আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেই বিপাকে পড়ল ভারত। মাত্র ১০ রানে ৩ উইকেট হারায় টিম ইন্ডিয়া। ব্যর্থ টপ অর্ডার। শুরুতেই আউট রোহিত শর্মা, বিরাট কোহলি। ফিরলেন সরফরাজ খানও। উইকেটে আছেন যশস্বী জয়েসওয়াল এবং ঋষভ পন্থ। ভারতকে ম্যাচে ফেরানোর দায়িত্ব এই জুটির ওপর। মেঘলা পরিবেশে নিউজিল্যান্ডের পেসারদের দাপটে তছনছ ভারতের টপ অর্ডার। বৃহস্পতিবার নির্ধারিত সময় খেলা শুরু হলেও আবার বৃষ্টি থাবা বসায়। দ্বিতীয় দিন ড্রিঙ্কসের পর খেলা শুরু করা যায়নি। খেলা বন্ধ হওয়ার সময় ১২.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের রান ১৩।
প্রথম দিন বৃষ্টির জন্য খেলা ভেস্তে যায়। দ্বিতীয় দিন নির্ধারিত সময় শুরু হয় ম্যাচ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত। ভারতীয় দলে দুটো পরিবর্তন হয়েছে। চোটের জন্য বেঙ্গালুরু টেস্টে নেই শুভমন গিল। তাঁর জায়গায় দলে ফেরেন সরফরাজ খান। আকাশ দীপের জায়গায় নেওয়া হয়েছে কুলদীপ যাদবকে। বৃষ্টি থামলেও আকাশ মেঘলা। এমন পরিস্থিতিতে প্রথম থেকেই কিউয়ি পেসারদের বল সুইং করে। শুরুতে সেটা সামলাতে হিমশিম খেতে দেখা যায় রোহিত শর্মা এবং যশস্বী জয়েসওয়ালকে। সতর্কতার মোড়কে শুরু করে দুই ভারতীয় ওপেনার। কিন্তু বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারলেন না রোহিত। সাউদির বল ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলতে গিয়ে বোল্ড হন। ব্যাট এবং প্যাডের ফাঁক দিয়ে বল উইকেটে লাগে। ব্যক্তিগত ২ রানে আউট ভারত অধিনায়ক। ৯ রানে প্রথম উইকেট হারায় ভারত।
আবার ব্যর্থ বিরাট কোহলি। এলেন আর গেলেন। শূন্য রানে ফিরলেন। ৯ বল টিকলেন। লাল বলের ক্রিকেটে আবার খরা চলছে তারকা ব্যাটারের। এদিন তাঁর ব্যাটের দিকে তাকিয়ে ছিল সবাই। চিন্নস্বামী স্টেডিয়াম আইপিএলে কোহলির ঘরের মাঠ। এখানে একাধিক ম্যাচ খেলেছেন। তাই বেঙ্গালুরু থেকেই প্রত্যাবর্তনের আশা ছিল। কিন্তু অপেক্ষা আরও বাড়ল। উইলিয়াম ও’রৌরকির বল কোহলির গ্লাভসে লাগে। লেগ গালিতে ক্যাচ নেন গ্লেন ফিলিপস। এখানেই শেষ নয়। শুভমনের পরিবর্তে নামা সরফরাজও ডাহা ব্যর্থ। শূন্য রানে ফেরেন। পরপর দু’ওভারে আউট কোহলি এবং সরফরাজ। ম্যাট হেনরির বলে ডেভন কনওয়ের হাতে ধরা পড়েন।
