আজকাল ওয়েবডেস্ক: ওভারের শেষ বলে দু' রান নিয়ে ৯১ রানে অপরাজিত ফ্য়াফ ডু প্লেসি। ইনিংসের এক ওভার তখনও বাকি। সেঞ্চুরির গন্ধ তখন পেতে শুরু করে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার।
কিন্তু নার্ভাস নাইন্টিতে দাঁড়িয়ে ডু প্লেসি করলেন অন্য কাজ। তাতেই অবাক হয়ে গেলেন অনেকে। টেক্সাস সুপার কিংস অধিনায়ক চললেন ড্রেসিং রুমের পথে। সেঞ্চুরি করতে পারতেন, তা না করে তিনি রিটায়ার্ড আউট হলেন।
মেজর লিগ ক্রিকেটে দুটি সেঞ্চুরি আগেই করে ফেলেছেন ডু প্লেসি। ৪১-এর তারকার সামনে আরও একটি সেঞ্চুরি করার হাতছানি ছিল। কিন্তু দলের স্বার্থের কথা ভেবে নিজের রেকর্ড জলাঞ্জলি দিলেন।
ডু প্লেসি ৩২ বলে পঞ্চাশ করেন। শেষের দিকে তাঁর খেলার ধরন দেখে মনে হয়েছে ক্লান্তি বুঝি গ্রাস করেছে তাঁকে। একসময়ে মনে হয়েছিল তাঁর সেঞ্চুরি কেবল সময়ের অপেক্ষা। কিন্তু তাঁর পরে টাচ হারিয়ে ফেলেন তিনি।
শেষ ওভারের আগে তিনি ক্রিজ ছেড়ে চলে যান সাজঘরে। ম্যাচের পরে ডু প্লেসি বলেন, ''ডনোভান ভাল ছন্দে আছে। ভাল ছক্কা হাঁকাতে পারে। শেষ ওভারে ডনোভান ১০-১৫ রান এনে দেবে এই বিশ্বাসে আমি সরে যাই।'' এভাবেও কেউ চিন্তাভাবনা করেন? ডু প্লেসি করেন।
