আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্স হতে চলেছে লোকেশ রাহুলের নতুন ঠিকানা। রাহুল যদি আসেন নাইট শিবিরে, তাহলে অজিঙ্ক রাহানের জায়গা টলমল হয়ে যাচ্ছে কেকেআরে। 
লখনউ সুপার জায়ান্টসকে  বিদায় জানিয়ে রাহুল গত মরশুমে গিয়েছেন দিল্লি ক্যাপিটালসে। একাধারে ব্যাটিং, কিপিংয়ের পাশাপাশি নেতৃত্বও দিতে পারেন। ফলে কলকাতা তাঁকে নিলে সুবিধাই হবে। 

শ্রেয়স আইয়ারের নেতৃত্বে কেকেআর আইপিএল ট্রফি ঘরে তুলেছিল ২০২৪ সালে। কিন্তু পরের বছর শ্রেয়সকে আর রাখেনি নাইটরা। গৌতম গম্ভীরও জাতীয় দলের হেডস্যর হন। গতবারের আইপিএলে ভরাডুবি ঘটে কেকেআর-এর। এবার ফের ভাগ্য বদলানোর জন্য উদ্যোগী হচ্ছে কেকেআর। শোনা যাচ্ছে দিল্লি থেকে কলকাতায় রাহুলকে আনতে আগ্রহী তারা। এর জন্য যদি বিপুল অর্থ খরচ করতে হয়, তাতেও রাজি কেকেআর।  

আরও পড়ুন: 'আশ্চর্যের বিষয়,' ২০১৯ বিশ্বকাপে ধোনির মন্থর ব্যাটিং নিয়ে মুখ খুললেন কিউয়ি তারকা

লোকেশ রাহুলকে যদি নাইট শিবিরে আনা হয়, তাহলে তিনিই দলকে নেতৃত্ব দেবেন। এদিকে কলকাতা শিবির ছেড়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত। 

২০২৪ সালে তাঁর কোচিংয়ে কলকাতা নাইট রাইডার্সের সাজঘরে আইপিএল খেতাব এসেছিল। কিন্তু গতবার আইপিএলে হতশ্রী ফলাফল করে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। 

আইপিএল শুরু হতে এখনও ঢের দেরি। তার আগেই কলকাতা থেকে সরে গিয়েছেন হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। কেকেআরে এখন সম্পর্কচ্ছেদের হাওয়া। নাইট রাইডার্সের শিবিরে আর দেখা যাবে না হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও বোলিং কোচ ভরত অরুণকে। 
২০২৩ সালে কলকাতার দায়িত্ব গ্রহণ করেন পণ্ডিত।  গতবার নাইট রাইডার্স অষ্টম স্থানে শেষ করে। ঘরোয়া ক্রিকেটে পণ্ডিতের সুনাম থাকলেও, তাঁকে নিয়ে অভিযোগও কম নয়। দিল্লির হয়ে নজর কেড়ে নেওয়া আশুতোষ শর্মা কেকেআরে প্রাক্তন হয়ে যাওয়া কোচের বিরুদ্ধে বড়়সড় অভিযোগ এনেছিলেন আগে। চন্দ্রকান্ত পণ্ডিতের জন্য তিনি অবসাদে চলে গিয়েছিলেন। 

সেই সময়ে আশুতোষও ছিলেন মধ্যপ্রদেশের খেলোয়াড়। পডকাস্টে দেওয়া সেই সাক্ষাৎকারে পণ্ডিতের নাম উচ্চারণ করেননি তিনি। কিন্তু পণ্ডিতের জন্য যে ক্রিকেট প্রায় ছাড়তে চলেছিলেন, মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে আশুতোষ বলেন, ''আমি জিমে যেতাম আর তার পরে হোটেলের ঘরে সময় কাটাতাম। মাঠে যাওয়ার অধিকার ছিল না আমার।  মানসিক অবসাদ গ্রাস করেছিল আমাকে।  কেউ আমাকে আমার দোষ বলে দেয়নি। মধ্যপ্রদেশের নতুন কোচের পছন্দ-অপছন্দ বেশি ছিল। ট্রায়াল ম্যাচে ৪৫ বলে ৯০ রান করেও আমাকে দল থেকে বাদ পড়তে হয়েছিল।'' 

চন্দ্রকান্ত পণ্ডিত সরে যাওয়ায় নাইট রাইডার্স শিবিরে হেড কোচের চেয়ার খালি অবস্থায় পড়ে রয়েছে। সেই শূন্যস্থান পূরণ করার জন্য কে আসবেন সেটাই এখন দেখার। 
এদিকে যা হাওয়া বইছে তাতে অজিঙ্ক রাহানের সঙ্গে সম্পর্কচ্ছেদ হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের। রাহানে সরে গেলে শাহরুখ খানের দল পেতে পারেন নতুন অধিনায়ক। শেষমেশ কি লোকেশ রাহুলকেই পাবে কেকেআর, সেটাই পরিষ্কার হয়ে যাবে কয়েক মাসের মধ্যেই। 

আরও পড়ুন: এশিয়া কাপের ভারত-পাক ম্যাচের প্রোমো প্রকাশিত হতেই ধেয়ে এল সমালোচনা, তোপের মুখে শেহবাগ, কী দেখানো হয়েছে সেই বিজ্ঞাপনে?