রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৬ নভেম্বর ২০২৩ ১৮ : ০৯
‘‘রহমান কি কাজী নজরুল ইসলামকে জানেন না? তাঁর গান কোনও দিন শোনেননি? না শুনে থাকলে ইউটিউবে তো শুনে নিতে পারতেন! এখন তো অজানাকে জানার অনেক উপায় রয়েছে’’, প্রতিটি শব্দের মধ্যে দিয়ে রাগ-ক্ষোভ-ঘৃণা গলগলিয়ে বেরিয়ে এসেছে। বৃহস্পতিবার, কলকাতায় প্রেস ক্লাবে নজরুলগীতি ‘কারার ওই লৌহ কপাট’-এর বিকৃতি নিয়ে এভাবেই তীব্র প্রতিবাদ জানালেন ‘বিদ্রোহী কবি’র নাতনি খিলখিল কাজী। রাজা কৃষ্ণ মেননের ‘পিপ্পা’ ছবিতে এ আর রহমান স্বদেশপ্রেমের গানটির সুর আমূল বদলে দিয়েছেন। এবং অবলীলায় সেই গান গেয়েছেন একদল বাঙালি গায়ক-গায়িকা। খিলখিল কাজীর তাই নিয়েও তীব্র অভিযোগ। আজকাল ডট ইনের মুখোমুখি হয়ে তিনি সপাট প্রশ্ন ছুঁড়েছেন, ‘‘যাঁরা গেয়েছেন তাঁরা তো বাঙালি, তাঁরাও কি কবিকে জানেন না? কী করে এমন গানটা গাইলেন? নাকি, রহমানের সুরে গাওয়ার সুযোগ পেতেই তাঁরা বর্তে গিয়েছেন! তাই যা দেওয়া হয়েছে তাই গেয়ে দিয়েছেন?’’ একই সঙ্গে প্রকাশ্যে বিদ্রোহী কবির পারিবারিক কাজিয়া! সে সম্পর্ক কথা উঠতেই কবির নাতনির আক্ষেপ, ‘‘এই দিন দেখতে হবে, আশা করিনি। আমি এই বিষয়ে কোনও কথা বলব না।’’
গত দু’সপ্তাহ ধরে এই একটি বিষয় নিয়ে তোলপাড় দুই বাংলা। ওপার বাংলার জাতীয় কবি তিনি। সেখানে ক্ষোভে ফেটে পড়েছেন প্রত্যেকে। দাবি, এমন বিকৃত গান সরিয়ে দিতে হবে। সেই আর্জি নিয়েই তিনি শহর কলকাতায় পা রাখেন। সঙ্গী ভাই কাজী অরিন্দম, ভাইয়ের বৌ সুতপা ভৌমিক, ভাইপো-ভাইঝি অনুরাগ-অভীপ্সা। তাঁরা যৌথ ভাবে জানান, দাদা অনির্বাণ কাজী মোটা টাকায় গানের স্বত্ব বিক্রি করে দিয়েছেন বলিউডের রায় কাপুর প্রযোজনা সংস্থার কাছে। কবির পুত্রবধূ কল্যাণী কাজীকে শিখণ্ডি খাড়া করে। দিদি-ভাই উভয়েরই অভিযোগ, তাঁদের মা কল্যাণী কাজী তখন ৮৬ বছরের। তিনি বুঝেই উঠতে পারেননি কী থেকে কী হয়ে গেল। এও জানান, এর আগে মহম্মদ রফি, অনুরাধা পাড়ওয়াল, অনুপ জালোটা অজস্র রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন। কিন্তু তাঁরা গানে কোনও বিকৃতি ঘটাননি। তাই হয়তো কল্যাণী কাজী ভেবেছিলেন, অস্কারজয়ী সুরকারও তেমনই কিছু করতে চলেছেন।
দাদা অনির্বাণের বিরুদ্ধে কবির পুরস্কার বিক্রির চেষ্টার অভিযোগও জানান তাঁরা। প্রশ্ন তোলেন, বাংলাদেশের মতো কলকাতায় কেন নজরুল বিষয়ক কোনও প্রতিষ্ঠান নেই? খিলখিল কাজীর আক্ষেপ, এর আগে এপার বাংলার বহু শিল্পীও কবির শেষ বয়সের বহু গান, গানের সুর নিজের বলে চালিয়েছেন। নজরুল সংরক্ষণশালা থাকলে হয়তো এসব হতে পারত না। কাজী পরিবার তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছেন, সরকার অবিলম্বে যেন নজরুল বিষয়ক প্রতিষ্ঠান এবং কবির রচনা সংরক্ষণের ব্যবস্থা করে। ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি নিয়ে বড় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। কবির পরিবার কি এ আর রহমানের সঙ্গে সরাসরি কথা বলবেন? আজকাল ডট ইনের এই প্রশ্নের জবাবে খিলখিল কাজী বলেন, ‘‘রহমান আমাদের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই করতাম।’’ বিষয়টি বন্ধ করতে খুব শিগগিরিই আইনি পদক্ষেপ নেবেন তাঁরা। একই সঙ্গে চান, ছবি থেকে গানটি যেন বাদ দেওয়া হয়।
নানান খবর

নানান খবর

এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার

'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য?

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?