আজকাল ওয়েবডেস্ক: কেরল ব্লাস্টার্সকে হারিয়ে লিগ শিল্ডের আরও কাছে পৌঁছে গিয়েছে মোহনবাগান। রবিবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। ওড়িশা এফসিকে হারালেই আইএসএলের প্রথম দল হিসেবে পরপর লিগ শিল্ড জয়ের নজির গড়বে মোহনবাগান। স্বভাবতই উত্তেজিত সবুজ মেরুন সমর্থকরা। ঘরের মাঠে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার সুযোগ হাতছাড়া করতে চায় না বাগান ভক্তরা। একেতেই ঘরের মাঠে চ্যাম্পিয়নশিপ ম্যাচ। তারওপর রবিবার। আশা করা যাচ্ছে স্টেডিয়াম হাউজফুল থাকবে। মোহনবাগান ফ্যানদের মধ্যে তুমুল উত্তেজনা। তাই ম্যাচের তিনদিন আগে থেকেই টিকিট বাজারে ছাড়া হবে। এদিন মোহনবাগান কর্তৃপক্ষের তরফ থেকে তেমনই জানিয়ে দেওয়া হয়। 

অফলাইন এবং অনলাইনে বিক্রি করা হবে টিকিট। ২০ ফেব্রুয়ারি থেকে অফলাইনে টিকিট বিক্রি শুরু হবে। চারদিন ধরে চলবে। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোহনবাগান মাঠ থেকে টিকিট বিক্রি করা হবে। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। অনলাইনেও টিকিট কাটতে পারবে মোহনবাগান ভক্তরা। ২০ থেকে ২২ ফেব্রুয়ারি অনলাইনে টিকিট কাটা যাবে। সেই টিকিট যুবভারতীর বক্স অফিস টু থেকে রিডিম করা যাবে। সকাল ১১টা থেকে সন্ধে‌ ছ'টা পর্যন্ত খোলা থাকবে স্টেডিয়ামের বক্সে অফিস। নির্দিষ্ট তিনদিন এখান থেকে অফলাইনেও টিকিট কাটা যাবে। ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট বাগানের। লিগ শিল্ড জয় শুধুই সময়ের অপেক্ষা। মোলিনার দলের পরের ম্যাচ মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। তবে ততদিন প্রযন্ত অপেক্ষা করতে চান না ম্যাকলারেন, কামিন্সরা।‌ রবিবারই লিগ শিল্ড নিশ্চিত করতে চায় বাগান।