আজকাল ওয়েবডেস্ক: অন্য মঞ্চে ভিন্ন মুডে রোহিত শর্মা এবং চেতেশ্বর পূজারা। পূজারার স্ত্রী পূজার লেখা 'দ্য ডায়রি অফ আ ক্রিকেটার্স ওয়াইফ' বইয়ের উন্মোচনে হালকা মেজাজে পাওয়া যায় দুই তারকা ক্রিকেটারকে। অনেক অজানা গল্প তুলে ধরেন। দু'জনেই লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছে। কিন্তু টেস্ট জীবনের বেশ কিছু মজাদার ঘটনা তুলে ধরলেন। দু'জনের ঝগড়ার কথা তুলে ধরেন রোহিত। রান বা উইকেট নিয়ে নয়, ফিল্ডিং নিয়ে ঝামেলা হত দু'জনের মধ্যে। বিশেষ করে শর্ট লেগ এবং সিলি পয়েন্ট পজিশন নিয়ে। রোহিত বলেন, 'আমরা নিজেদের শর্ট লেগ এবং সিলি পয়েন্টে ফিল্ডিং করা নিয়ে লড়াই করতাম। পুজ্জি বলত, আমি তিন নম্বরে নামি, তাই তোমার থেকে আমার বেশি বিশ্রাম নেওয়া উচিত। তখন আমি পাঁচ বা ছয় নম্বরে ব্যাট করতাম। তাই মেনেও নিতাম।'

পূজারা জানালেন, রোহিত ওপেন করার পর থেকে বিষয়টি পুরো ঘুরে যায়। তাঁর ট্যাকটিক্সই হাতিয়ার করেন রোহিত। পূজারা বলেন, 'ও টেস্টে ওপেন করার পর থেকে বিষয়টি ঘুরে যায়। ও বলে, এখন আমি ওপেনার, তুমি শর্ট লেগে দাঁড়াও। আমার কোনও উত্তর থাকত না। আমি সটান চলে যেতাম।' টাইমস শিল্ডে ইন্ডিয়ান অয়েলের হয়ে একসঙ্গে খেলেছেন দু'জন। সেই টুর্নামেন্টে একটি ম্যাচে তাঁরা ৮০০ রানের বেশি করে। ২০১২ সালের ভারত সফরের কথা তুলে ধরা হয়। রোহিত জানান, একবার ত্রিনিদাদ এবং টোবাগোতে রাতে নিরামিষ খাবার খুঁজতে গিয়ে পূজারাকে ঘিরে ধরে লোকজন। রোহিত বলেন, পূজারকে রাত ন'টার পর তাঁরা বেরোতে বারণ করেছিল। কিন্তু শোনেননি। কেরিয়ারের শুরুতে দুই হাঁটুর এসিএলে চোট পাওয়া সত্ত্বেও একশো টেস্ট খেলার জন্য পূজারার প্রশংসা করেন রোহিত।