আজকাল ওয়েবডেস্ক: নতুন নির্বাহী কমিটির কার্যক্রম নিয়ে বিতর্কের মধ্যেই রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল ক্রীড়া মন্ত্রক। এতদিন ফেডারেশনের দায়িত্ব সামলাতে একটি অ্যাড-হক কমিটি গঠন করা হয়েছিল, যার নেতৃত্বে ছিলেন ভূপিন্দর সিং বাওয়া। কমিটির সদস্য হিসেবে ছিলেন হকি অলিম্পিয়ান এমএম সোমাইয়া ও প্রাক্তন আন্তর্জাতিক শাটলার মঞ্জুষা কানওয়ার। ক্রীড়া মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ফেডারেশনের নবনির্বাচিত কমিটির প্রশাসনিক ব্যর্থতা ও এবং একাধিক নিয়মভঙ্গের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, নতুন কমিটি আসলে ফেডারেশনের পুরনো কর্মকর্তাদেরই প্রভাবে ছিল। ২০২৩ সালের ডিসেম্বর মাসে ফেডারেশন সভাপতি সঞ্জয় সিংয়ের নেতৃত্বাধীন কমিটির কার্যক্রমে গুরুতর অনিয়মের অভিযোগ তুলে ক্রীড়া মন্ত্রক ফেডারেশনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞা তুলে নিয়ে ক্রীড়ামন্ত্রকের তরফে জানানো হয়, সামনে একাধিক বড় টুর্নামেন্ট রয়েছে। মার্চের শেষ সপ্তাহে জর্ডানে এশিয়ান চ্যাম্পিয়নশিপ রয়েছে। সেখানে অংশগ্রহণ না করতে পারলে সেপ্টেম্বরে জাগ্রেবে সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারবেন না ভারতীয় কুস্তিগিররা। সে কারণে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়ামন্ত্রক।
তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারে একাধিক শর্ত আরোপ করেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। জানানো হয়েছে, সংস্থার বাইরের কেউ যাতে সংস্থার ভিতরের কোনও কাজে যেন যুক্ত না থাকে। পাশাপাশি, আন্তর্জাতিক প্রতিযোগিতায় কুস্তিগির নির্বাচনেও যাতে স্বচ্ছতা বজায় থাকে। উল্লেখ্য, এর আগে দিল্লি হাইকোর্ট ২০২৩ সালে অ্যাড-হক কমিটিকে রেসলিং ফেডারেশনের দৈনন্দিন কার্যক্রমে তদারকির নির্দেশ দেয়। কুস্তিগির বজরং পুনিয়া, ভিনেশ ফোগাটদের দায়ের করা অভিযোগের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যৌন নির্যাতনের অভিযোগের কারণে ফেডারেশনের কার্যক্রম স্থগিত রাখার আবেদন জানিয়েছিলেন কুস্তিগিররা।
