আজকাল ওয়েবডেস্ক:‌ উইম্বলডনে মহিলা সিঙ্গলসের ফাইনালে উঠলেন ইগা স্বিয়নতেক। বৃহস্পতিবার সেমিফাইনালে অষ্টম বাছাই স্বিয়নতেক সরাসরি সেটে হারালেন সুইজারল্যান্ডের অবাছাই খেলোয়াড় বেলিন্ডা বেনসিসকে। ম্যাচের ফল স্বিয়নতেকের পক্ষে ৬–২, ৬–০। শনিবার ফাইনালে স্বিয়নতেকের প্রতিপক্ষ অ্যামান্ডা আনিসিমোভা। যিনি প্রথম সেমিফাইনালে হারিয়েছেন শীর্ষ বাছাই এরিনা সাবালেঙ্কাকে।


১৭ বছর বয়সে অ্যামান্ডা পৌঁছে গিয়েছিলেন ফরাসি ওপেনের সেমিফাইনালে। টেনিস দুনিয়া তাঁকে মনে করতে শুরু করেছিল নেক্সট বিগ থিং। সেটা ছিল ২০১৯ সাল। তার বছর দুয়েক পর অ্যামান্ডার মেন্টাল হেলথ ইস্যু দেখা দেয়। টেনিস থেকে দূরে সরে যান তিনি। মাসের পর মাস খেলা ছেড়ে থাকায় র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছিলেন। সেই অ্যামান্ডাই কেরিয়ারে প্রথমবার উইম্বলডন ফাইনালে উঠলেন। বৃহস্পতিবার শীর্ষবাছাই এরিনা সাবালেঙ্কাকে ৬–৪, ৪–৬, ৬–৪ হারালেন তিনি।
আমেরিকার ২৩ বছরের তরুণীর প্রথম গ্র‌্যান্ড স্লাম ফাইনালও এবার। সাবালেঙ্কার বিরুদ্ধে অ্যামান্ডার জয় হারের রেকর্ড ঈর্ষণীয় ৬–৩। শনিবার মেয়েদের ফাইনালে ১৩ নম্বর বাছাইকে কিন্তু হিসেবের মধ্যেই রাখতে হবে।


এদিকে, মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় সেমিফাইনালে সহজ জয় পেলেন স্বিয়নতেক। বেনসিসকে সরাসরি সেটে হারালেন বিশ্বের প্রাক্তন এক নম্বর। ১ ঘণ্টা ১১ মিনিটের লড়াইয়ে স্বিয়নতেককে একবারও সমস্যায় ফেলতে পারেননি রজার ফেডেরারের দেশের তরুণী। প্রথম সেটে কিছুটা লড়াই করলেও দ্বিতীয় সেট একপেশে ভাবে জিতে নিয়েছেন পোলিশ তারকা। টেনিসের সব বিভাগেই বেনসিসের থেকে এগিয়ে ছিলেন তিনি। 


প্রসঙ্গত, কোয়ার্টার ফাইনালে অঘটন ঘটিয়েছিলেন বেনসিস। সপ্তম বাছাই মিরা আন্দ্রিভাকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সরাসরি সেটে হারিয়ে দিয়েছিলেন বিশ্ব ক্রমতালিকায় ৩৫ নম্বরে থাকা ২৮ বছরের সুইস খেলোয়াড়। আশা করা হয়েছিল, স্বিয়নতেককেও কঠিন চ্যালেঞ্জের সামনে ফেলবেন। কিন্তু সেমিফাইনালে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারলেন না তিনি। ২০১৯ সালে ইউএস ওপেনের সেমিফাইনালে উঠে চমক দেখিয়েছিলেন। তার পর আর উল্লেখযোগ্য কিছু করতে পারেননি গ্র্যান্ড স্ল্যামে। এবার আবার বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামে নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁর দৌড় থেমে গেল সেমিফাইনালেই।
এদিকে, শুক্রবার ছেলেদের সেমিফাইনালে আলকারাজ খেলবেন টেলর ফ্রিৎজের বিরুদ্ধে। আর অপর সেমিফাইনালে বড় লড়াই। জকোভিচ নামবেন জানিক সিনারের বিরুদ্ধে। যে ম্যাচ দেখার জন্য মুখিয়ে রয়েছেন টেনিসপ্রেমীরা। 


‌‌এটা ঘটনা, শেষ চারে উঠতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল সার্বিয়ান তারকাকে। কিন্তু সিনার স্ট্রেট সেটে উড়িয়ে দেন প্রতিপক্ষকে। তবে শেষ চারে কিন্তু অন্য লড়াই।
এটা ঘটনা একসময় ফেডেরার–নাদাল কিংবা জকোভিচ–ফেডেরার লড়াই দেখার জন্য টেনিস দুনিয়া মুখিয়ে থাকত। সে সব লড়াই এখন অতীত। এখন সবাই উইম্বলডন ফাইনালে আলকারাজ–জকোভিচ লড়াই দেখার প্রতীক্ষায় রয়েছেন। কিন্তু তার আগে জকোভিচকে টপকাতে হবে সিনার বাধা।


৩৮ বছরের নোভাক জকোভিচ ৫২তম গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনাল খেলবেন। ৫২ বার গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালে ওঠার কৃতিত্ব তাঁর একার। শুক্রবার সেন্টার কোর্টে জোকারের প্রতিপক্ষ জানিক সিনার। ২৩ বছরের ইটালিয়র সপ্তম গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনাল। এখন দেখার শেষ হাসি কে হাসেন।