বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৪ জুন ২০২৪ ১৮ : ০৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ফিকে হল স্মৃতি ইরানির হাসি। উত্তরপ্রদেশের আমেঠি গড় পুনরুদ্ধারের পথে কংগ্রেস। আমেঠি লোকসভা কেন্দ্রে স্মৃতি ইরানির থেকে ১ লাখ ৫৭ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন কিশোরীলাল শর্মা। যা থেকে ইঙ্গিত, কিশোরীলালের হাত ধরেই পুরনো গড় ফিরতে চলেছে কংগ্রেসের কাছে।
ইন্দিরা গান্ধীর সময় থেকেই আমেঠি কংগ্রেসের শক্ত ঘাঁটি। তবে ২০১৯ সালে এই ঘাঁটিই বিজেপির দখলে চলে যায়। গত লোকসভা নির্বাচনে এই আসনে রাহুল গান্ধীকে ৫৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে জিতেছিলেন স্মৃতি। পাঁচ বছর পর ফের হাওয়া বদল। মোদি-শাহের আস্থাভাজন স্মৃতি মুখ থুবড়ে পড়লেন কিশোরীলালের সামনে।
চব্বিশের নির্বাচনে আমেঠি আসন থেকে স্মৃতির প্রতিপক্ষ হয়ে কে লড়বেন, তা নিয়ে কয়েকবার বৈঠক করেছিলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা। 'ওভার কনফিডেন্ট' স্মৃতি আকারে ইঙ্গিতে বুঝিয়েছিলেন, তাঁর প্রতিপক্ষ যেই হোন, তিনিই হারবেন। অবশেষে কিশোরীলালের উপরেই ভরসা রাখে কংগ্রেস। জয়ের ইঙ্গিত বুঝে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। দিল্লির মসনদে না বসলেও, গড় পুনরুদ্ধারে বেজায় খুশি কংগ্রেস।