রবিবার ১০ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | ROAD AGGI: রাস্তা করতে দিচ্ছেন না পূর্ত কর্মাধ্যক্ষ, অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের

Sumit | ২২ আগস্ট ২০২৪ ১৮ : ২২Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক : উন্নয়ন করবেন বলে সাধারণ মানুষ পঞ্চায়েত নির্বাচনে যাকে ভোট দিয়েছিলেন তিনিই নাকি উন্নয়নের কাজে বাধা দিচ্ছেন ! এই অভিযোগ তুলে বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের কাবিলপুর গ্রাম পঞ্চায়েতের কলোনি গ্রামে বিক্ষোভ দেখালেন কয়েকশো মহিলা এবং বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী।

 

স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি ওই এলাকায় সরকারি প্রকল্পে একটি রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ রাস্তা নির্মাণের কাজ করার জন্য বিভিন্ন সামগ্রী পড়তেই তৃণমূল পরিচালিত সাগরদিঘি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কেতাবউদ্দিন সেই রাস্তা তৈরিতে বাধা দিচ্ছেন। ফলে সাধারণ মানুষ প্রচন্ড দুর্ভোগের মধ্যে পড়েছেন। তাঁরা জানেন না কবে গ্রামে পাকা রাস্তা তৈরি হবে।

 

আঙ্গুরা বিবি নামে ওই গ্রামের এক বাসিন্দা বলেন," আমি যবে থেকে এই গ্রামে বসবাসের জন্য এসেছি তখন থেকেই এই গ্রামে কোনও পাকা রাস্তা নেই। সম্প্রতি গ্রামে একটি পাকা রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। কিন্তু তারপর থেকেই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সেই কাজে বাধা দিচ্ছেন। গ্রামের মানুষ প্রচন্ড দুর্ভোগের মধ্যে পড়েছেন।"

 

আয়েশা বিবি নামে ওই গ্রামের আরেক বাসিন্দা বলেন," গ্রামের মধ্যে দিয়ে কোনও পাকা রাস্তা না থাকায় গর্ভবতী মহিলারা হাসপাতালে যাওয়া এবং ছাত্র-ছাত্রীরা স্কুলে যাওয়ার সময় প্রচন্ড অসুবিধার মধ্যে পড়েন। বর্ষাকালে রাস্তাতে এক হাঁটু কাদা থাকে। জল কাদা ডিঙিয়ে রোজ গ্রামের বাসিন্দাদের বিভিন্ন কাজে যেতে হয়। পাকা রাস্তা হলে সকলের অসুবিধা দূর হত।"

 

রাস্তা তৈরির কাজ শুরু হওয়ার পরেই তা থমকে যাওয়াতে বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভে ফেটে পড়েন ওই গ্রামের বাসিন্দারা। গ্রামের পুরুষ মহিলা এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা পোস্টার -প্ল্যাকার্ড হাতে রাস্তা তৈরীর দাবি জানিয়ে পথে নেমে বিক্ষোভ দেখান।

 

যদিও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাস্তা তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন," সরকারি আমিন জমি মেপে দেওয়ার পর রাস্তা তৈরির কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রাস্তার ঠিক পাশে যাদের জমি এবং বাড়ি রয়েছে তাঁদের কয়েকজনের অভিযোগ রাস্তা তৈরীর মাপ ঠিকমতো না হওয়ায় তাদের কয়েকজনের জমির মধ্যে দিয়ে প্রস্তাবিত নতুন রাস্তাটি চলে যাচ্ছে। সকলের দাবি নতুন করে আর একবার সরকারি আধিকারিকরা মাপ নিয়ে রাস্তা তৈরীর কাজ শুরু করুক।"

 

সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান বলেন," আমরা গ্রামবাসীদের সুবিধার্থে রাস্তা তৈরির পক্ষে। ওই গ্রামে কি হয়েছে খোঁজ নিয়ে দেখছি।"


#murshidabad#road aggi



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বর্ধমান পুরসভার অ্যাকাউন্ট থেকে গায়েব প্রায় দেড় কোটি টাকা, আধিকারিককে তলব নাগপুর পুলিশের...

তৃণমূল কর্মী খুনের প্রায় একমাস পর উত্তপ্ত সালার, বাড়ি ভাঙচুর থেকে দেদার লুঠপাট ...

পিছু ছাড়ছে না বৃষ্টি, জগদ্ধাত্রী পুজোতেও ভিজবে বাংলা, আগাম পূর্বাভাস মৌসম ভবনের ...

ধর্ষণের চেষ্টা করতে গিয়েই উস্তির বিজেপি নেতা খুন, দাবি কুণাল ঘোষের ...

মত্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ধাক্কা, বেপরোয়া গতির বলি এক মহিলা ...

তুলছিলেন চা-পাতা, হঠাৎ পেছনে থেকে আক্রমণ চিতার, ভয়ংকার ঘটনা মালবাজারে...

দক্ষিণ ২৪ পরগনা জেলায় সূচনা হল 'বাংলা মোদের গর্ব' অনুষ্ঠান...

কার্তিক অমাবস্যায় একসঙ্গে ১০০ দেব-দেবীর পুজো করেন বাংলার এই গ্রামের বাসিন্দারা...

শুরু ভোটগ্রহণ, কড়া নিরাপত্তায় নেওয়া হল বয়স্ক ও বিশেষভাবে সক্ষমদের ভোট...

পড়তে না-বসায় ছেলেকে শিকলে বেঁধে মার, থানায় গেলেন মা, শ্রীঘরে গেলেন বাবা...

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডাক্তারের রহস্যমৃত্যু, পাশে সুইসাইড নোট, ঘনাচ্ছে রহস্য...

ফাঁকা বাড়িতে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার পড়শি প্রৌঢ়...

জেলা সভাপতি ও পুর চেয়ারম্যান পদে বদল আনতে চলেছে তৃণমূল, অপেক্ষা মমতার সবুজ সঙ্কেতের...

ফারাক্কায় নাবালিকা খুনের মামলা, নজিরবিহীন সিদ্ধান্ত নিল জঙ্গিপুর আদালত...

দূষণ রোধে বাড়ির চৌবাচ্চায় নদীর জল এনে সেখানেই ছট উৎসব পালন এই পরিবারের ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



08 24