আজকাল ওয়েবডেস্ক: সবুজ মেরুনে হাবাস যুগের অবসান। আইএসএল লিগ শিল্ড জয়ী কোচের সঙ্গে বাড়ল না চুক্তি।
মোহনবাগান সুপার জায়ান্টের নতুন কোচ হলেন জোসে মোলিনা। বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। কিন্তু শোনা যাচ্ছে, মূলত বর্ষীয়ান কোচের শরীরের কথা ভেবেই তাঁর সঙ্গে নতুন করে চুক্তি হল না। শেষপর্যন্ত কলকাতায় ফিরছেন আরও এক স্প্যানিশ কোচ। আন্তোনিও হাবাসের পর জোসে মোলিনার কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে (তৎকালীন নাম)। কোচিং জীবনে অন্যতম সফল মোলিনা গত তিন বছর ছিলেন স্পেন ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টরের পদে। আবার কলকাতায় দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন তিনি। সবুজ মেরুনের দায়িত্ব নেওয়ার পর মোলিনা বলেন, 'মোহনবাগানের মতো ঐতিহ্যশালী ক্লাবের কোচ হতে পেরে সম্মানিত বোধ করছি। ক্লাবকে আরও সাফল্য এনে দেওয়ার চেষ্টা করব। আমাকে হেড কোচ করার জন্যে আমি ক্লাবের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কাছে কৃতজ্ঞ।' নতুন মরশুমে নিয়মকাননে কিছু পরিবর্তন আনছে আইএসএল কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, হেড কোচ কোনও কারণে কোনও ম্যাচে কোচের দায়িত্বে না থাকতে পারলে, সেটা সামলাতে হবে ভারতীয় সহকারী কোচকে। হেড কোচের বিদেশি ডেপুটি সেই দায়িত্বে থাকতে পারবে না। আগের আইপিএলে গুরুত্বপূর্ণ সময় অসুস্থ হয়ে পড়েন হাবাস। সেই সময় দায়িত্ব সামলান তাঁর ডেপুটি ম্যানুয়াল। কিন্তু আগামী আইএসএল থেকে সেটা আর হবে না। হয়তো মোহনবাগানের সিদ্ধান্তে এই কারণও প্রভাব ফেলেছে।
মোহনবাগান সুপার জায়ান্টের নতুন কোচ হলেন জোসে মোলিনা। বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। কিন্তু শোনা যাচ্ছে, মূলত বর্ষীয়ান কোচের শরীরের কথা ভেবেই তাঁর সঙ্গে নতুন করে চুক্তি হল না। শেষপর্যন্ত কলকাতায় ফিরছেন আরও এক স্প্যানিশ কোচ। আন্তোনিও হাবাসের পর জোসে মোলিনার কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে (তৎকালীন নাম)। কোচিং জীবনে অন্যতম সফল মোলিনা গত তিন বছর ছিলেন স্পেন ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টরের পদে। আবার কলকাতায় দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন তিনি। সবুজ মেরুনের দায়িত্ব নেওয়ার পর মোলিনা বলেন, 'মোহনবাগানের মতো ঐতিহ্যশালী ক্লাবের কোচ হতে পেরে সম্মানিত বোধ করছি। ক্লাবকে আরও সাফল্য এনে দেওয়ার চেষ্টা করব। আমাকে হেড কোচ করার জন্যে আমি ক্লাবের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কাছে কৃতজ্ঞ।' নতুন মরশুমে নিয়মকাননে কিছু পরিবর্তন আনছে আইএসএল কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, হেড কোচ কোনও কারণে কোনও ম্যাচে কোচের দায়িত্বে না থাকতে পারলে, সেটা সামলাতে হবে ভারতীয় সহকারী কোচকে। হেড কোচের বিদেশি ডেপুটি সেই দায়িত্বে থাকতে পারবে না। আগের আইপিএলে গুরুত্বপূর্ণ সময় অসুস্থ হয়ে পড়েন হাবাস। সেই সময় দায়িত্ব সামলান তাঁর ডেপুটি ম্যানুয়াল। কিন্তু আগামী আইএসএল থেকে সেটা আর হবে না। হয়তো মোহনবাগানের সিদ্ধান্তে এই কারণও প্রভাব ফেলেছে।
