শুক্রবার ০২ মে ২০২৫

সম্পূর্ণ খবর

Makers has revealed the poster of Gargee RoyChowdhury and Rajatava Dutta starrer new bengali movie Balaram Kando

বিনোদন | সমাজের কোন কঠিন সব বিষয় হাসির কম্বলে মুড়ে হাজির করবে গার্গী-রজতাভর 'বলরাম কান্ড'?

Rahul Majumder | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ নভেম্বর ২০২৪ ২০ : ১৬Rahul Majumder


 নিজস্ব সংবাদদাতা: মুক্তি পেল গার্গী রায়চৌধুরী- রজতাভ দত্ত অভিনীত মজার ছবি 'বলরাম কান্ড'র পোস্টার। পরিচালনায় সপ্তাশ্ব বসু। বৃহস্পতিবার কলকাতার একটি বিলাসবহুল রেস্তরাঁয় আয়োজন করা হয়েছিল এই পোস্টার লঞ্চ অনুষ্ঠান। 

 

'বলরাম কান্ড'র কেন্দ্রে রয়েছেন তরঙ্গিনী মুখোপাধ্যায় (গার্গী রায় চৌধুরী) এবং কিশোর সান্যাল (রজত দত্ত), যাঁরা বছর ১২ আগেই নিজেদের বিবাহিত জীবনে দাড়ি টেনেছেন। বর্তমানে তাঁদের মেয়ে অবন্তিকা (ঐশ্বর্য সেন) অল্প বয়সেই বিয়ে করার সিদ্ধান্তে বদ্ধপরিকর। এবং সেই সিদ্ধান্ত যে মেয়ের জীবনে দুঃখকে বাড়ি বয়ে আনার সামিল, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই সেই বিষয়ে নিশ্চিত 'তরঙ্গিনী' এবং 'কিশোর'। মেয়েকে সেই 'বিপদ'-এর নৌকা থেকে পা রাখার থেকে বাঁচাতে দীর্ঘ ১২ বছর পরে ফের এক হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। আর তারপরেই শুরু হয় দমফাটা মজার সব ঘটনা।

 

তবে 'বলরাম কান্ড'কে শুধুই দমফাটা হাসির ছবি বলতে নারাজ গার্গী। তাঁর কথায়, "হাসির মোড়কে অনেক গভীর কথা বলা হয়েছে এই ছবি। সম্পর্কের খুব কঠিন, জটিল কথা মজার মাধ্যমে পেশ করা হয়েছে এই ছবিতে। অসম্ভব প্রাণবন্ত একটা গল্প। এই ছবিতে আমার অভিনীত চরিত্রটি একজন ম্যারেজ কাউন্সিলরের। উপর থেকে ব্যক্তিত্বে গাম্ভীর্য থাকলেও তাঁর রসবোধ কিন্তু তুখোড়। ব্যক্তিগতভাবে, এই বিষয়টা খুব ইন্টারেস্টিং লেগেছে।"

 

একেবারে নিজস্ব ছন্দে রজতাভ দত্ত বললেন, " বেশ কিছু গম্ভীর বিষয়কে মজার কম্বলের তলায় চাপা দিয়ে হাজির করা হয়েছে এই ছবিতে। তার মানে মোটেই এই নয় যে এই ছবি শুধুই হাসাবে। সম্পর্কের সমাজের বেশ কিছু দিকের কথা তুলে ধরা হয়েছে 'বলরাম কান্ড'-এ। যেমন , বাবা-মায়ের এমন সন্তানের প্রতি দায়িত্ব রয়েছে, ঠিক তেমন সন্তানেরও কিন্তু বাবা-মায়ের প্রতি কিছু দায়িত্ব থেকে যায়। আর এই কথাগুলো কিন্তু জ্ঞান হিসাবে একেবারেই পেশ করা হয়নি। মজার মোড়কে হাজির করা হয়েছে। জোর দিয়ে বলছি, এই ছবি বারবার ঘুরে দেখার মতো। আমি নিজে দর্শক হিসাবে কিন্তু অবশ্যই এই ছবি দেখব একাধিকবার। ছবিতে আমার অভিনীত চরিত্রটি কিশোর এক মজার মানুষ। ভুলোমনা অথচ অঙ্কে ওস্তাদ। বিবাহবিচ্ছেদ নিয়ে তাঁর মনে কষ্টের আঁচড়ের ব্যাথা এখনও রয়ে গিয়েছে, সেই দুঃখবিলাসী নয়। খুব রঙিন, রোম্যান্টিক ব্যাপারটাও আছে তাঁর চরিত্রে। দিনের মধ্যে দু'তিনবার রোদচশমা বদলে ফেলে যখন-তখন, এইরকম আর কি... তবে ছবির একেবারে শেষে গিয়ে বোঝা যায়, জীবন সম্পর্কে তার বোধ কতটা প্রবল। আশেপাশের আর পাঁচজন মানুষের থেকে কতটা আলাদা।"

 

পরিচালক সপ্তাশ্ব বসু জানিয়েছেন, 'বলরাম কান্ড' পরিবারের সব সদস্য একসঙ্গে বসে দেখতে পারবেন। পরিচালকের দৃঢ় বিশ্বাস, এ ছবিতে মজা উপভোগ করার পাশাপাশি ভাবনার খোরাকও পাবেন দর্শক। বিশেষত, নয়া প্রজন্ম ও তাঁর আগের প্রজন্মের দর্শক।

 

প্রসঙ্গত, 'বলরাম কান্ড' প্রথম বাংলা ছবি যার সিংহভাগ শুটিং সারা হয়েছে নৈনিতালে। ছবির গল্প লিখেছেন অপালা চৌধুরী ও চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অর্ণব ভৌমিক। ছবির প্রযোজনার দায়িত্ব যৌথভাবে সামলেছে গোল্ডেন ক্রিসেন্ট ফিল্মস, সাই ভিগ্নেশ ফিল্মস ও প্ল্যাটিনাম পিকচার্স। ছবির মুখ্যচরিত্রে অভিনয় করেছেন গার্গী রায় চৌধুরী, রজতাভ দত্ত। পাশাপাশি গুরুত্বপূর্ণ সব ভূমিকায় দেখা যাবে ঐশ্বর্য সেন, আর্য দাশগুপ্ত, অপ্রতিম চট্টোপাধ্যায়, প্রসূন সাহা ও অর্পিতা রায়।




নানান খবর

নানান খবর

প্রয়াত অনিল কাপুরের মা নির্মলা কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?

মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’

ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?

মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?

টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী

‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?

সোশ্যাল মিডিয়া