আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের প্রথম দুটো ম্যাচ হেরেছে রাজস্থান রয়্যালস। তার জন্য ভারতের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার রবিন উথাপ্পা নিলামের স্ট্র্যাটেজিকেই দায়ী করলেন। তিনি মনে করেন, নিজেদের দুর্বলতা খতিয়ে দেখা উচিত রাজস্থানের। সানরাইজার্স হায়দরাবাদের পর কলকাতা নাইট রাইডার্সের কাছে হারে রয়্যালসরা। মেগা নিলামে ১৪ জনকে নিয়েছে রাজস্থান। কিন্তু তাসত্ত্বেও এখনও সঠিক কম্বিনেশন খুঁজে পায়নি। দলের ব্যাটিং লাইন আপ খারাপ নয়। রয়েছেন সঞ্জু স্যামসন, যশস্বী জয়েসওয়াল, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ। কিন্তু বোলিং কমজোরী। জোফ্রা আর্চার এবং সন্দীপ শর্মা ব্যর্থ হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে।
আইপিএলের ইতিহাসে এক স্পেলে সবচেয়ে বেশি রান দিয়েছেন আর্চার। সানরাইজার্সের বিরুদ্ধে ৪ ওভারে ৭৬ রান দেন। চোট সারিয়ে প্রায় আড়াই বছর পর ক্রিকেটে ফিরেছেন ইংল্যান্ডের পেসার। রাজস্থানের বোলিং লাইন আপ নিয়ে চিন্তিত প্রাক্তন তারকা। রবিন উথাপ্পা বলেন, 'নিলামের স্ট্র্যাটেজি নিয়ে রাজস্থানকে ভাবতে হবে। কী মিস করেছে সেটা দেখতে হবে। তবে এখন আর কিছু করার নেই। বোলিং আক্রমণ কিছুটা দুর্বল। জোফ্রা আর্চার এবং সন্দীপ শর্মার ওপর নির্ভরশীল। মনে রাখতে হবে আড়াই বছর পর ক্রিকেটে ফিরছেন আর্চার। প্রচুর চোট-আঘাত কাটিয়ে ফিরছে। এটা ওর আত্মবিশ্বাসে ধাক্কা দিতে পারে।' উথাপ্পা মনে করেন, কেকেআরের বিরুদ্ধে বড় ইনিংস খেলার সুযোগ ছিল যশস্বী জয়েসওয়ালের। সেট হয়েও সেই সুযোগ হেলায় নষ্ট করেন। চলতি আইপিএলে রাজস্থানকে নিয়ে খুব বেশি আশাবাদী নন প্রাক্তন ভারতীয় তারকা।
