রবিবার ০৮ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | বর্ধমান পুরসভার অ্যাকাউন্ট থেকে গায়েব প্রায় দেড় কোটি টাকা, আধিকারিককে তলব নাগপুর পুলিশের

Pallabi Ghosh | ০৯ নভেম্বর ২০২৪ ২১ : ৩৫Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: বর্ধমান পুরসভার অ্যাকাউন্ট থেকে ১ কোটি ৪১ লক্ষ টাকা লোপাটের ঘটনায় বর্ধমান পুরসভার এক আধিকারিকের বিরুদ্ধে মামলা করল নাগপুর পুলিশ। তাঁকে ইতিমধ্যেই তলব করা হয়েছে। অভিযুক্ত সহ পুরসভার আট আধিকারিক মহারাষ্ট্রের নাগপুরের উদ্দেশে রওনা দিয়েছেন ইতিমধ্যেই। তদন্তকারীরা মনে করছেন, চেক ক্লিয়ারেন্স দেওয়ার ক্ষেত্রে ওই আধিকারিকের ভূমিকা রয়েছে। 

 

যদিও পুর কর্তৃপক্ষ তা মানতে নারাজ। তাদের দাবি, সবটাই সাইবার অপরাধীদের কাজ। তারা দু’টি চেক থেকে টাকা তুলেছিল। একটিতে ৪৮ লক্ষ এবং অন্যটিতে ৯৩ লক্ষ টাকা ছিল। ৪৮ লক্ষ টাকা ইতিমধ্যে ফেরত পাওয়া গিয়েছে বলে জানান পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার। তিনি বলেন, বাকি টাকাও দ্রুত ফেরত দেওয়া হবে বলে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে। পরেশ চন্দ্র সরকার বলেন, 'আমাদের আধিকারিকের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা ঠিক নয়।' 

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে পুরসভার অ্যাকাউন্ট থেকে ওই টাকা তোলা হয়েছে। চেকের মাধ্যমে দু’ধাপে টাকা তোলা হয়েছিল। পুরসভা বর্ধমান সাইবার ক্রাইম থানায় অভিযোগ করে। নাগপুর থেকে টাকা ওঠায় সেখানকার ব্যাঙ্ক কর্তৃপক্ষ স্থানীয় সাইবার থানায় অভিযোগ করে। পুলিশ তদন্তে নেমে পুরসভার ওই আধিকারিকের নাম পায়। তারপরই তাঁকে চিঠি দিয়ে ডাকা হয়। এক আধিকারিক বলেন, সাইবার অপরাধীরা সাধারণত অ্যাকাউন্ট হ্যাক করে টাকা তোলে। কিন্তু এক্ষেত্রে তারা চেকের মাধ্যমে টাকা তোলায় বেশ কিছু সংশয় রয়েছে। পুর কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে বিষয়টি থানায় জানানোয় টাকা বাজেয়াপ্ত করা সম্ভব হয়। তা না হলে সে টাকা তুলে নিত। সম্প্রতি আসানসোল পুরসভার টাকা উধাও হয়েছে। তবে সাইবার অপরাধীরা এখন বিভিন্ন কৌশলে টাকা হাতাচ্ছে। চেক ক্লোন করে তারা টাকা তুলেছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। 

 

পুরসভা সূত্রে জানা গিয়েছে, মোটা অঙ্কের টাকা অ্যাকাউন্ট থেকে লোপাট হয়ে যাওয়ায় শোরগোল পড়ে গিয়েছিল। ব্যাঙ্ক কর্তৃপক্ষও তদন্তে নামে। পরে জানা যায়, মহারাষ্ট্রের নাগপুরের একটি ব্যাঙ্কের শাখা থেকে টাকা তোলা হয়েছে। পুলিশের দাবি, সাইবার অপরাধীরা এখন সরকারি অ্যাকাউন্টগুলিকে টার্গেট করছে। তারা বিভিন্ন প্রতিষ্ঠানের টাকা হাতিয়েছে। তবে বর্ধমান পুরসভার চেক কীভাবে ক্লোন হল, তা নিয়ে প্রশ্ন রয়েছে। চেকে সই নকল করা হয়। সবকিছুই নিখুঁতভাবে করা হয়েছে। সেকারণেই সর্ষের মধ্যে ভূত রয়েছে কি না, সেটা তদন্তকারীরা খতিয়ে দেখছেন। 

 

পুরসভার চেয়ারম্যান বলেন, 'তদন্তকারীরা তাঁদের মতো করে সবকিছু দেখছেন। তবে আমাদের বিশ্বাস, কোনও আধিকারিক এর মধ্যে যুক্ত নন। আইনজীবীরা গিয়ে তদন্তকারীদের সামনে যুক্তি তুলে ধরবেন। আমরা সব টাকা পেয়ে যাব বলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে। পরবর্তী সময়ে আমরা আরও বেশি সতর্ক থাকব।' 


#Burdwan Municipality# Crime News# West Bengal



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর, উত্তরবঙ্গে এবার প্যারাগ্লাইন্ডিংয়ের সুযোগ, কোথায় রয়েছে অ্যাডভেঞ্চার হাব? ...

মুর্শিদাবাদে ৫ বছরের নাবালিকাকে ধর্ষণ, সঙ্কটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে, অভিযুক্তকে গণপ্রহার ...

ফের নিম্নচাপের ভ্রুকুটি, বাংলায় গায়েব হবে হালকা শীত! রইল আবহাওয়ার বড় আপডেট ...

মেলায় এলেই প্রথা মেনে মহিলাদের জুয়া খেলতে হয়, বাংলায় কোথায় হয় এই 'জুয়াড়ি মেলা'? ...

'ঘর পেলে ঘর বাঁধব', বিডিও-র কাছে আবেদন প্রৌঢ়ের ...

ঘুমন্ত স্বামীকে কাস্তের কোপ, গলার নলি কেটে পুলিশের কাছে আত্মসমর্পণ গৃহবধূর...

অসাবধানতাবশত ঘাড়ে কামড় বসাল মা বাঘিনী, মৃত্যু তিন রয়্যাল শাবকের ...

আবাস যোজনার তালিকায় নাম নেই, কারসাজির সন্দেহে কাকাকে খুন ভাইপোর ...

প্রিয় অভিনেতা দেবকে দেখে বাঁধভাঙা উচ্ছ্বাস, 'খাদান' -এর প্রিমিয়ারে ধুন্ধুমার বর্ধমানে...

এবার গাছ পাবে পরিচয়পত্র, অভিনব উদ্যোগ সাবেক ফরাসডাঙায় ...

বিষ খেয়ে আত্মহত্যা করলেন বহরমপুরের বিজেপি নেতা, নেপথ্য কারণ নিয়ে ঘনীভূত রহস্য...

মৃত মেয়ের দেহ আগলে হাউহাউ করে কাঁদছেন মা, ঘেঁষতে দিচ্ছেন না কাউকে, ঠিক যেন এক টুকরো রবিনসন স্ট্রিট...

বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সূচনা ৪২ তম উত্তরবঙ্গ বইমেলার...

ঘরে স্যান্ডউইচ, কেক, পিৎজা বানাবেন? বেকারি সামগ্রী কিনতেই এবার হিমশিম খেতে হবে, জেনে নিন নতুন দামের তালিকা...

একসঙ্গে সমস্ত থানার ওসি বদল! ব্যাপারটা কী? সত্যি সামনে আসতেই পুলিশ মহলে চাঞ্চল্য...

বাড়ির খাটে বসে টিভি দেখছিল বছর ছয়েকের শিশু, হঠাৎই মৃত্যু, চাঞ্চল্য চন্দননগরে...

অশান্ত বাংলাদেশ, এর মধ্যেই চুক্তি মেনে ভারত থেকে পাঠানো হল মালগাড়ি...

১৫ মাস বয়সে পোলিও আক্রান্ত হন, প্রতিবন্ধকতাকে জয় করে এখন কলেজে পড়ান হাওড়ার বুবাই...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



11 24