আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে আইপিএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। রবিবার কোটিপতি লিগের দুই সেরা দলের লড়াই। এককথায়, আইপিএলের এল ক্লাসিকো। তার আগে মন জয় করে নিলেন এমএস ধোনি এবং হার্দিক পাণ্ডিয়া।‌ মাঠের লড়াই একদিকে, অন্যদিকে ভ্রাতৃত্ব। তার প্রমাণ দিলেন দুই তারকা ক্রিকেটার। মেগা লড়াইয়ের আগে স্পটলাইটে ধোনি এবং হার্দিক। শনিবার চিপকে প্র্যাকটিস করতে নেমে একে অপরকে জড়িয়ে ধরেন। এটা শুধু ক্যামেরাবন্দি হয়ে থাকার মুহূর্ত নয়, এরমধ্যে লুকিয়ে আছে অনেকগুলো আবেগ। শ্রদ্ধা, ভ্রাতৃত্ব এবং একই মঞ্চে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা।

একজন আইপিএলের অন্যতম সেরা অধিনায়ক। অন্যজনকে তাঁর সঙ্গে তুলনা টানা শুরু হয়েছে। বিশেষ করে গুজরাট টাইটান্সের হয়ে প্রথম আইপিএল জেতার সময় থেকে। কোথাও যেন দু'জনের মধ্যে অদ্ভুত মিল আছে। ভারতের হয়ে একসঙ্গে ট্রফি জিতেছে। আইপিএলের দুই সেরা দলের অধিনায়ক থেকেছেন। রবিবার চেন্নাই ম্যাচে নেই হার্দিক। স্লো ওভার রেটের জন্য এক ম্যাচ নির্বাসিত। কিন্তু তাঁর উপস্থিতি পার্থক্য গড়ে দেবে। তবে এদিন ধোনি এবং হার্দিকের আলিঙ্গন এক নতুন বার্তা দেবে। মাঠে মারকাটারি লড়াইয়ের উর্ধ্বে কিছু সম্পর্ক। যা দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে। এদিন তারই জয় হয়। যশপ্রীত বুমরা এবং হার্দিক পাণ্ডিয়ার অনুপস্থিতে কিছুটা ব্যাকফুটে থেকে শুরু করবে মুম্বই। ঘরের মাঠে ফেভারিট চেন্নাই। নেতা হিসেবে ঋতুরাজ গায়কোয়াড়‌ থাকলেও, পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়বেন ধোনিই।