আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পরেই অধিনায়কত্ব ছেড়ে দিতে পারেন রোহিত শর্মা। সূত্রের খবর এমনই। এটা ঘটনা ৫০ ওভারের বিশ্বকাপ হবে ২০২৭ সালে। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পরেই অনেক সিনিয়র ক্রিকেটারের সাদা বলের ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবে বিসিসিআই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ক্যাপ্টেন রোহিতের ভাগ্য নির্ধারণ করে দেবে। কারণ বোর্ড নাকি একজন দীর্ঘ সময়ের অধিনায়ক খুঁজছে। আর রোহিত খুব স্বাভাবিকভাবেই আর বেশিদিন খেলবেন না। সূত্রের দাবি, ‘‌একদিনের ও টেস্টে রোহিতের বিকল্প খোঁজার কাজ শুরু হয়ে গেছে।’‌


গৌতম গম্ভীর ও নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকার ইতিমধ্যেই বোর্ডের সঙ্গে রোহিতের বিষয়ে আলোচনা করেছেন। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই হয়ত একদিনের ক্রিকেটে টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক দেখা যাবে।


বোর্ড সূত্রে খবর, রোহিত নাকি জানিয়েছেন তার মধ্যে এখনও ক্রিকেট বাকি রয়েছে। রোহিতকে তাঁর পরিকল্পনার কথা জানাতে বলা হয়েছে। হয় অবসর। নয়ত অধিনায়কত্ব চালিয়ে যাওয়া। এর মধ্যে একটি রোহিতকে বেছে নিতে হবে। রোহিত নিজেও বুঝছেন ২০২৭ বিশ্বকাপের আগে একজন দীর্ঘমেয়াদি অধিনায়ক খুঁজছে বিসিসিআই। কোহলির সঙ্গেও নাকি ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছে বোর্ডের। 


এদিকে ফাইনালের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। বলেছেন, ‘‌ভারত দুর্দান্ত খেলছে। এভাবে খেলে গেলে ফাইনালেও জিতবে। চাইব দলের সবাই পারফর্ম করুক।’‌