আজকাল ওয়েবডেস্ক: বড়দিন থেকেই শুরু হয়ে নিউ ইয়ার উদযাপন । এই মরসুমে আপনার কী বাড়িতে পার্টি করার প্ল্যান রয়েছে? এই মুহূর্তে নন- অ্যালকোহলিক পার্টি ট্রেন্ড চলছে। একদিকে যেমন মদ্যপানের প্রবণতা বেড়েছে। অন্যদিকে নতুন ট্রেন্ডেও গা ভাসাচ্ছেন অনেকেই। হুইস্কি, রাম, বিয়ার, ওয়াইন, এসব বাদ দিয়ে বিকল্প খুঁজছেন অনেকে। এই নিয়ে কী বলছে সমীক্ষা?
মাজিক প্রজাপতির পছন্দ
সামাজিক কারণেই পার্টিতে নন-অ্যালকোহলযুক্ত ওয়াইন বা মকটেলের প্রবণতা বাড়ছে। কারণ অনেকেই বিশ্বাস করেন যোগাযোগ বাড়ানোর জন্য জোর করে অ্যালকোহল পান করার দরকার নেই। বিকল্প অনেক ড্রিংক আছে যা মন ভাল করে এর দেয় সেই একই স্পার্ক।
নন- অ্যালকোহলিক ড্রিংক শরীরের খুব বেশি ক্ষতি করে না, যতটা মদ্যপানে হয়। এই পার্টিতে হ্যাংওভারের ভয় থাকে না। শরীর অসুস্থ হয় না।
এই ধরনের ড্রিংকগুলো চিনি-মুক্ত। তাই সার্বিকভাবে শরীরের জন্য খুব একটা ক্ষতিকর নয়। মদ্যপান ছেড়ে কেউ নন- অ্যালকোহলিক ড্রিংক করছে - এমন ঘটনা শোনা যায় না সাধারণত। তবে নতুন প্রজন্ম যদি বিকল্প বেছে নেয় , তবে নেশামুক্ত হবে সমাজ। আর সেই কারণেই এই ধরনের ড্রিঙ্কের চাহিদা এখন ট্রেন্ডিং।
মাজিক প্রজাপতির পছন্দ
সামাজিক কারণেই পার্টিতে নন-অ্যালকোহলযুক্ত ওয়াইন বা মকটেলের প্রবণতা বাড়ছে। কারণ অনেকেই বিশ্বাস করেন যোগাযোগ বাড়ানোর জন্য জোর করে অ্যালকোহল পান করার দরকার নেই। বিকল্প অনেক ড্রিংক আছে যা মন ভাল করে এর দেয় সেই একই স্পার্ক।
নন- অ্যালকোহলিক ড্রিংক শরীরের খুব বেশি ক্ষতি করে না, যতটা মদ্যপানে হয়। এই পার্টিতে হ্যাংওভারের ভয় থাকে না। শরীর অসুস্থ হয় না।
এই ধরনের ড্রিংকগুলো চিনি-মুক্ত। তাই সার্বিকভাবে শরীরের জন্য খুব একটা ক্ষতিকর নয়। মদ্যপান ছেড়ে কেউ নন- অ্যালকোহলিক ড্রিংক করছে - এমন ঘটনা শোনা যায় না সাধারণত। তবে নতুন প্রজন্ম যদি বিকল্প বেছে নেয় , তবে নেশামুক্ত হবে সমাজ। আর সেই কারণেই এই ধরনের ড্রিঙ্কের চাহিদা এখন ট্রেন্ডিং।
