আজকাল ওয়েবডেস্ক: আট দিন পরই ইডেনে ভারত বনাম ইংল্যান্ড। বছর শুরুতেই ক্রিকেটের নন্দনকাননে মেগা ম্যাচ। টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। যুদ্ধকালীন তৎপরতায় চলছে প্রস্তুতি। এবার শুরু হতে চলেছে টিকিট বিক্রি। মঙ্গলবার থেকে ভারত-ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে যাবে। অনলাইনের পাশাপাশি অফলাইনেও টিকিট বিক্রি হবে। অর্থাৎ, এবার কাউন্টার থেকেও টিকিট কাটার ব্যবস্থা থাকছে। ১৪ থেকে ১৬ জানুয়ারি, তিনদিন সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ইডেনের চার নম্বর গেট থেকে টিকিট বিক্রি হবে। টিকিটের ন্যূনতম দাম ৮০০ টাকা। সর্বোচ্চ ২৫০০। চার দামের টিকিট ইডেনের কাউন্টার থেকে বিক্রি করা হবে। টিকিটের দাম ৮০০, ১৩০০, ২০০০ এবং ২৫০০ ধার্য করা হয়েছে। এই চার দামের টিকিটই কাউন্টার থেকে কাটা যাবে। অনলাইনে জোমাটো, ইনসাইডার ইন এবং পেটিএমে টিকিট পাওয়া যাবে। সোমবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিল বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা।
গতবারের থেকে এবার টিকিটের দাম কিছুটা বাড়ানো হয়েছে। ১৭ এবং ১৮ জানুয়ারি ৫, ৬, ৭, ৮ নম্বর গেট থেকে লাইফ মেম্বার এবং অ্যানুয়াল মেম্বারদের টিকিট দেওয়া হবে। সাম্প্রতিককালে ইডেনের ম্যাচের অফলাইন টিকিট বিক্রি কার্যত বন্ধই হয়ে গিয়েছিল। সিএবি অনুমোদিত ক্লাবগুলোকে টিকিট দেওয়ার পর আর কোনও টিকিট পড়ে থাকত না। যা নিয়ে অতীতে কম ঝামেলা হয়নি। তবে ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিটের চাহিদা ক্লাবের প্রতিনিধিদের মধ্যে এবার তুলনামূলকভাবে কম। ৮ জানুয়ারির মধ্যে সিএবি অনুমোদিত ক্লাবগুলোকে তাঁদের কত সংখ্যক টিকিট লাগবে জানাতে বলা হয়েছিল। কিন্তু খুব বেশি টিকিটের চাহিদা দেখা যায়নি। টি-২০ বিশ্বকাপের পর অবসর নিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা। হয়তো সেই কারণেই ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিট নিয়ে এখনও তেমন আগ্রহ নেই সিএবি অনুমোদিত ক্লাবগুলোর। তাই অনলাইনের পাশাপাশি অফলাইনেও টিকিট ছাড়ার সিদ্ধান্ত নেয় সিএবি কর্তারা। তবে কত সংখ্যক টিকিট বাজারে ছাড়া হবে সেটা জানানো হয়নি।
