আজকাল ওয়েবডেস্ক: রবি শাস্ত্রীর পর ২০২৭ বিশ্বকাপে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলে দিলেন অনিল কুম্বলে। দু'বছর পর দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়ায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। টি-২০ ক্রিকেট এবং টেস্ট থেকে অবসর নেওয়ায় পর একমাত্র একদিনের ক্রিকেটে খেলেন ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা। রোহিত এবং কোহলির পাখির চোখ ২০২৭ বিশ্বকাপ। সেটাই তাঁদের শেষ আইসিসি টুর্নামেন্টে হবে। ভারতের জার্সিতেও শেষ ম্যাচ। বিশ্বকাপের এখনও দুই বছর বাকি। ততদিন রো-কো জুটির ফর্ম অব্যাহত থাকবে কিনা সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে।
এই নিয়ে এখন থেকেই ভাবতে চান না কুম্বলে। ভারতের প্রাক্তন অধিনায়ক মনে করেন, এখনই বিশ্বকাপ নিয়ে ভাবার কারণ নেই। খেলাটা উপভোগ করা উচিত বিরাট এবং রোহিতের। এই প্রসঙ্গে কুম্বলে বলেন, 'দু'জন প্লেয়ারের ক্রিকেট জীবন উদযাপন করুন। বিগত বছরগুলোতে দু'জন ভারতীয় ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে। হয়তো ওদের মাথায় ২০২৭ বিশ্বকাপ ঘুরছে। তবে এখনও দু'বছর বাকি আছে। ভবিষ্যতে অনেক ম্যাচ আছে। ওদের মাঠে নেমে উপভোগ করা উচিত। রোহিত এখন আর অধিনায়ক নেই। তাই ওর কাঁধে আর নেতৃত্বের চাপ নেই। ওর উচিত প্রতিটা মুহূর্ত উপভোগ করা। আমার মনে হয় না ওদের এখনই ২০২৭ বিশ্বকাপের কথা ভাবা উচিত। দু'জনের অভিজ্ঞতা আছে। তাই আমরা চাইব ওরা বিশ্বকাপের দলে থাকুক। তবে বছর প্রতি ভাবা উচিত।'
কোহলি এবং রোহিত অস্ট্রেলিয়া সিরিজের ১৫ জনের দলে আছেন। তিন ম্যাচের সিরিজে ১৯, ২৩ এবং ২৫ অক্টোবর যথাক্রমে পারথ, অ্যাডিলেড এবং সিডনিতে খেলবে ভারত। ম্যাচ ফিটনেস বজায় রাখাই দুই মহাতারকার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ দুটো ফরম্যাট থেকেই সরে গিয়েছেন তাঁরা। এইসব চ্যালেঞ্জ সত্ত্বেও বিরাট এবং রোহিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে যথেষ্ট ভাল পারফর্ম করে। ৯ মার্চ ফাইনালের পর থেকে কেউই কোনও আন্তর্জাতিক ম্যাচে অংশ নেয়নি। দু'জনকে বিশ্বকাপে দেখতে চান কুম্বলে। ২০২৩ বিশ্বকাপের জ্বালা মেটাতেই পরের বিশ্বকাপ পাখির চোখ দুই মহারথীর। কুম্বলে বলেন, 'ওদের যা করণীয়, সেটাই করা উচিত। ছয় মাস ধরে একদিনের বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া উচিত। সেটাই বড় চ্যালেঞ্জ। ওরা ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলে জেতার চেষ্টা করবে। যা ২০২৩ সালে হয়নি। অস্ট্রেলিয়া ট্রফি জেতে। তবে এই দু'জন চ্যাম্পিয়ন। অস্ট্রেলিয়ায় সবাই ওদের দেখতে মাঠ ভরাবে।' যে যাই বলুক না কেন, বিরাট-রোহিতকে ২০২৭ বিশ্বকাপে দেখতে চান কুম্বলে।
