই তালিকায়?

নিজেকেও ছাপিয়ে যাচ্ছেন কোহলি, আইপিএলে বিরাট নজির আরসিবি তারকার

ব্যর্থ আয়ুষ-জাদেজার মরিয়া লড়াই, দক্ষিণী ডার্বি জিতল আরসিবি, প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত বিরাটদের

আইপিএল চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা, প্রকাশ্যে এল আসল কারণ

ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে 'বিরাট' রেকর্ড কোহলির, কমলা টুপির মালিকও তিনি

ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়া মিগুয়েল উধাও বাংলাদেশ থেকে! কোথায় গেলেন তিনি? জানুন মিগুয়েলের অন্তর্ধান রহস্য

'আমার পরিবারে কেউ ফাটল ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হ্যায়', হুঙ্কার টুটু বসুর

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার শুভাশিস, সেরা গোলকিপার বিশাল

মেয়েদের ক্রিকেটে নতুন নিয়ম, রূপান্তরকামীদের নিষিদ্ধ করল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড

এমএস ধোনির সঙ্গে কে এই সুন্দরী? তুললেন ছবি, পেলেন জার্সিও

স্যামসন কাণ্ডে তিন বছরের নির্বাসন নিয়ে মুখ খুললেন শ্রীশন্ত, কী বললেন?

অলিম্পিকে সোনাজয়ীর পর এবার ভারতে নিষিদ্ধ করা হল বাবর, রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও