আজকাল ওয়েবডেস্ক:‌ ডার্বি হারের পর ফের মাঠে নামছে মোহনবাগান। বৃহস্পতিবার কলকাতা লিগে পিয়ারলেসের বিরুদ্ধে খেলবে মোহনবাগান। কলকাতা লিগে এখনও জয়ের মুখ দেখেনি মোহনবাগান। ভবানীপুর এবং রেনবোর বিরুদ্ধে ড্র করার পর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গত শনিবার হারতে হয়েছে। গ্রুপ বি–তে ১১ নম্বরে রয়েছে সবুজ মেরুন ব্রিগেড। তিন ম্যাচে মাত্র দু’পয়েন্ট। প্রতিপক্ষ পিয়ারলেস রয়েছে চার নম্বরে। তারা চারটি ম্যাচের মধ্যে দু’টিতে জিতেছে এবং দু’টিতে হেরেছে। মোহনবাগানকে জয়ে ফিরতে হলে রক্ষণ শক্তিশালী করতে হবে। সঙ্গে আক্রমণভাগ হতে হবে আরও ক্ষুরধার। সুহেল ভাটকে আরও দায়িত্ব নিতে হবে। এছাড়া রেনবোর বিরুদ্ধে দু’‌গোলে এগিয়েও ড্র করতে হয়েছিল মোহনবাগানকে। তাই রক্ষণভাগকে আরও দায়িত্ব নিতে হবে। 



এদিকে ইস্টবেঙ্গলের ম্যাচ এক সপ্তাহ এগিয়ে এসেছে। ২৬ জুলাই ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল পুলিশ এসি–র সঙ্গে। সেই ম্যাচ এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। ১৯ জুলাই অর্থাৎ শুক্রবার ইস্টবেঙ্গল খেলবে পুলিশ এসি–র সঙ্গে। খেলা হবে ইস্টবেঙ্গল মাঠে।