আজকাল ওয়েবডেস্ক: আশঙ্কাই সত্যি হল। ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিনের খেলায় থাবা বসাল বৃষ্টি। বুধবার বেঙ্গালুরুর চিন্নস্বামীতে প্রথম টেস্ট শুরু হওয়ার কথা। কিন্তু বেঙ্গালুরুতে সকাল থেকেই বৃষ্টি। যার ফলে হল না টস। পিচ এখনও কভারে ঢাকা। সকাল ন'টায় টস হওয়ার কথা ছিল। কিন্তু একটানা বৃষ্টি হওয়ায় সেটা পিছিয়ে গেল। দেরীতে মাঠে আসে ভারত এবং নিউজিল্যান্ড দল। অর্থাৎ, আদৌ কখন খেলা শুরু হবে বোঝা যাচ্ছে না। প্রথম দিনের খেলা ভেস্তে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। বেঙ্গালুরুতে গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। টেস্টের প্রথম দু'দিন বৃষ্টির পূর্বাভাস ছিল।
আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, বুধবার এবং বৃহস্পতিবার বেঙ্গালুরুতে ভারী বৃষ্টি হওয়ার কথা রয়েছে। বজ্রপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে। শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা আছে। শুধুমাত্র শেষ দু'দিন বৃষ্টির সম্ভাবনা কম। যার ফলে এখনও প্রথম একাদশ জানানো হয়নি। সবটাই আবহাওয়ার ওপর নির্ভর করছে। তিন না দুই পেসারে নামবে ভারত, সেটা এখনও জানা যায়নি। তবে আবহাওয়ার দেখে মনে হচ্ছে বুমরা, সিরাজ, আকাশ দীপকে দলে রাখা হবে। বাংলাদেশের বিরুদ্ধে কানপুরেও বৃষ্টির জন্য প্রথম আড়াই দিনের খেলা ভেস্তে যায়। কিন্তু আগ্রাসী ক্রিকেটে শেষ দু'দিনেই বাজিমাত করে ভারত। এবার পরিস্থিতি কোন দিকে যায়, সেটাই দেখার।
