রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর

Pallabi Ghosh | ২৫ আগস্ট ২০২৪ ১৫ : ২৭Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: দেশজুড়ে বেড়ে চলেছে সাইবার অপরাধের সংখ্যা। সেদিকে নজর রেখে এবার স্কুল ছাত্রছাত্রীদেরকে 'সাইবার ক্রাইম'এর পাঠ দেওয়ার বিশেষ উদ্যোগ নেওয়া হল জঙ্গিপুর পুলিশ জেলার তরফ থেকে।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন, 'পুলিশ জেলার অন্তর্গত ১১০টি স্কুল এবং কলেজে বিশেষভাবে প্রশিক্ষিত 'সাইবার ক্রাইম'-এর দুটি দল আগামী বেশ কিছুদিন নিয়মিত যাবে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদেরকে তারা 'সাইবার ক্রাইম' কী এবং কীভাবে তারা এর থেকে বাঁচবে সেই বিষয়ে জানাবে। ছাত্রছাত্রীরা গোটা বিষয়টি জেনে গেলে এরপর তারা পরিবারের সদস্যদের 'সাইবার ক্রাইম'এর পাঠদান করতে পারবে।'
পুলিশ জেলার এক আধিকারিক বলেন -সমাজমাধ্যমে অচেনা ব্যক্তির সাথে পরিচয় হওয়ার পর অনেক ছাত্র-ছাত্রী বিভিন্ন অপরাধের শিকার হয়েছেন। তাই ফেসবুক,এক্স (সাবেক টুইটার) সহ অন্যান্য সমাজমাধ্যমে অচেনা ব্যক্তির সাথে পরিচয় হলে কী করা উচিত আর কী করা উচিত নয় সেই বিষয়ে তাদেরকে সচেতন করা শুরু হয়েছে। এর পাশাপাশি ব্যাঙ্কে 'অনলাইন ট্রানজাকশন' এবং অন্যান্য 'ফ্রড' কীভাবে হয় তাও ছাত্র-ছাত্রীদেরকে জানানো হচ্ছে।
পুলিশের ওই আধিকারিক বলেন- বর্তমানে কয়েকটি জনপ্রিয় সমাজমাধ্যমকে ব্যবহার করে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। আমরা ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি কীভাবে 'ফ্যাক্ট চেক' করা হয়। এর পাশাপাশি কোনও অচেনা নম্বর থেকে কেউ অস্বাভাবিক 'লিঙ্ক' পাঠালে তাও খুলতে বারণ করা হচ্ছে ছাত্র-ছাত্রীদেরকে।
সমাজমাধ্যমে কোনও জিনিস চোখে পড়লে দ্রুত অভিভাবক অথবা পুলিশকে জানাবেন সেই বিষয়েও ছাত্র-ছাত্রীদের সচেতনতার পাঠ দেওয়া হচ্ছে। প্রত্যেকটি স্কুলে দেড় থেকে দু ঘণ্টার এই বিশেষ কর্মশালাতে পুলিশ জেলার মহিলা অফিসাররাও উপস্থিত থাকছেন। সেখানে ছাত্রীদেরকে মহিলা সুরক্ষা এবং বড় হয়ে তাঁরা কীভাবে সাবলম্বী হতে পারবেন সেই বিষয়েও পাঠ দান করা হচ্ছে। রাস্তাঘাটে কোন জিনিসগুলো এড়িয়ে চলা উচিত ছাত্র-ছাত্রীদের সেগুলো বোঝানো হচ্ছে।
পুলিশ সুপার বলেন, 'আজ যারা ছাত্রছাত্রী তারাই আগামী দিনে বড় হয়ে সমাজ গঠন করবে। তাই এখন থেকেই তাদের 'সাইবার ক্রাইম', সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব এবং এর থেকে কীভাবে বাঁচতে হবে সেই বিষয়ে সম্যক ধারণা থাকা উচিত। তাই পুলিশের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।'
নানান খবর

নানান খবর

ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য

চাইলেও বাবা মোবাইল দেননি, অভিমানে নিজেকে শেষ করে দিল আলিপুরদুয়ারের অষ্টম শ্রেণির ছাত্রী

সোমবার মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, জেলায় প্রস্তুতি তু্ঙ্গে

এক টুকরো স্বর্গ বাঁকুড়ার বুকে! ঝিলিমিলি-তালবেড়িয়া ড্যাম ঘুরে আসুন গরমের ছুটিতে

রাগ ভাঙাতে গিয়ে বিবাদ চরমে, এক কোপে স্বামীর গোপনাঙ্গ কেটে নিলেন স্ত্রী, ভয়ঙ্কর কাণ্ডে তোলপাড় গ্রাম

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি