আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত ইনিংস। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আক্রাম মনে করছেন, শচীনকেও ছাপিয়ে যাবেন বিরাট।
অস্ট্রেলিয়া তুলেছিল ২৬৪। রান তাড়া করতে গিয়ে গিল আউট হতেই পাঁচ নম্বর ওভারে মাঠে আসেন বিরাট। বাকিটা ইতিহাস। ৮৪ রান করে দলকে জিতিয়েছেন। পেয়েছেন ম্যাচের সেরার পুরস্কার। রান তাড়া করতে নেমে শচীনকে ছাপিয়ে গিয়েছেন আগেই। রান তাড়া করায় নজির আছে শচীন, বিরাট, রোহিত, জয়সূর্য, কালিসের। আক্রাম বলেছেন, ‘আমি বড় নামগুলোর কথা মাথায় রেখেই বলছি। কোহলি কিন্তু শচীনকে ছাপিয়ে যাবে। কোহলির গড় রান তাড়া করার ক্ষেত্রে ধোনির পরেই। ধোনির গড় প্রায় ১০০ হলে কোহলি প্রায় ৯০।’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত ইনিংসের পর কোহলি আইসিসি ট্রফিতে নক আউট স্টেজে ১০০০ এর উপর রান করে ফেলেছেন। এই কৃতিত্ব আর কারও নেই। সেখানে রোহিতের সংগ্রহ ৮০৮। এখনও অবধি আইসিসি ট্রফিতে নক আউটে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বিরাট।
ভারত চলে গেছে ফাইনালে। রবিবার দুবাইয়ে সামনে হয় দক্ষিণ আফ্রিকা নয়ত নিউজিল্যান্ড। ভারত কাপ জয় থেকে আর মাত্র এক হাত দূরে।
