আজকাল ওয়েবডেস্ক:‌ রাঁচি ওয়ানডেতে দুর্দান্ত শতরান করেছেন। দলকে জিতিয়েছেন বিরাট কোহলি। করে ফেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ৮৩ নম্বর শতরান। রাঁচিতে ১২০ বলে ১৩৫ রানের অনবদ্য ইনিংস খেলেন কোহলি। একদিনের ক্রিকেটে ৫২তম শতরান করেন। কোহলির ওই ইনিংসের সুবাদে প্রথম একদিনের ম্যাচ ১৭ রানে জিতেছিল ভারত।


এবার জানা গেল দক্ষিণ আফ্রিকাকে প্রথম একদিনের ম্যাচে হারানোর পর শুকরি কনরাডের দিকে ফিরেও তাকাননি বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকা কোচ গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টের সময় ভারতীয় দল সম্পর্কে খারাপ মন্তব্য করেছিলেন। সম্ভবত সে কারণেই কনরাডকে এড়িয়ে যান কোহলি।


রাঁচিতে ম্যাচ শেষ হওয়ার পর সাজঘরে ফেরার সময় দু’দলের ক্রিকেটাররা সৌজন্য বিনিময় করেন রীতি অনুযায়ী। ভারতীয় ক্রিকেটাররা সিঁড়ি দিয়ে ওঠার সময় দক্ষিণ আফ্রিকার কোচিং স্টাফ–সহ অন্যদের সঙ্গেও করমর্দন করেন। সে সময় কনরাডকে এড়িয়ে যান কোহলি। অন্যদের সঙ্গে কোহলি হাসি মুখে সৌজন্য বিনিময় করলেও কনকাডের সামনে গিয়ে তাঁর দিকে তাকাননি। দক্ষিণ আফ্রিকার কোচকে এড়িয়ে যান। কোহলির অভিব্যক্তি দেখে কনরাডও তাঁর দিকে হাত বাড়াননি। সেই সময়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, শতরানের পর সাজঘরে ফিরে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকেও এড়িয়ে গিয়েছিলেন কোহলি।


অনেকেই মনে করছেন, দক্ষিণ আফ্রিকার কোচের অপমানজনক মন্তব্যে ক্ষুব্ধ কোহলি এভাবে প্রতিবাদ জানিয়েছেন। গুয়াহাটি টেস্টের চতুর্থ দিনের শেষে ৫২১ রানে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। সেদিন খেলার শেষে সংবাদমাধ্যমের সামনে বিতর্কিত মন্তব্য করেন কনরাড। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা ওদের (ভারতীয় দল) পায়ের তলায় রাখতে চেয়েছিলাম।’ ইংরেজিতে ‘গ্রোভেল’ শব্দটি ব্যবহার করেছিলেন। শব্দটি বর্ণবিদ্বেষমূলক হিসাবে ব্যবহৃত। কনরাডের ওই মন্তব্যের তীব্র সমালোচনা করেছিলেন সুনীল গাভাসকার, ডেল স্টেনের মতো প্রাক্তনরা। যদিও ভারতীয় দল সরকারিভাবে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানায়নি।