আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের সেরা ১২ জনকে বেছে নিলেন ইরফান পাঠান। আইপিএল ফাইনালের একদিনের মধ্যে নিজের পছন্দের দল বেছে নিলেন প্রাক্তন তারকা। ১৮ বছরের খরা কাটিয়ে অবশেষে চ্যাম্পিয়ন হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১১ বছর পর ফাইনালে উঠলেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় পাঞ্জাবকে। এবার সোশ্যাল মিডিয়ায় আইপিএলের সেরা ১২ জনের একটি ছবি পোস্ট করেন ইরফান। সেই দলে নেই শুভমন গিল। চলতি আইপিএলে ব্যাটারের পাশাপাশি অধিনায়ক হিসেবে সফল গিল। একটা দীর্ঘ সময় ধরে একনম্বরে ছিল গুজরাট টাইটান্স। কিন্তু তাঁকে রাখেনি ভারতের প্রাক্তনী।
পাঠানের দলের দুই ওপেনার বিরাট কোহলি এবং সাই সুদর্শন। তিন এবং চার নম্বরে জস বাটলার ও শ্রেয়স আইয়ার। পাঞ্জাবকে ফাইনালে তোলায় তাঁকেই দলের অধিনায়ক বেছে নেয় ইরফান। মিডল অর্ডারে রাখেন সূর্যকুমার যাদব, হেনরিচ ক্লাসেনকে। দলের দু'জন অলরাউন্ডার নমন ধীর এবং ক্রুনাল পাণ্ডিয়া। তিনজন পেসার নূর আহমেদ, যশপ্রীত বুমরা এবং জস হ্যাজেলউড। ইম্প্যাক্ট সাবস্টিটিউট প্রসিদ্ধ কৃষ্ণ। এবারের আইপিএলে সর্বোচ্চ রান সাই সুদর্শনের। ১৫ ম্যাচে ৭৫৯ রান করেন। গড় ৫৪.২১। স্ট্রাইক রেট ১৫৬.১৭। রয়েছে একটি শতরান এবং ছটি অর্ধশতরান। সর্বোচ্চ রান ১০৮। দ্বিতীয় স্থানে সূর্যকুমার যাদব। তারপর রয়েছেন বিরাট কোহলি, শুভমন গিল এবং মিচেল মার্শ। ১৫ ম্যাচে ২৫ উইকেট নিয়ে বেগুনি টুপি পান প্রসিদ্ধ কৃষ্ণ।
