আজকাল ওয়েবডেস্ক: স্যান্টোসের সঙ্গে চুক্তি নবীকরণ হল নেইমারের।
নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্যান্টোসেই থাকবেন ব্রাজিলের তারকা ফুটবলার।
স্যান্টোসের সঙ্গে নেইমারের চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল।
ক্লাব সভাপতি মার্সেলো তেইসেইরার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত স্যান্টোসেই থাকবেন নেইমার।
নেইমারকে ধরে রাখার একটা চেষ্টা স্যান্টোস করেছিল ব্রাজিলীয় লিগ শেষ হওয়ার পর থেকেই। নেইমারকে যে ধরে রাখা যাবে এব্যাপারে আশাবাদী ছিল স্যান্টোস।
ক্লাবের তরফ থেকে জানানো হয়েছিল, দুই পক্ষের আলাপ আলোচনা চলতে পারে শেষ মুহূর্ত পর্যন্ত। সেটাই হয়েছে।
এদিকে ব্রাজিলিয়ান লিগে একসময়ে অবনমনের লাল চোখ দেখতে শুরু করেছিল স্যান্টোস। কিন্তু নেইমারের জন্য স্যান্টোস অবনমন এড়ায়।
তিনটি ম্যাচেই স্যান্টোস জেতে ৩–০ গোলে। প্রথম ম্যাচে নেইমার এক গোল করেন। আরেকটি ম্যাচে হ্যাটট্রিকও করেন। শেষ ম্যাচে নেইমার গোল না পেলেও পুরো নব্বই মিনিট দারুণ ছন্দে ছিলেন ব্রাজিলীয় তারকা।
