আজকাল ওয়েবডেস্ক: আকাশে কখনও মেঘ, কখনও বৃষ্টি, কখনও আবার মেঘ সরিয়ে ঝলমলে রোদ। এমন আবহাওয়াতে পোশাকেও থাকুক রোদের হলদে স্পর্শ আর জলের নীল রং। এমনই সাজে রাইকিশোরীর পোশাকে সেজে উঠলেন আজকালের মডেলরা। পোলো ফ্লোটেলে কেউ পরলেন হলুদ আর আকাশীর জলছাপ দেওয়া হালকা পোশাক। কেউ পরলেন চোখ জুড়ানো শার্ট প্যান্ট। তবে ব্যতিক্রমও যে নেই তা কিন্তু নয়। পুরুষরা চাইলে জিন্সের সঙ্গে পরতে পারেন লাল কালো ট্র্যাডিশনাল কুর্তাও।
মডেল: সুমন, অনুক্তা, বৃন্দা, তানিয়া, জয়, সম্মিত্র
মেক আপ: পায়েল ও কেয়া
পোশাক: রাইকিশোরী
আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় মরেননি, জেতেন ৫ কোটির লটারি! সাতবার মৃত্যুর মুখ থেকে ফেরা বিশ্বের সবচেয়ে ‘লাকি’ ব্যক্তি ইনি
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
