শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | নেই বাংলাদেশি পর্যটক, প্রভাব পড়ছে না বলেই দাবি পাহাড়ের হোটেল মালিকদের

Kaushik Roy | ০৯ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৩৯Kaushik Roy


অতীশ সেন

 

বাংলাদেশি পর্যটকদের না আসার কোনও প্রভাবই পড়ছে না তরাই-ডুয়ার্স এবং কালিম্পং জেলার পর্যটন ব্যবসায়। শীত শুরু হতেই লাটাগুড়ি, গরুমারা, চাপড়ামারি, জলদাপাড়া, বক্সা, জয়ন্তী, চিলাপাতা, লাভা, লোলেগাঁও, ঝান্ডি, সুনতালেখোলা, ঝালং প্রভৃতি জনপ্রিয় জায়গায় পর্যটকেরা ভিড় জমাতে শুরু করেছেন। ভারত-বাংলাদেশের মাঝে চলা উত্তেজনার নিরিখে ভারতে বাংলাদেশি পর্যটকদের আগমনের সংখ্যা কমে গিয়েছে। তবে এর প্রভাব তরাই-ডুয়ার্স ও এই এলাকা সংলগ্ন পাহাড়ে অতি সামান্য।

 

 

হাতি-বাইসন-গন্ডার-চিতাবাঘ সহ বিভিন্ন বন্য জন্তুর বিচরণক্ষেত্র এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য, বন-জঙ্গল, উদ্দাম স্রোতের নদী, দিগন্তবিস্তৃত চা বাগানের মন মাতানো দৃশ্য সম্পর্কে বাংলাদেশি পর্যটকেরা তেমন অবগত নন। সাধারণত বাংলাদেশি পর্যটকেরা দার্জিলিং, গ্যাংটক সহ উত্তর সিকিম এর প্রচলিত বিভিন্ন পর্যটন এলাকায় ভীড় জমাতেন। এই সব এলাকা ঘুরে ফিরে যাওয়ার পথে তাদের অনেকে তরাই-ডুয়ার্সে ঢুঁ দিতেন। তাই তাদের ভারতে আসার সংখ্যা কমে যাওয়াতেও উত্তরবাংলার পর্যটন ও হোটেল ব্যবসায়ীরা বিন্দুমাত্র চিন্তিত নয়।

 

 

এক ট্রাভেল এজেন্ট জানান, উত্তরবঙ্গের পর্যটন অর্থনীতিতে বাংলাদেশিদের ছাপ এতওটাই কম যে, তারা এক্কেবারে না এলেও পর্যটন ক্ষেত্র ক্ষতির সম্মুখীন হবে না। ইতিমধ্যেই শিলিগুড়ির হোটেলের দরজা বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গিয়েছে। 'শিলিগুড়ি গ্রেটার হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন' এর পক্ষ থেকে রবিবার ঘোষণা করা হয় বাংলাদেশে উদ্ভুত বর্তমান পরিস্থিতির নিরিখে বাংলাদেশিদের আর শিলিগুড়ির কোনও হোটেলে ঠাই দেওয়া হবে না। বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকা অবমাননা এবং কিছু নাগরিকের লাগাতার ভারত বিরোধী প্ররোচনামূলক মন্তব্য করে যাওয়া, ভারতের জন্য মর্যাদাহানিকর আচরণের জেরে দুই দেশের মধ্যে তৈরি হওয়া উত্তেজনাকর পরিস্থিতিতে তাঁরা বাংলাদেশিদের হোটেলে জায়গা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 

 

এর আগে মালদার হোটেল ব্যবসায়ীরা সেখানকার হোটেলে বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ করেছিলেন। এক হোটেল ব্যবসায়ী বলেন , অনেক বাংলাদেশি পর্যটকই ভারতে এসে তাদের আত্মীয়ের বাড়িতে থেকে সেখানে থেকেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। অনেক ক্ষেত্রেই তারা নিজেদের বাংলাদেশি পরিচয় প্রকাশ না করে ভারতীয়দের জন্য নির্ধারিত হারে টিকিট কেটে বিভিন্ন পরিষেবা নিতেন। বিদেশীদের জন্য প্রযোজ্য অধিক মূল্য তাঁরা দিতেন না। এই শ্রেনীর পর্যটকদের থেকে স্থানীয় ব্যবসায়ীরা কোনও ভাবেই উপকৃত হতেন না। তাঁরা না এলেও তেমন কোনও ক্ষতি নেই। 

 

 

লাটাগুড়ি রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দিব্যেন্দু দেব বলেন, 'গরুমারা, লাটাগুড়ি, চাপরামারি- সহ তার চারপাশের বিভিন্ন জায়গায় প্রতি বছরেই খুব অল্পসংখ্যক বাংলাদেশি পর্যটক আসতেন। তাঁরা পাহাড় ঘুরে বাড়ি ফেরার পথে জঙ্গল সাফারি করে এক-দু দিন ডুয়ার্সে থেকে যেতেন। এবার বাংলাদেশি পর্যটক একেবারের নেই, তবে এর ফলে ব্যবসায় কোনও ক্ষতি নেই।' ইস্টার্ন ডুয়ার্স টুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা বলেন, 'জলদাপাড়া জাতীয় উদ্যান, মাদারিহাট সংলগ্ন বিভিন্ন এলাকা সহ বক্সা, জয়ন্তী, চিতাপাতা প্রভৃতি এলাকায় বাংলাদেশি পর্যটকদের গতিবিধি একেবারেই নগণ্য। ফলে বাংলাদেশি পর্যটক একেবারে না এলেও জলদাপাড়া এলাকায় এর কোনও প্রভাব পড়ছে না।

 

 

কালিম্পং জেলার পর্যটন ব্যবসায়ী রাজেন প্রধান জানান, বাংলাদেশি পর্যটকেরা উত্তর সিকিম, পূর্ব সিকিমের জনপ্রিয় বিভিন্ন এলাকায় মূলত যেতেন৷ বাংলাদেশি পর্যটক না আসাতে ওই সমস্ত এলাকার ব্যবসায় কিছুটা পড়লেও পশ্চিমবঙ্গের পাহাড়ে এর প্রভাব অতি সামান্য। লাভা, ঋশপ, লোলেগাঁও, ইচ্ছেগাঁও, সিলারিগাঁও, ঝান্ডি, পাশাবং, সুনতালেখোলা, ঝালং, তোদে, তাংতা, রঙ্গো, সামসিং প্রভৃতি পর্যটনক্ষেত্রে বাংলাদেশিদের সংখ্যা প্রতি বছরেই খুবই কম থাকে। ফলে এবার তারা না আসাতে হোটেল, হোমস্টে, পরিবহন এবং পর্যটনের বিভিন্ন ক্ষেত্রে তেমন কোনও সমস্যা নেই।


Local NewsWB NewsNorth Bengal News

নানান খবর

নানান খবর

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

কোথায় তৈরি হয়েছে এই হেরোইন! তাজ্জব পুলিশ, উদ্ধার প্রচুর সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলি

পালাতে গিয়েও হল না শেষরক্ষা, ভারত-পাক উত্তেজনার আবহে নদীয়ায় বড় সাফল্য পুলিশের

অডিও রেকর্ডারই আশার আলো, মাধ্যমিকে ৫০০ পার করল দুই দৃষ্টিহীন ছাত্র

বসিরহাটের রেল বস্তিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত বহু বাড়ি

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

সোশ্যাল মিডিয়া