আজকাল ওয়েবডেস্ক: 26 জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে প্যারিস অলিম্পিক। একাধিক ইভেন্টে নক আউটে ইতিমধ্যেই কোয়ালিফাই করেছে ভারত। রবিবার শুধুমাত্র শুটিংয়ে একাধিক ইভেন্ট রয়েছে ভারতের। দুপুর 2.45 নাগাদ 10 মিটার এয়ার রাইফেল কোয়ালিফিকেশন রাউন্ডে নামবেন সন্দীপ সিং এবং অর্জুন বাবুটা।
তবে এদিনের সবথেকে উল্লেখ্যযোগ্য ইভেন্টে নামতে চলেছেন মনু ভাকের। মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ফাইনালে নামবেন তিনি। রবিবার বিকেলে অলিম্পিকে প্রথম পদকের আশায় বুক বাঁধছে ভারত। তৃতীয় হয়ে ফাইনালে উঠেছেন মনু ভাকের। গত দুই দশকের মধ্যে প্রথম ভারতীয় মহিলা শুটার হিসেবে অলিম্পিক ফাইনালে পৌঁছে ইতিমধ্যেই ইতিহাস গড়ে ফেলেছেন তিনি।
টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে পারেননি ভাকের। সেখান থেকে ফের লড়াই করে প্যারিস অলিম্পিকে দেশকে আশা দেখাচ্ছেন তিনি। অলিম্পিকে শুটিংয়ে ভারতের 12 বছরের খরা কাটার সুযোগ রয়েছে রবিবার।
কখন কোথায় দেখবেন ম্যাচ:
দুপুর 2.45
10 মিটার এয়ার রাইফেল কোয়ালিফিকেশন- সন্দীপ সিং, অর্জুন বাবুটা
দুপুর 3.30
মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ফাইনাল- মনু ভাকের
এই ইভেন্ট দেখা যাচ্ছে স্পোর্টস 18 1, স্পোর্টস 18 2 এবং স্পোর্টস 18 3- তে। অনলাইনে স্ট্রিমিং হচ্ছে জিও সিনেমায়।
তবে এদিনের সবথেকে উল্লেখ্যযোগ্য ইভেন্টে নামতে চলেছেন মনু ভাকের। মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ফাইনালে নামবেন তিনি। রবিবার বিকেলে অলিম্পিকে প্রথম পদকের আশায় বুক বাঁধছে ভারত। তৃতীয় হয়ে ফাইনালে উঠেছেন মনু ভাকের। গত দুই দশকের মধ্যে প্রথম ভারতীয় মহিলা শুটার হিসেবে অলিম্পিক ফাইনালে পৌঁছে ইতিমধ্যেই ইতিহাস গড়ে ফেলেছেন তিনি।
টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে পারেননি ভাকের। সেখান থেকে ফের লড়াই করে প্যারিস অলিম্পিকে দেশকে আশা দেখাচ্ছেন তিনি। অলিম্পিকে শুটিংয়ে ভারতের 12 বছরের খরা কাটার সুযোগ রয়েছে রবিবার।
কখন কোথায় দেখবেন ম্যাচ:
দুপুর 2.45
10 মিটার এয়ার রাইফেল কোয়ালিফিকেশন- সন্দীপ সিং, অর্জুন বাবুটা
দুপুর 3.30
মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ফাইনাল- মনু ভাকের
এই ইভেন্ট দেখা যাচ্ছে স্পোর্টস 18 1, স্পোর্টস 18 2 এবং স্পোর্টস 18 3- তে। অনলাইনে স্ট্রিমিং হচ্ছে জিও সিনেমায়।
