বুধবার ২২ অক্টোবর ২০২৫

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | VOTE: মোদি–যোগীর ‘রাম রাজ্যে’ দু’মুঠো অন্নসংস্থান কষ্টসাধ্য, চাকরি নেই, বিনিয়োগ নেই, রামনামে পেট ভরছে না

Sumit | ১২ মে ২০২৪ ২১ : ৪২Sumit Chakraborty
বীরেন ভট্টাচার্য, লখনউ: রামরাজ্য শব্দের অর্থ কী? সুশাসন, স্বাচ্ছন্দ্য। ‌‌‌‌আর আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সাধারণ মধ্যবিত্ত মানুষের এটুকুই চাহিদা। রায় গুণাকর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল লেখার সময় থেকে সাধারণ মানুষের মৌলিক চাহিদা আজও এটুকুই। যদিও দুধ–ভাত তো দূর অস্ত!‌ দু’‌বেলা দু’‌মুঠো অন্ন সংস্থান করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মোদি–যোগীর রাম রাজত্বে। অযোধ্যায় রাম মন্দিরে রামলালা প্রতিষ্ঠা হলেও উত্তরপ্রদেশের গরিব, কৃষক, সাধারণ খেটে খাওয়া মানুষের রোজনামচার পরিবর্তন হয়নি। বেকারত্ব, মূল্যবৃদ্ধির সাঁড়াশি চাপে নাভিশ্বাস অবস্থা রাজ্যবাসীর। জয় শ্রী রাম স্লোগান দিয়ে ধর্মের টনিক গেলানোর চেষ্টা করলেও, উত্তরপ্রদেশবাসীর বক্তব্য, খালি পেটে ধর্ম হয় না, আগে পেট তারপর ধর্ম।
রাজধানী শহর লখনউ, কনৌজ, উন্নাও, সর্বত্র ছবিটা একই। বিজেপির তৈরি করা রাম মন্দির, অভিন্ন দেওয়ানি বিধির মতো হিন্দুত্ববাদী বিষয়গুলি নয়, লোকসভা নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে বেকারত্ব। রাম মন্দিরের প্রসঙ্গ বা ইস্যু হিসেবে তুলে ধরার প্রশ্নে উত্তরপ্রদেশবাসীর বক্তব্য, রাম মন্দির তো বিজেপির তৈরি করে দেওয়া ইস্যু। লখনউয়ের সমাজবাদী পার্টির কার্যালয়ে দলীয় নেতা–কর্মীদের সঙ্গে বৈঠকের ফাঁকে পাওয়া গেল প্রাক্তন বিধায়ক পরমেশ্বর দয়ালকে। ধরে ধরে বিজেপির তোলা প্রতিটি ইস্যুর সমালোচনা করলেন তিনি। পরমেশ্বর দয়াল বললেন, ‌‌‘‌রাম মন্দির এখানে কোনও ইস্যু নয়। এখানে সবচেয়ে বড় ইস্যু মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব। উজ্জ্বলা যোজনায় গ্যাস হয়তো কেন্দ্রীয় সরকার দিচ্ছে। তবে সেটি ভরার জন্য যে অর্থের প্রয়োজন, তা নেই সাধারণ মানুষের পকেটে। তাহলে সেই প্রকল্পে কী লাভ বলুন?’‌ তাঁর কথায়, ‘‌সরকারি চাকরির তো কোনও প্রশ্নই নেই। বিনিয়োগ না থাকায় বেসরকরি চাকরির রাস্তাও বন্ধ। তাহলে শিক্ষিত যুবকরা কোথায় যাবেন? সেসব দিক থেকে নজর ঘোরাতে বিজেপি শুধু রামনাম করে যাচ্ছে।’‌ দলের আরেক নেতা মধুকর ত্রিবেদী জানালেন, ‘‌জিএসটি চালু করার পর অনেক ক্ষুদ্র ব্যবসায়ীর ক্ষতি হয়েছে, কিসানের আয় দ্বিগুণ হওয়া তো দূর অস্ত, বরং চাষের খরচ বেড়েছে। ফলে সংসার চালাতে হিমশিম খাচ্ছে প্রতিটি কৃষক পরিবার।’‌ সপা–‌র প্রধান মুখপাত্র এবং উত্তরাখণ্ডের দায়িত্বপ্রাপ্ত অশীতিপর নেতা রাজেন্দ্র চৌধুরি জানালেন, ‌বিজেপির ওপর ক্ষুব্ধ সমগ্র উত্তরপ্রদেশের মানুষ।
তবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকার নয়, যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন রাজ্য সরকারেরও সমালোচনা করেছেন তিনি। রাজেন্দ্র চৌধুরি বলেন, ‘‌বিজেপি চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে কোনও লাভ হবে না। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। রাম রাজ্যের প্রতিশ্রুতি দিয়ে কুর্সিতে বসা মুখ্যমন্ত্রীর জমানায় ধর্ষণ, গুন্ডাগিরি বেড়েছে। এই রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু আছে কি?’‌ লখনউ রাজনাথ সিংয়ের এলাকা হলেও, এবার এই এলাকায় সমাজবাদী পার্টি সমানে সমানে টক্কর দেবে বলে দাবি সপা নেতৃত্বের।
কনৌজের বাসিন্দা তরুণী করিশ্মা যাদব জানান, কোনও কর্মসংস্থান নেই রাজ্যে। তাঁর কথায়, ‘‌শুধু রাম নাম করলে তো আর পেট ভরবে না। প্রয়োজন চাকরি। সরকারি বা বেসরকারি কোনও দিক থেকেই কোনও কর্মসংস্থান নেই এখানে। ছোটখাট ব্যবসা অথবা তার মাধ্যমে যে কাজ পাওয়া যাচ্ছে, সেগুলিই ভরসা।’‌ করিশ্মা আরও বললেন, ‘‌সেভাবে দেখতে গেলে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাধ্যমে ছোটখাট যেটুকু হোক, কর্মসংস্থান তৈরি হচ্ছে। বড় লগ্নি না থাকায়, সেভাবে বড় কোনও শিল্প নেই রাজ্যে। সরকারি চাকরি তো নেই–‌ই।’‌
রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ভারত থেকে হস্তশিল্প রপ্তানির ১৬.৫৬ শতাংশ উত্তরপ্রদেশের। এছাড়া ৩৯.৫২ শতাংশ কার্পেট, ২৫.৫ শতাংশ চামড়ার সামগ্রী রপ্তানি হয়। রাজ্যে উৎপাদন বা এই ধরনের কোনও বড় মাপের বিনিয়োগ না থাকায় হস্তশিল্পের ওপরেই ভরসা করতে হচ্ছে শিক্ষিত যুবক, যুবতীদের। তাঁদের বক্তব্য, উত্তরপ্রদেশকে রামরাজ্য বলে যে তুলে ধরা হচ্ছে, সেটা বিজেপির তৈরি করা মিথ ছাড়া কিছুই নয়। বাস্তবের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।





নানান খবর

বিয়ের এক বছর না যেতেই দূরত্ব বাড়ছে টলিপাড়ার তারকা দম্পতির? জোর চর্চা ইন্ডাস্ট্রিতে

জেলের ভিতরেই জিম করছেন ‘ড্রাগ লর্ড’! কেন্দ্রীয় কারাগারে জামাই আদর কয়েদিদের? ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে বিতর্ক

সন্দীপের পরিবর্তে গোলকিপিং কোচ কে? কবে আসবেন তিনি?

ঐতিহাসিক জয়ে মেয়েদের ফুটবল দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ফেডারেশনের

দীপাবলিতে ভক্তদের সেরা উপহার দীপিকা-রণবীরের, প্রথমবার প্রকাশ্যে কন্যা দুয়ার মুখ! বাবা না মা, কার মতো দেখতে হল সে?

কামিন্স ছিটকে গেলে অ্যাশেজে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন কে? প্রকাশ্যে এল তারকার নাম

দীপাবলীর পরদিনই কলকাতার একবালপুরে বড়সড় অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার যুবক

৯৩ বছরে বাবা হলেন ‘অ্যান্টি-এজিং’ বিশেষজ্ঞ, স্ত্রীর বয়স সবে ৩৭! কোথায় পান উদ্দীপনা? কী জানালেন বৃদ্ধ?

দীপাবলির পরই বাজারে বড় হেরফর, সোনা-রুপোর দামে বিরাট পতন, ব্যবসায়ীদের মাথায় হাত

পাক ক্রিকেটে রাতারাতি পালাবদল, কিন্তু কেন? জেনে নিন খবরের ভিতরকার খবর

লিভারের জন্য জরুরি ম্যাগনেসিয়াম, কোন কোন খাবার মিলিয়ে খেলে ঠেকাতে পারবেন ফ্যাটি লিভারের ঝুঁকি

বিবাহিত পরিচয়ে বয়সে বড় বান্ধবীর সঙ্গে সহবাস! ঘুলঘুলি দিয়ে উঁকি দিতেই চমকে উঠলেন বাড়িওয়ালা

দীপাবলিতে ভারতে খুচরো বিক্রি দেখে চোখ কপালে উঠল, নেপথ্যে কী জিএসটি?

'হীরাম্মা'র পর 'মোহিনী মা'! 'বৃন্দাবন বিলাসিনী'তে তুলিকা বসুর জায়গায় জমজমাট প্রত্যাবর্তন করে কী বললেন সোমা বন্দ্যোপাধ্যায়?

একদিনের ক্রিকেটে ইতিহাস, অদ্ভুত নজির ওয়েস্ট ইন্ডিজের

'ওরা টাকা কামাতে আসছে আমার দেশে আর দেশের ছেলেকেই অসম্মান করছে...', সন্দীপের পাশে দাঁড়িয়ে তোপ নবির

নোয়েল-মেহলি বিবাদ থামাতে কাকে বিশেষ দায়িত্ব দিল টাটা গোষ্ঠী, এবার কী সমস্যা মিটবে

দিনের পর দিন স্বামীর সঙ্গে উদ্দাম যৌনতা, ‘রেড পিল’-এর রহস্য ভেদ করতেই যা জানতে পারলেন স্ত্রী…

অপেক্ষার অবসান, আবার বাইশ গজে মুখোমুখি ভারত-পাকিস্তান

গোটা রাজ্যে অতি ভারী বৃষ্টিতে বন্যা, ধসের আশঙ্কা! সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা, ভোগান্তি কতদিন চলবে?

গাজার গণহত্যার সঙ্গে দীপাবলির তুলনা! রাম গোপাল ভর্মার ‘অসংবেদনশীল’ পোস্টে তোলপাড় নেটদুনিয়া, ঠিক কী বলেছেন পরিচালক?

বিশ্বের সবথেকে দামী ড্রেস, গোটাটাই খাঁটি ২৪ ক্যারেটের সোনা, সৌদি আরবের সংস্থার তৈরি এই পোশাকের দাম জানলে চমকে যাবেন

অসুস্থ চিত্রাঙ্গদা সিং! হাতে আইভি ড্রিপ নিয়ে হাসপাতালে শুয়ে অভিনেত্রী, হঠাৎ কী এমন হল তাঁর?

ভারতকে এশিয়া কাপ ফেরত দিতে চাইছেন না নকভি, বড়যুদ্ধের দিকে এগোচ্ছে বিসিসিআই

সোশ্যাল মিডিয়া